নৈহাটির বড়মা

Naihati Boro Maa: এলাহি ভোগ নিবেদনে পুজো হয় নৈহাটির বড়মার, জানেন কী থাকে মেনু-তে!

নৈহাটির অরবিন্দ রোডে চলছে বড়মার সুবিশাল মূর্তি তৈরীর কাজ, নবনির্মিত মন্দিরেও অগণিত ভক্তরা লাইন দিয়ে দিচ্ছেন পুজো। বড় মা কালীর পুজো ঘিরে তাই এখন রীতিমতো উৎসবের চেহারা নিয়েছে গোটা এলাকা। ইতিমধ্যেই মন্দিরে পৌঁছে গিয়েছে কয়েকশো বস্তা চাল, ডাল, তরি-তরকারি সহ ভোগ রান্নার সামগ্রী। এবছর প্রায় ৫ হাজার কেজি ভোগ রান্না হবে বড়মাকে নিবেদনের জন্য। কিন্তু জানেন কি, ৩১ বছর ধরে বড়মার জন্যই ভোগ রান্না করে আসছেন এক বছর ৭২ এর ব্যক্তি! বড়মার ভোগের জন্যই পরিবারকে ছেড়ে থাকেন নৈহাটিতে। চলুন জেনে নেওয়া যাক কে এই বড়মার রান্নার ঠাকুর। অতীতে মাত্র পাঁচ কেজি চাল ডাল দিয়ে প্রথম শুরু হয় রান্নার ঠাকুর চন্দ্রকান্ত মিশ্রর ভোগ রান্নার কাজ।