দীপাবলিতে নতুন ট্রেন্ড ড্রোন আতশবাজি

Diwali 2024: আকাশে উড়েই ছড়িয়ে দেবে রঙ! ‘ড্রোন বাজি’ দেখেছেন? দীপাবলির এবারের আকর্ষণ! ভিডিও

দক্ষিণ দিনাজপুর : আকাশে উড়ছে একাধিক ড্রোন, দূর থেকে মনে হলেও আদতে এগুলো পটকা বাজি।  এই ড্রোন বাজি, রীতিমত আকাশে উড়ছে তা সময় মত আবার ফাটছে। তবে এবার ড্রোন বাজি, হেলিকপ্টার বাজি সহ একাধিক বাজি নজর কারছে বালুরঘাটের ছোট কিংবা বড় প্রত্যেকেরই, নতুনত্ব এই বাজিতে মেতেছে মন।

আরও পড়ুন- নতুন ইউটিউব চ্যানেল? কত সাবস্ক্রাইবার হলে আসবে টাকা? ৯৯ শতাংশই না জেনে ভুল করছেন

প্রসঙ্গত, দুর্গোৎসব শেষ হতে না হতেই এবার কালীপুজোতে পুরোদমে আনন্দে মাততে চলেছে বাঙালি৷ আর কালীপুজোর অন্যতম অঙ্গই হল আতশবাজি৷ পরিবেশের কথা খেয়াল রেখেই এবারও দিওয়ালিতে বাজি উৎসবে মেতে উঠবে বাঙালি৷ হাজারও রকম আতশবাজি রংমশাল, চড়কি, তুবড়ির ভিড়ে বেশ নজর কাড়ছে ড্রোন বাজি। তবে তালে তাল দিতে পিছিয়ে নেই হেলিকপ্টারও। এই সব বাজিতে আতঙ্ক কম থাকায় বাড়ির বড়রা ছোটদের কিনে দিতে সাহস পাচ্ছে। এমনকি নতুনত্ব এই সমস্ত ট্রেন্ড বাজি কিনতে কচিকাঁচাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে দোকান গুলিতে।

আরও পড়ুন- আসছে বিরাট বদল! দীপাবলিতে ঘরে টিকটিকি এলে কীসের লক্ষণ? জানলে চমকে উঠবেন

এবিষয়ে আতশবাজি বিক্রেতা তরুণ মহন্ত জানান, তাঁদের আতশবাজির ব্যবসা বেশ কয়েক বছর পুরোনো। তবে প্রতিবছরই কিছু না কিছু নতুনত্ব ট্রেন্ড থাকে বাজির। তেমনই এবছর নতুনত্ব হিসেবে বাজার মাতাচ্ছে ড্রোন ও হেলিকপ্টার বাজি। যা দেখতে কিনতে দোকানে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দামও রয়েছে সকলের সাধ্যের মধ্যেই। মাত্র ২০০-৩০০ টাকা প্যাকেট। যা এই বছর বাচ্চা থেকে বড় সকলের নজর কাড়ছে।

সুস্মিতা গোস্বামী