বঁদায়ু: দীপাবলির দিনে উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের বঁদায়ুতে একটি লোডার টেম্পো এবং একটি ট্রাক্টর-ট্রলির মধ্যে সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত ৫ জন।
বৃহস্পতিবার সকালে মুজারিয়া থানার কাছে দিল্লি-বঁদায়ু মহাসড়কে ভয়াবহ সড়কে এই দুর্ঘটনা ঘটে। যেখানে লোডার টেম্পো এবং একটি ট্রাক্টর-ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন: ভারতীয় রেলের সবচেয়ে নোংরা ট্রেন ‘এটি’! একবার উঠলে গা ঘিনঘিন করে উঠবে, নাম শুনে আঁতকে উঠবেন
জেলা ম্যাজিস্ট্রেট নিধি শ্রীবাস্তব জানিয়েছেন, বরেলি জেলার ভামোরা থানার কাকরি গ্রামের ও উঝানি কোতোয়ালের বাসিন্দারা দীপাবলিতে একটি ম্যাক্স লোডার টেম্পোতে বাড়ি ফিরছিলেন। তখনই ঘটে এই দুর্ঘটনা। লোডার টেম্পোটি মুজারিয়া থানা এলাকার দিল্লি বঁদায়ু হাইওয়ের মুজারিয়া গ্রামে পৌঁছানোর পরই একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে একটি ট্রাক্টর ট্রলিকে গিয়ে ধাক্কা মারে। আর তাতেই ঘটনাস্থলে মারা যান ৪ জন এবং অন্য দুজনের হাসপাতালে মৃত্যু ঘটে।
পথচারীদের থেকে খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও জেলা হাসপাতালে স্থানান্তর করে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। আহতদের মধ্যে তিন জনকে মেডিক্যাল কলেজ ও দুইজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজন বেরেলির বাসিন্দা বলে জানা গিয়েছে।