Tag Archives: road accidents

Road Accident: প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় জখম ২ তৃণমূল কর্মী, হাসপাতালে ছুটে এলেন প্রার্থী

দক্ষিণ ২৪ পরগনা: সাগরে অভিষেক বন্দোপাধ্যায়ের নির্বাচনী সভার সমর্থনে ছিল প্রচার অভিযান। সেই প্রচারে অংশ নিয়ে ফেরার পথে অটো উল্টে আহত হলেন দুই তৃণমূল কর্মী‌। ফরিদ সাহা ও ফরিদা বিবি নামে ওই দুই তৃণমূল কর্মী গুরুতর যখন। স্থানীয়রা ও দলীয় সহকর্মীরা মিলে তাঁদের হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপী হালদার।

আহত দুই তৃণমূল কর্মীকে দেখার জন্য দলীয় প্রার্থীর পাশাপাশি হাসপাতালে আসেন তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা। ফলে সেখানে বেশ ভাল ভিড় জমে যায়। এদিকে আহত দুই দলীয় কর্মীর পাশে থাকার আশ্বাস দেন বাপী হালদার। দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বাপী হালদারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন আহতদের পরিজনরা।

আর‌ও পড়ুন: গরমে মাথা ঘুরে রাস্তায় পড়ে ভবঘুরে, পুলিশ দেখেই…

উল্লেখ্য মঙ্গলবার পাথরপ্রতিমায় দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সেখানে দলীয় কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়তে পারে। সকাল থেকেই ওই সভায় হাজির থাকার জন্য রওনা দিয়েছেন বহু মানুষ।

নবাব মল্লিক

Belgharia Expressway Accident: সাতসকালে মারাত্মক দুর্ঘটনা! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একাধিক লরির সংঘর্ষ, এয়ারপোর্টগামী লেনে স্তব্ধ যান চলাচল

উত্তর ২৪ পরগনা: সাত সকালেই বিপত্তি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। ব্যস্ত এই রাস্তায় পর পর একাধিক লড়ির সংঘর্ষ, স্তব্ধ হয়ে পড়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের একটি লেন। বন্ধ এক্সপ্রেসওয়ের এয়ারপোর্টগামী লেন। দক্ষিনেশ্বরগামী লেন দিয়েই আপাতত চালানো হচ্ছে গাড়ি।

আরও পড়ুন: স্লিপার-জেনারেল ক্লাসের যাত্রীদের জন্য সুখবর! এখন থেকে মাত্র ২০-৫০ টাকায় দারুণ খাবার ও জল, পরিষেবায় নয়া উদ্যোগ রেলের

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের প্রমোদনগর থেকে একটি ট্রলার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠছিল। সেই সময় ট্রলারটিকে দেখে থেমে যায় এয়ারপোর্টগামী একটি লরি। আর সেই লরির পেছনে থাকা আরও একটি লরি সামনের ওই লরিটিকে ধাক্কা মারে। এই দুর্ঘটনা ঘটার পরই আটকে পড়ে ওই লেন দিয়ে গাড়ি চলাচল। দুর্ঘটনায় লরিতে থাকা এক খালাসীর শরীরের একটি অংশ পুরোপুরি আটকে পড়ে।

এরপরই ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দা-সহ অন্যান্য চালকেরা। তাঁকে উদ্ধার করে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে। এই দুর্ঘটনার ফলে এয়ারপোর্টগামী লেন বন্ধ হয়ে তৈরি হয় চরম যানজট। পরিস্থিতি সামাল দিতে এই মুহূর্তে দক্ষিণেশ্বরগামী লেন দিয়েই দু’দিকের গাড়ি চালানো হচ্ছে। ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার পুলিশ। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

Rudra Narayan Roy

Road Accident: কাজে যাওয়া হল না, বাড়ি থেকে বেরোতেই ডাম্পারের ধাক্কায় সব শেষ!

