দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণবঙ্গ Ilish: ভাইফোঁটার মুখেই বাজারে আসছে এত এত ইলিশ! দামেও ব্যাপক সস্তা! কত কেজির মাছের কেমন দাম? জানুন Gallery October 29, 2024 Bangla Digital Desk *ভাইফোঁটাতে ভাইয়ের পাতে পড়বে সস্তার ইলিশ। সেই সম্ভবনা তৈরি হয়েছে এবার। ঘূর্ণিঝড় ‘দানা’র পর এই সম্ভবনা তৈরি হয়েছে। চলতি ট্রিপে বাড়ছে ইলিশ আসার সম্ভবনা। প্রতিবেদনঃ নবাব মল্লিক। ফাইল ছবি। *ঘূর্ণিঝড়ের রেশ কাটতেই আবারও নতুন করে মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিয়েছেন। এবার তারা আশা করছেন জালে বেশি পরিমাণে ইলিশ আসবে। ফাইল ছবি। *এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে হারাধন ময়রা জানিয়েছেন, গত তিনদিন ধরে একাধিক ট্রলার সমুদ্রের দিকে পারি দিয়েছে। ভাইফোঁটার আগেই ফিরে আসবে তারা। সেই ট্রলারগুলি ফিরলে দাম কিছুটা কমবে ইলিশের। ফাইল ছবি। *এবছর বারবার প্রাকৃতিক বিপর্যয়ে ইলিশ ধরার ক্ষেত্রে অসুবিধা হয়েছে। কিন্তু এবার আর অসুবিধা হবেনা বলে মনে করছেন মৎস্যজীবীরা।একমাসের মধ্যে ৩ থেকে ৪ বার যাওয়া যায় ট্রিপে। ফাইল ছবি। *কিন্তু আবহাওয়া খারাপ থাকলে সেই ট্রিপের সংখ্যা কমে। তবে পরিস্থিতি অনুকূল রয়েছে জালে মাছ আসবেই বলে আশাবাদী তারা। ফাইল ছবি। *বর্তমানে ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে মিলছে। তবে ইলিশ আসলে দাম অনেকটাই কমবে। ফলে ভাইফোঁটাতে ভাইয়ের পাতে ইলিশ পড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ফাইল ছবি।