সিএসকের রিটেনশন তালিকার দিকেও নজর ছিল ক্রিকেট ফ্যানেদের। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল ধরে রাখল এমএস ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিসা পাথিরানা এবং শিবম দুবেকে।

CSK News: সিএসকের টার্গেট ঋষভ পন্থ! দলের মহাতারকাকে বাদ দিচ্ছে চেন্নাই! বড় আপডেট

এবারের আইপিএল রিটেনশন ও নিলামে একের পর এক বড় চমক থাকার সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে একাধিক দলের সুপার স্টার প্লেয়ারদের নিলামে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে নিলামের টেবিলে হবে জোর টক্কর।
এবারের আইপিএল রিটেনশন ও নিলামে একের পর এক বড় চমক থাকার সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে একাধিক দলের সুপার স্টার প্লেয়ারদের নিলামে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে নিলামের টেবিলে হবে জোর টক্কর।
এই তালিকায় নাম রয়েছে দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থের। তারকা উইকেটকিপার-ব্যাটার দিল্লি ছাড়তে পারে জোর জল্পনা। পন্থ নিলামের টেবিলে উঠলে একাধিক দল যে সর্বস্ব দিয়ে ঝাপাবে সেই কথা বলাই যায়। রেকর্ড দামও পেতে পারেন তিনি।
এই তালিকায় নাম রয়েছে দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থের। তারকা উইকেটকিপার-ব্যাটার দিল্লি ছাড়তে পারে জোর জল্পনা। পন্থ নিলামের টেবিলে উঠলে একাধিক দল যে সর্বস্ব দিয়ে ঝাপাবে সেই কথা বলাই যায়। রেকর্ড দামও পেতে পারেন তিনি।
পন্থের নিলামে ওঠার সম্ভাবনা তৈরি হতেই নিজেদের রিটেনশন প্ল্যান পরিবর্তন করতে চলেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। এমনটাই দাবি করা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে।
পন্থের নিলামে ওঠার সম্ভাবনা তৈরি হতেই নিজেদের রিটেনশন প্ল্যান পরিবর্তন করতে চলেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। এমনটাই দাবি করা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে।
এমএস ধোনির পর দলের পরবর্তী সুপার স্টারের খোঁজ চালাচ্ছে সিএসকে। সেখানে পন্থ নিলামে উঠলে দলে নিতে তৈরি হচ্ছে চেন্নাই। প্রয়োজনে দলে বড় চমক দিতে পারে চেন্নাই সুপার কিংস।
এমএস ধোনির পর দলের পরবর্তী সুপার স্টারের খোঁজ চালাচ্ছে সিএসকে। সেখানে পন্থ নিলামে উঠলে দলে নিতে তৈরি হচ্ছে চেন্নাই। প্রয়োজনে দলে বড় চমক দিতে পারে চেন্নাই সুপার কিংস।
পন্থকে দলে নিতে প্রয়োজনে দলীর নির্ভরযোগ্য তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দিতে পারে সিএসকে। জাদেজাকে ছেড়ে দিলেও আরটিএম কার্ড ব্যবহার করে ফের তাকে দলে নেওয়ার পরিকল্পনা রয়েছে সিএসকের।
পন্থকে দলে নিতে প্রয়োজনে দলীর নির্ভরযোগ্য তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দিতে পারে সিএসকে। জাদেজাকে ছেড়ে দিলেও আরটিএম কার্ড ব্যবহার করে ফের তাকে দলে নেওয়ার পরিকল্পনা রয়েছে সিএসকের।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিলামের টেবিলে ঋষভ পন্থ উঠলে সেই দাম ২০ কোটিও পেরোতে পারে। ফলে তাঁকে দলে পেতে ভাল মত পুঁজি নিয়ে নিলামের টেবিসে বসার পরিকল্পনা সিএসকের।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিলামের টেবিলে ঋষভ পন্থ উঠলে সেই দাম ২০ কোটিও পেরোতে পারে। ফলে তাঁকে দলে পেতে ভাল মত পুঁজি নিয়ে নিলামের টেবিসে বসার পরিকল্পনা সিএসকের।