প্রতিকী ছবি

Bhai fota 2024: এ’বছর আড়াই ঘণ্টাও সময় পাবেন না ভাইকে ফোঁটা দেওয়ার, কখন শুভ সময়? রইল সঠিক নির্ঘন্ট

কার্তিকের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা উৎসব। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে এই উৎসব পালিত হয়। এমন দিনে ভাইয়ের মঙ্গল কামনায় বোনরা উপবাস পালন করেন সারাদিন। গোটা দিন জুড়ে ভাইয়ের জন্য নানা রকমের পদ রান্না করেন দিদি-বোনেরা।
কার্তিকের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা উৎসব। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে এই উৎসব পালিত হয়। এমন দিনে ভাইয়ের মঙ্গল কামনায় বোনরা উপবাস পালন করেন সারাদিন। গোটা দিন জুড়ে ভাইয়ের জন্য নানা রকমের পদ রান্না করেন দিদি-বোনেরা।
এই বিশেষ দিন ভাই বোনের অবিচ্ছেদ্য ভালোবাসাকে উদযাপন করে পালিত হয় ভাইফোঁটা। এই ভাইফোঁটা উৎসব ঘিরে বাংলার ঘরে ঘরে নানা রকমের মিষ্টি তৈরি হয়।
এই বিশেষ দিন ভাই বোনের অবিচ্ছেদ্য ভালোবাসাকে উদযাপন করে পালিত হয় ভাইফোঁটা। এই ভাইফোঁটা উৎসব ঘিরে বাংলার ঘরে ঘরে নানা রকমের মিষ্টি তৈরি হয়।
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, এবছর ভাইফোঁটার সময় ২ ঘণ্টা ১১ মিনিট। ২০২৪ সালে ভাইফোঁটা রবিবার ৩ নভেম্বর। সেদিন দুপুর ১টা ১০ মিনিটে-এ ভাইফোঁটার শুভ সময় শুরু হবে। শুভ সময় শেষ হবে ৩ টে ২২ মিনিটে। এই সময়ের মধ্যেই সারতে হবে ভাইফোঁটা।
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, এবছর ভাইফোঁটার সময় ২ ঘণ্টা ১১ মিনিট। ২০২৪ সালে ভাইফোঁটা রবিবার ৩ নভেম্বর। সেদিন দুপুর ১টা ১০ মিনিটে-এ ভাইফোঁটার শুভ সময় শুরু হবে। শুভ সময় শেষ হবে ৩ টে ২২ মিনিটে। এই সময়ের মধ্যেই সারতে হবে ভাইফোঁটা।
ভাইকে সর্বদা উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে বসিয়ে ফোঁটা দেওয়ার রীতি। কখনওই ভাইকে মেঝেতে বসিয়ে ফোঁটা দিতে নেই।
ভাইকে সর্বদা উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে বসিয়ে ফোঁটা দেওয়ার রীতি। কখনওই ভাইকে মেঝেতে বসিয়ে ফোঁটা দিতে নেই।
ভাইফোঁটা মূলত ভাই-বোনেদের উৎসব। এদিন ভাইদের মঙ্গলের জন্যে সকাল থেকে উপোস রেখে তিথি অনুযায়ী, ধান-দুর্বা দিয়ে ভাইফোঁটার মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভাইফোঁটা সম্পন্ন করেন বোন-দিদিরা। ভাই বোনদের মঙ্গল কামনায় বাঙালি বাড়ির ঘরে-ঘরে সকলে এই উৎসবে সামিল হন।
ভাইফোঁটা মূলত ভাই-বোনেদের উৎসব। এদিন ভাইদের মঙ্গলের জন্যে সকাল থেকে উপোস রেখে তিথি অনুযায়ী, ধান-দুর্বা দিয়ে ভাইফোঁটার মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভাইফোঁটা সম্পন্ন করেন বোন-দিদিরা। ভাই বোনদের মঙ্গল কামনায় বাঙালি বাড়ির ঘরে-ঘরে সকলে এই উৎসবে সামিল হন।