খেলা IND vs NZ 3rd Test: হার থেকে নিল না শিক্ষা! ফের একই ভুল করতে চলেছে ভারত? এড়ানো যাবে হোয়াইট ওয়াশ! Gallery October 31, 2024 Bangla Digital Desk সিরিজের প্রথম দুই টেস্ট হেরে সিরিজ ইতিমধ্যেই হেরে বসে রয়েছে ভারতীয় দল। ১৩ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। পয়লা নভেম্বর থেকে শুরু হতে চলেছে সিরিজের শেষ টেস্ট। দ্বিতীয় টেস্টে পুণেতে নিজেদের পাতা ফাঁদে নিজেই ফেসেছে ভারতীয় দল। স্পিনিং ট্র্যাকে প্রতিপক্ষকে হারানোর ছক কষেছিল ভারতীয় দল। কিন্তু উল্টে কিউইদের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পন করে ভারতের তারকাখোচিত ব্যাটিং লাইন। এমনিতেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রেও এই টেস্ট ভারতীয় দলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। প্রথম ২ টেস্ট হেরে জোর ধাক্কা খেতে হয়েছে। অস্ট্রেলিয়া সফরের আগে শেষ টেস্ট জিতলে লড়াই টিকে থাকবে ভারত। কিন্তু সেই হার থেকে ভারতীয় দল শিক্ষা নিয়েছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ ওয়াংখেড়েতে সম্মানরক্ষার ম্যাচ জিততে ফের পিচ কিউরেটরদের কাছে স্লো টার্নার উইকেট চেয়েছে ভারতীয় দল। মুম্বইয়ের ওয়াংখেড়ের উইকেট লাল মাটির হয়। এমনিতেই সেখানে বাউন্স থেকে। তারউপর যদি ঘাস ছেটে তা পুরোপুরি স্পিন সহায়ক করে দেওয়া হয় তাহলে ব্যাটারদের বদ্ধভূমি হয়ে উঠতে পারে ওয়াংখেড়ের উইকেট। পুণেতে ভারতের দুই ইনিংস মিলিয়ে ২০টি উইকেটের মধ্যে মোট ১৯ বার স্পিনারদের হাতে আউট হয়েছেন ব্যাটাররা। সেখানে মুম্বইতে যদি ফের স্পিনিং উইকেট হয় তাহলে ফের ডুবতে হবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।