উত্তর ২৪ পরগনা: কালীপুজোয় বড় চমক! মায়াপুরের ইসকন মন্দির এবার বসিরহাটে। এবার পুজোয় কি মায়াপুরের ইসকন মন্দির ঘুরে আসতে চান! তবে বসিরহাটেই এবার দেখা মিলবে এই মন্দিরের। নদীয়ার মায়াপুরের ইসকন মন্দিরের থিমে সেজে উঠছে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের নবোদয় ক্লাবের কালীপুজোর মণ্ডপ।
শুধু মণ্ডপ নয়, প্রতিমা এবং আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক। বসিরহাট শহরে দুর্গাপুজো থিমের রমরমা থাকলেও কালীপুজোয় থিমের সেভাবে দেখা মেলেনা। তবে এবার কালি পুজোয় থিমের দেখা মিলবে বসিরহাটে। পুরো মণ্ডপটাই তৈরি হবে মায়াপুর ইসকন মন্দিরের আদলে। পাশাপাশি পুজো মণ্ডপের উদ্যোক্তারা মহিলা পরিচালিত।
জলের উপর বিশেষ পদ্ধতিতে প্যান্ডেল ফুটিয়ে তোলা হচ্ছে। বসিরহাটেই দেখা পাওয়া যাবে মায়াপুরের অনুভব। বসিরহাটের নবোদয় সংঘ ক্লাবের ৭৮ তম বর্ষ এবারের কালীপুজো। কয়েক লক্ষ টাকা ব্যায়ে তৈরি হচ্ছে পড়শী জেলা নদিয়ায় মায়াপুরের ইসকন মন্দিরের আদলে পুজোর মণ্ডপ। প্রতিবছর মণ্ডপ সজ্জায় চমক দেয় এই ক্লাব। সেজন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমায়। সব মিলিয়ে দুর্গা পুজোর পরপর ফের থিমের থিমের ছোঁয়ায় পুজোর মণ্ডপে সেজে উঠছে বসিরহাট।
জুলফিকার মোল্লা