Tag Archives: Wankhede Stadium

Viral Video: রোহিত শর্মাকে ওয়াংখেড়েতে পৌছে দেয় ফুড ডেলিভারি অ্যাপ? সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল ভিডিও

মুম্বই: বৃহস্পতিবার ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে একতরফা ম্যাচে উড়িয়ে দিয়ে ৩০২ রানের রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে ভারত। চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া। ভারতের জয়ের পর নেট দুনিয়ায় ফ্যানেরা রোহিত-বিরাটদের সমর্থনে ঝড় তুলেছে। পাশাপাশি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইরের রাস্তায় অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোর বাইকে দেখা যায় রোহিত শর্মার ৪৫ নম্বর জার্সি পরিহিত এক ব্যক্তিকে। সামনে ফুড ডেলিভারি অ্যাপের টি-শার্ট পরে বাইক চালাচ্ছেন অপর এক ব্যক্তি। রাস্তার দু ধারে তখন ভারতীয় দলের ম্যাচের আনন্দে ঢাক-ঢোল বাজানোর শব্দ ও ফ্যানেদের উচ্ছ্বস।

এই ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোনও নেটেজেন লিখেছেন,”জোমাটো রোহিত শর্মাকে ওয়াংখেড়েতে ডেলিভারি করেছে”। কেউ আবার লিখেছেন,”হিটম্যান ভাই নিশ্চউ বড়া পাউ কিনতে গিয়েছিলেন”। অপর এক জন কমেন্ট করেছেন, “জোম্যাটো নিশ্চিত করেছে যে রোহিত এবার ওভারস্পিডে গাড়ি না চালায়।” আরও এক নেটিজেন লেখেন, “এটাই হবে সবচেয়ে বড় অর্ডার”।

আরও পড়ুনঃ Mohammed Shami Create 5 Records: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫টি বিশ্বরেকর্ড গড়লেন মহম্মদ শামি, বুঝিয়ে দিলেন বসিয়ে রাখার সিদ্ধান্ত ভুল ছিল

প্রসঙ্গত, ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রান করে ভারত। শুভমান গিল করেন ৯২ রান, বিরাট কোহলি ৮৮ রান ও শ্রেয়স আইয়ার ৮২ রান করেন। ৩৫৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ শামি ৫টি, মহম্মদ সিরাজ ৩টি ও জসপ্রীত বুমরাহ ১টি, রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নেন। ৩০২ রানের রেকর্ড ব্যবধানে ম্যাচ জিতে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমি ফাইনালে জায়গা পাকা করে নিল ভারত।

KKR vs MI: কেকেআর বনাম মুম্বই ম্যাচে টস জিতল কোন দল, কেমন হল দুই দলের একাদশ, সব আপডেট এক ক্লিকে

মুম্বই: আইপিএলে ওয়াংখেড়েতে মহারণ। মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাবের বিরুদ্ধে হার দিয়ে মরসুম শুরু করলেও আরসিবি ও গুজরাটের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ জিতে দুরন্ত কামব্যাক করে কেকেআর। কিন্তু তৃতীয় ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ফের হারের মুখ দেখতে হয়েছে নাইটদের। ফলে আজ মু্ম্বইকে হারিয়ে জয়ে ফিরতে মরিয়া ২ বারের আইপিএল জয়ীরা। অপরদিকে, আরসিবি ও সিএসকের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স। আজ ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে দ্বিতীয় জয়ের লক্ষ্যে ৫ বারে চ্যাম্পিয়নরা।

টসের সময় চমক দেখা যায়। রোহিত শর্মার বদলে টস করতে আসেন সূর্যকুমার যাদব। শরীর খারাপ থাকায় রোহিতকে প্রথম একাদশে রাখা হয়নি। তবে পরিবর্ত হিসেবে তাঁর নাম রয়েছে। অর্থাৎ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে হিটম্যানকে। একইসঙ্গে সব থেকে বড় খবর হল এই ম্যাচে আইপিএল অভিষেক হতে চলেছে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের। মুম্বই জার্সিতে প্রথমবার দেখা যাবে জুনিয়র তেন্ডুলকরকে।

ম্যাচে টস ভাগ্য সাথ দেয়নি কেকেআরের। টস জিতে ঘরের মাঠ ওয়াংখেড়েতে বোলিং করার সিদ্ধান্ত নেন এই ম্যাচের মুম্বই অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রতিপক্ষকে কম রানে আটকে রেখে সেই মত রান তাড়া করার রণনীতি সাজাতেই এই সিদ্ধান্ত। তবে টস হেরে খুব একটা হতাশ নন নীতিশ রানা। টস জিতলে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেন বলে জানান নীতিশ রানা। বড় রান করে প্রতিপক্ষকে চাপে রাখতে চাইছে কেকেআর।

