আব্দুল বারি মোল্লা 

North 24 Parganas News: নেই শিক্ষাগত যোগ্যতা, ৬৫-র বৃদ্ধ এক নিমেষে বলেন মহাকুমার সব গ্রামের নাম

উত্তর ২৪ পারগানা: নেই শিক্ষাগত যোগ্যতা। ৬৫-র আব্দুল বারি মোল্লা এক নিমেষে বলেন মহকুমার সব গ্রামের নাম। এই বয়সে বসিরহাট মহাকুমা সহ জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন ছোট বড় গ্রামের নাম বলে দেন এক নিমেষে। এক অনন্য বিরল প্রতিভা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডিগড় গ্রামের বাসিন্দা আব্দুল বারি মোল্লা। গ্রামের সবাই তাকে নরে চাচা বলে ডাকেন।

পেশায় জলের পাইপলানের কাজ করেন তিনি। আর সেই সুবাদে মহাকুমা থেকে জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তের বিভিন্ন গ্রাম ঘুরতে হয়। আর এভাবেই প্রতি গ্রামে যেতে যেতে একসময় ওই সমস্ত গ্রামের নাম বলে দেন একটি ছন্দ আকারে। সেগুলি মনে রাখার চেষ্টা করেন। প্রতিনিয়ত সেগুলি বলতে বলতে একদিন খুব সহজে এক নিমেষেই বলে দেন গ্রামের নামগুলি। আব্দুল বারি মোল্লা জানান, ২-৩ মিনিটে নাম বলতে পারেন বসিরহাট মহাকুমাসহ উত্তর ২৪ পরগনা জেলার পাশাপাশি রাজ্যের ৪০০- ৫০০টি গ্রামের। এ ছাড়া তাঁর মুখস্থ আছে বিশ্বের একাধিক দেশ ও বিভিন্ন মিষ্টির নাম।

আরও পড়ুনঃ KKR News: কেকেআর ৩ জনকে কিনবে আরটিএম কার্ড ব্যবহার করে! তালিকায় চমকে দেওয়া সব নাম

রাস্তাঘাটে চলার পথে, বাজারে কিংবা কাজে গেলেও সেখানে শিশু কিশোর থেকে যুবকদের মধ্যে থেকে প্রতিনিয়ত চাচার কাছে আবদার আসে গ্রামের নামগুলি শোনানোর। আব্দুল বারি মোল্লা তাদের সেই আবদার শোনাতে বসে পড়েন। আবার দোকানে চা খেতে খেতে কখনও চায়ের আড্ডাতে অনেকেই তাকে পেতে চায়। এভাবেই গোটা এলাকায় প্রসিদ্ধ হয়ে পড়েছেন তিনি।

জুলফিকার মোল্লা