জলপাইগুড়ি: বন্যপ্রাণ বাঁচাতে নয়া উদ্যোগ বনদফতরের! ঐতিহ্যের একশৃঙ্গ গন্ডারসহ অন্যান্য বন্যপ্রাণ সংরক্ষণ করতে পারে বিশেষ ব্যবস্থা নিলগরুমারা বন্যপ্রাণ বিভাগ। কীভাবে চোরা শিকারীদের হাত থেকে রক্ষা হবে বন্যপ্রাণ জানুন।
চোরা শিকারী, বন্যপ্রাণী পাচারকারীদের হাত থেকে বন্যপ্রাণী রক্ষায় বাড়তি নজর দিচ্ছে গরুমারা বন্যপ্রাণ বিভাগ। ইতিমধ্যেই জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের বিভিন্ন এলাকায় গরুমারা বন্যপ্রাণ শাখার বিভাগীয় বন আধিকারিক দ্বিজপ্রতিম সেনের নেতৃত্বে চলল বিশেষ অভিযান। এদিন স্নিপার ডগ এবং গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত চারটি স্কোয়াড, দুটি রেঞ্জের বনকর্মীদের নিয়ে রেলস্টেশন বাসস্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ডে অভিযান চালানোর পাশাপাশি জঙ্গল লাগোয়া বসতি এলাকায় সচেতনতামূলক প্রচার চালানো হয়।
আরও পড়ুন: পাহাড় তৈরি করে কালীকে বরণ করে জলপাইগুড়ির কচিকাঁচারা! ছোটদের বড় আয়োজন
আরও পড়ুন: আপনার স্ট্রোক হবে না তো? কী করে বুঝবেন? বাঁচার উপায় জানাচ্ছেন চিকিৎসক
সন্দেহভাজন কাউকে দেখলে বনদফতর কিংবা পুলিশকে খবর দিতে বলা হয়েছে। ট্যাক্সি চালকদের সতর্ক করে বলা হয়েছে সন্দেহভাজন কোন ব্যক্তি বড় ব্যাগ কিংবা কোনও কিছু নিয়ে জঙ্গল এলাকায় দিয়ে যাতায়াত করতে চাইলে নজর রাখতে। এর আগে বারংবার প্রশাসনের তরফে করা নির্দেশিকা জারি করা সত্ত্বেও চোখে ধুলো দিয়ে জোড়া শিকারী এবং পাচারকারীদের দৌরাত্ম নজরে আসছিল। এবার তা রুখতে এমন কড়া পদক্ষেপ বনদফতরের।
সুরজিৎ দে