প্রসঙ্গত, এবারের আইপিএলে দুই দলের ফর্ম ও শক্তি বিচার করলেও এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স কিছুটা এগিয়ে। তবে ওয়াংখেড়ে মুম্বইয়ের কাছে খুবই পয়া মাঠ সেটাও মাথায় রাখতে হবে। দুপুরের খেলা হওয়ায় টস খুব একটা ফ্যাক্টর হবে না বলেই মনে করা হচ্ছে। হোম অ্যাডভান্টেজ মুম্বই ইন্ডিয়ান্স পেলেও ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আজকের ম্যাচে কিছুটা এগিয়ে থেকেই শুরু করবে কেকেআর।

টেস্টের পর ওডিআই-তেও ধামাকাদার কামব্যাক, জাদেজার বিকল্প খোঁজা সত্যিই মুশকিল

মুম্বই: চোটের কারণে দীর্ঘ ৫ মাসের বেশি সময় ক্রিকেটের বাইরে ছিলেন রবীন্দ্র জাদেজা। চোট সারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে কামব্যাক করেন জাড্ডু। ফিরেই প্রথম দুটি টেস্টে ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ার পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে যুগ্ম সিরিজ সেরাও নির্বাচিত হন জাদেজা। বুঝিয়ে দেন ভারতীয় দলে কতটা অপরিহার্য তিনি। আর এবার একদিনের ক্রিকেটেও কামব্যাকটাও স্মরণীয় করে রাখলেন ম্যাচের সেরা হয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে অলরাউন্ড পারফরম্যান্স করলেন জাড্ডু।

২০২২ সালের জুলাই মাসে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচ খেলেছিলেন রবীন্দ্র জাদেজা। আট মাস পর একদিনের ক্রিকেটে নেমে মানিয়ে নেওয়াটাই প্রধান লক্ষ্য ছিল। কিন্তু জাদেজা মানিয়ে নেওয়া যে আর পাঁচটা প্লেয়ারের মানিয়ে নেওয়ার থেকে আলাদা তা তাঁর অলরাউন্ড পারফরম্যান্সই প্রমাণ করে দিচ্ছে। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় যখন মিচেল মার্শ বিধ্বংসী ব্যাটিং করছেন, কোনও ভারতী। বোলার অজি তারকাকে আউট করতে পারছেন না, তখ জাদেজের স্পিনেক ভেলকিতেই সাজঘরে ফেরেন মার্শ। এছাড়াও গ্লেন ম্যাক্সওয়েলের গুরুত্বপূর্ণ উইকেট নেন জাড্ডু। শুধু বোলিং নয় মাঠে ফিল্ডিংয়েও বরাবরের মত নজর কাড়েন রবীন্দ্র জাদেজা। ওয়াংখেড়ের দ্রুত গতির আউট ফিল্ডে বল তাড়া করে সেভ করা থেকে সেট হতে চলা মার্নাস লাবুশানের অবিশ্বাস্য ক্যাচ ধরা, নিজের সেরাটা উজার করে দেন জাড্ডু।

ব্যাটিংয়ের সময় ১৮৯ রানের টার্গেট তাড়া করতে নেমে একসময় ভারতের স্কোর ছিল ৮৩ রানে ৫ উইকেট। সেখান থেকে কেএল রাহুলের সঙ্গে ইনিংসের রাশ ধরেন জাদেজা। ঠান্ডা মাথায় ব্যাটিং করেন যান। বাজে বল পেলে প্রহার করতেও পিছ পা হননি জাদেজা। রাহুল-জাদেজা শতরানের পার্টনারশিপও পূরণ করেন। তাদের ব্যাটে ভর করেই জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত। ৬১ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় পায় ভারত। কেএল রাহুস ৭৫ ও জাদেজা ৪৫ রানে অপরাজিত থাকেন। বোলিংয়ে ২ উইকেট, ফিল্ডিংয়ে দুরন্ত ক্যাচ, ব্যাটিংয়ে ম্যাচ উইনিং ৪৫ রানের সুবাদে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জাদেজা।

আরও পড়ুনঃ প্রবল চাপের মুহূর্তে ম্যাচ উইনিং ইনিংস, সমালোচকদের ব্যাটে জবাব দিয়ে কামব্যাক কেএল রাহুলের

দীর্ঘ দিন পর একদিনের ক্রিকেটে ফিরে সেরা নির্বাচিত হয়ে জাদেজা জানান,”আট মাস পর এক দিনের ম্যাচ খেললাম। চেয়েছিলাম যত দ্রুত সম্ভব ৫০ ওভারের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়া। ভাগ্য ভাল দু’টো উইকেট পেয়েছি। ব্যাটেও কিছু রান পেয়েছি।” চাপের মুহূর্তে ব্যাট করতে নেমে কেএল রাহুলের সঙ্গে শুধু ক্রিজে টিকে থেকে পার্টনারশিপ গড়াই যে মূল লক্ষ্য ছিল সেই কথাও জানান জাড্ডু। জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশেষজ্ঞরা। মনের জোর ও আত্মবিশ্বাস থাকলে যে চোট সারিয়ে দলে ফিরেই সেরাটা দেওয়া যায় তা ফের জাদেজা প্রমাণ করলেন বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।