পরিবেশ রক্ষার বার্তায় সাইকেল র‍্যালি

Diwali 2024: দিওয়ালির মরশুমে ৮০০-১০০০ জনের সাইকেল র‍্যালি! উদ্দেশ্য জানলে আপনিও ধন্য ধন্য করবেন

হাওড়া: দীপাবলি আলোর উৎসব হোক দূষণমুক্ত! সেই বার্তায় সারা দেশের সঙ্গে সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ জেলার সাইকেল আরোহীরা। দীপাবলিতে শব্দদানবের অত্যাচারে কার্যত অতীষ্ট হয়ে ওঠে বঙ্গবাসী| শব্দবাজির দাপট তো রয়েছে তার সঙ্গে ডিজে বক্সের দানবীয় দাপট, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দূষণমুক্ত দীপাবলির বার্তা নিয়ে পথে নামলেন সাইকেল আরোহীরা। উৎসব হোক দূষণমুক্ত এই বার্তাতে রাজ্যের সর্বত্র উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, রাজারহাট, সল্টলেক থেকে ৮০০-১০০০ জনের এই সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ। একই সঙ্গে এই দিওয়ালি কালীপুজোর উৎসবকে সামনে রেখে দেশের ১৭ টি রাজ্যে এই সচেতনতার র‍্যালি অনুষ্ঠিত হচ্ছে।

হাওড়ার ইছাপুর থেকে হাওড়া ব্রিজ হয়ে কলকাতায় সমাপ্তি হয় এই সাইকেল র‍্যালির। অংশগ্রহণকারীদের মধ্যে কেউ সরকারি আধিকারিক, শিক্ষক, চিকিৎসক, কলেজ পড়ুয়া সকলেই রয়েছেন। ভিক্টোরিয়ার সামনে মিলিত হয় সারা বাংলা থেকে আসা সাইকেল আরোহীরা। চলার পথে হাতে ফ্লেক্স নিয়ে পথ চলতি মানুষের কাছে বার্তা দেন সাইকেল আরোহীরা।  দূষণমুক্ত পৃথিবী চাই, সেই দূষণের বার্তা নিয়ে সাইকেল উইথ লাইটস এই র‍্যালির আয়োজন। বাজি ফাটানোর নামে প্রাণীকূল আতঙ্কে ভোগে। জীববৈচিত্র্য নষ্ট হয়, তারই বার্তা নিয়ে হাওড়া থেকে ৫০ জন মিলে এই র‍্যালিতে অংশগ্রহণ বলে জানালেন। একই সময় ভারতবর্ষের ১৭ টি রাজ্যে সচেতনটা রুখতে সাইকেল র‍্যালির আয়োজন বলে জানালেন রান এন্ড ফ্যানের অ্যাডমিন এবং কোচ তথা সরকারি অফিসার গৈরিক বসু।

আরও পড়ুন: জমজমাট হাওড়ার বাজিমেলা! স্কাইশর্ট থেকে বাটারফ্লাই করছে বাজিমাত

আরও পড়ুন: রঙিন গামছা দিয়ে তৈরি কালী প্রতিমা! অভিনব ভাবনা এই প্রান্তিক শিল্পীর

হাওড়া সাইকেল আরোহীর অন্যতম সদস্য শিক্ষক রাকেশ দাস জানান, দীপাবলিতে দূষণে ভরে ওঠে আমাদের প্রিয় শহর। দীপাবলি মানে আলোর উৎসব। তাই শব্দ নয়, আলোর উৎসবে মেতে উঠুক সকলে, এই বার্তা দিতেই তাঁদের এই উদ্যোগ।

রাকেশ মাইতি