উত্তরবঙ্গ, দার্জিলিং Darjeeling News: ‘দার্জিলিং যাব আর স্লিপিং বুদ্ধা দেখব না?’ কিন্তু কীভাবে দেখবেন? যা কাণ্ড দেখুন Gallery October 31, 2024 Bangla Digital Desk ইতিমধ্যেই হালকা হালকা শীতের আমেজ উত্তরবঙ্গ জুড়ে। সেই অর্থে উত্তরের ঠান্ডা হিমেল আবহাওয়া উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে পর্যটকেরা। বর্তমানে উৎসবের আমেজে নতুন করে পর্যটকদের কাছে ধরা দিচ্ছে শৈলশহর দার্জিলিং। তবে উৎসব আনন্দ সবকিছু থাকলেও কুয়াশাচ্ছন্ন আকাশে কাঞ্চনজঙ্ঘার দেখা না পেয়ে বেজায় মন খারাপ পর্যটকদের। দার্জিলিংয়ের বিভিন্ন ঘোরার জায়গাগুলির মধ্যে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা বাতাসিয়া লুপ। যেখানে দাঁড়িয়ে দুচোখ ভরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য পাশাপাশি একই ফ্রেমে কু ঝিক ঝিক শব্দে চোখের সামনে দিয়ে ছুটে চলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্যবাহী ট্রেন। দার্জিলিংয়ের এই জায়গায় এসে নেপালি পোশাকে সেজে ছবি তোলা থেকে শুরু করে রিলস বানানো সব কিছুর আনন্দ থাকলেও কোথায় গিয়েও কাঞ্চনজঙ্ঘাকে না দেখতে পেয়ে মনে যেন এক বিষাদের সুর। এই প্রসঙ্গে এখানে ঘুরতে আসা এক খুদে পর্যটক অহনা বন্দ্যোপাধ্যায় বলে এখানে ঘুরতে এসে পাহাড় থেকে শুরু করে সবকিছুই দেখলাম তবে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকায় কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না। আকাশ পরিষ্কার না থাকায় দেখা নেই ঘুমন্ত বুদ্ধা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার। স্বাভাবিকভাবেই মন খারাপ পর্যটকদের। এই প্রসঙ্গে এখানে ঘুরতে আসা অপর এক পর্যটক সাথী দে বলেন, পাহাড় বরাবরই পছন্দের এখানে এসে খুব ভাল লাগছে তবে আকাশ পরিষ্কার না থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না তাই একটু মন খারাপ। (রিপোর্টার– সুজয় ঘোষ)