আহতদের নিয়ে হাসপাতালে মন্ত্রী বীরবাহা হাঁসদা 

Accident News: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, নিজের গাড়িতে তুলে হাসপাতালে ভর্তি করলেন মন্ত্রী

ঝাড়গ্রাম: কালীপুজো উপলক্ষে নিজের গ্রামের বাড়ি থেকে ফিরছিলেন মন্ত্রী। হঠাৎ রাস্তায় পথ দুর্ঘটনা দেখে নিজের গাড়ি থামিয়ে ছুটে যান এবং পথ দুর্ঘটনায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শুক্রবার বিকেলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।

নিজে দাঁড়িয়ে থেকে আহতদের চিকিৎসা করান মন্ত্রী। একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে ভরতি করা হয় ঝাড়গ্রাম গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে।

জানা গিয়েছে, শুক্রবার বিকেলে মাগুরায় নিজের গ্রামের বাড়ি থেকে ঝাড়গ্রাম শহরে ফিরছিলেন মন্ত্রী। সেই সময় রথবেড়ার কাছে এক বৃদ্ধ সাইকেল আরোহী সঙ্গে এক বাইকের দুর্ঘটনা ঘটে।

ঘটনায় আহত তিনজনকেই অ্যাম্বুলেন্সে তুলে মন্ত্রী তার গাড়িকে পাইলট হিসেবে ব্যবহার করে নিয়ে আসে ঝাড়গ্রাম গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে।

অজিত সিংহের এক আত্মীয় বলে, “বিকেল বেলায় প্রতিদিনের মতো সাইকেল নিয়ে চা খাওয়ার জন্য রাথবেড়া মোড়ে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে। পরে জানলাম আমাদের এখানকার মন্ত্রী বীরবাহা হাঁসদা উনাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছেন। সত্যি আমরা মন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’’

দু’জন বাইক আরোহীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। সাইকেল আরোহী অজিত সিংহ (৭০) নামের বৃদ্ধ মাথায় আঘাত থাকায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তাঁর বাড়ি বিনপুর থানার অন্তর্গত ডুমুরিয়া গ্রামে। তিনি বিকেলে সাইকেল নিয়ে রথবেড়া মোড়ে এসেছিলেন চা খাওয়ার জন্য।

বুদ্ধদেব বেরা