শিলিগুড়ি: আর কিছুদিন বাদেই আলোর উৎসব। নানা রকম আলোতে সেজে উঠবে চারিদিক। চারিদিক আলোয় সেজে ওঠা ছাড়াও দীপাবলির অন্যতম আকর্ষণ থাকে রঙ্গোলি। যা আমাদের বাড়ির সৌন্দর্যকে আরও খানিকটা বাড়িয়ে দেয়। রঙ্গোলির প্রচলন দক্ষিণ ভারতে বেশি হলেও রঙিন এই আল্পনা বর্তমানে সর্বভারতীয়। এখন প্রায় প্রতিটি বাড়িতেই রঙ্গোলি তৈরি করা হয়। আর তাদের কথা ভেবেই শিলিগুড়িতে হাজির হয়েছেন উত্তরপ্রদেশের কিছু ব্যবসায়ী। প্রতিবছরই দীপাবলির আগে তারা নানা রকম রঙ্গোলির রং এবং বিভিন্ন রঙ্গোলির ছাঁচ নিয়ে হাজির হন শিলিগুড়িতে।
শিলিগুড়ির বিধান মার্কেট জুড়ে এখন জায়গায় জায়গায় বসে রয়েছে এই রঙ্গোলির বিক্রেতারা। বিভিন্ন দামের মাত্র ৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত বিভিন্ন রঙ্গোলি পাওয়া যাচ্ছে তাদের ওখানে। এছাড়াও সহজেই রঙ্গোলি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ছাঁচ রয়েছে তাদের কাছে। ওই চাঁদ গুলির উপর রঙ ঢেলে দিয়ে খুব সহজেই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে রঙ্গোলি। সেগুলির দামও ৮০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত রয়েছে।
আরও পড়ুন: নিরিবিলি সিটংয়ে কাটিয়ে আসুন ক’দিন, কোথায় থাকবেন-কোথায় কোথায় যাবেন? জানুন
রঙ্গোলি বিক্রেতা আনোয়ার আলীর কথায়, ‘আমরা প্রতি বছরই দীপাবলীর আগে কয়েক দিনের জন্য শিলিগুড়িতে আসি। দীপাবলিতে সকলেই রঙ্গোলি তৈরি করেন। অন্য জায়গার তুলনায় শিলিগুড়িতে ব্যবসা ভাল হয় তাই এখানেই আসি।’
আরও পড়ুন: নাক ডাকার চোটে বাড়ি মাথায় উঠেছে? ঘুমোতে যাওয়ার আগে করুন এই কাজ! জানুন ঘরোয়া টিপস
রঙ্গোলি কিনতে এসে সুমিত আগরওয়াল বলেন, ‘ দীপাবলি তে আমাদের ঘরে প্রতিবছরই রঙ্গোলি তৈরি করা হয়।এই প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। এবছর আমার ১০ বছরের মেয়ে জেদ করছিল যে সেও এবার রঙ্গোলি তৈরি করবে। তাই তার জন্য রঙ্গোলি আর ছাঁচ কিনতে এসেছি। মেয়ে ভীষণ খুশি হবে।’ অন্যদিকে ব্যবসায়ী আনোয়ার আলী বলেন, ‘অন্য বছরের তুলনায় এ বছর ব্যবসা বেশ ভালই হচ্ছে। শিলিগুড়িতে যেহেতু সমস্ত জায়গার লোক থাকে তাই এখানে বিক্রি টা দারুন হয়। আশা করছি সমস্ত মাল দীপাবলির আগে বিক্রি করে বাড়ি ফিরতে পারব।’
অনির্বাণ রায়