মুর্শিদাবাদ: শনিবার সাতসকালে কাজে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। কিন্তু ডাম্পারের ধাক্কায় রাস্তাতেই প্রাণ হারালেন শিস মহম্মদ (৫০)। রঘুনাথগঞ্জের ঘটনা।

মৃত শিস মহম্মদের বাড়ি রঘুনাথগঞ্জ থানার মালডোবা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে তিনি পাড়ার চায়ের দোকানে চা খেতে আসেন। সেখান থেকে কাজে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তখন ছাই বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া শিস মহম্মদকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রঘুনাথগঞ্জের দফরপুর মুরাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

আর‌ও পড়ুন: প্রসূতিকে বাঁচাতে ডিউটি চলাকালীন ছুটে এসে রক্ত দিলেন থানার আইসি

ডাম্পারের ধাক্কায় এইভাবে মধ্যবয়স্ক ব্যক্তির মৃত্যুতে হতভম্ব হয়ে যায় এলাকার মানুষ। স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। তবে পুলিশ এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা ঘাতক ডাম্পারটি আটকে রেখে বিক্ষোভ দেখান। যদিও ঘটনার পর‌ই পরিস্থিতি আজ করে পালিয়ে যায় ডাম্পারের চালক। এদিকে মৃত শিস মহম্মদ পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে অথৈ জলে গিয়ে পড়ল গোটা পরিবার।

কৌশিক অধিকারী

Road Accident: পথ দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে গেলেই ভয়ানক বিপদ! পরিণতি জানলে ভিরমি খাবেন

বীরভূম: নিত্য প্রয়োজনীয় কাজে প্রত্যেকদিন সাধারণ মানুষকে রাস্তাঘাটে বেরোতে হয়। কেউ সাইকেলে,কেউ মোটর সাইকেল,কেউ আবার চার চাকা গাড়ি নিয়ে। আর সেই ক্ষেত্রে জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক যেকোনও রাস্তাতেই চলাচল করতে নিজেদের অজান্তেই পথ দুর্ঘটনা ঘটতেই পারে। তবে সেই পথ দুর্ঘটনা ঘটার পর এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়বেন বলে ভয়ে পালিয়ে যাচ্ছেন! পালিয়ে গিয়েও হয়তো এক দুদিন রেহাই পেলেন।কিন্তু আশেপাশের কোনও সিসিটিভি ক্যামেরা দেখে আপনাকে শনাক্ত করা হলে আপনার এক্ষেত্রে কী সাজা হতে পারে জানা রয়েছে? আজকের এই প্রতিবেদনে জানব সেই বিষয়েই।

ভুল করে রাস্তায় পথ দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে গেলে পরে যদি শনাক্ত করা হয় তাহলে কী শাস্তি হতে পারে জানা রয়েছে? আগেকার আইন অনুযায়ী যে নিয়ম ছিল ইন্ডিয়ান পেনাল কোড অনুসারে যদি আপনার দ্বারা পথ দুর্ঘটনায় কোনও মানুষ মারা যায় সেক্ষেত্রে এক রকম ছিল।আর যদি দুর্ঘটনায় মারা না যায় সেই ক্ষেত্রে অন্য আর এক বিধি ছিল। যদি পথ দুর্ঘটনায় কেউ মারা না যায় সেই ক্ষেত্রে IPC ধারা ৩৩৭ এবং ৩৩৮ ছিল। আর সেই ক্ষেত্রে শাস্তি ছিল ৩৩৭ এর ক্ষেত্রে ৫০০ টাকা ৩৩৮ এর ক্ষেত্রে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা। এবং জেল হলে ৩৩৭ এর ক্ষেত্রে ৩ মাস ৩৩৮ এর ক্ষেত্রে ২ বছর।যদি মারা যায় সেই ক্ষেত্রে গাড়ির চালককে ভারতীয় দণ্ডবিধির ১৮৬০ কোডের ৩০৪(A) ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হত। তবে পুরানো আইন অনুযায়ী যে শাস্তি ছিল বর্তমানে যে আইন এসেছে তার থেকে অনেকটাই কম ছিল। বর্তমানে যে আইন এসেছে সেই আইন জানলে রীতিমতো চমকে উঠবেন আপনিও।

আরও পড়ুন-   শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

বর্তমানে যে আইন সংক্রান্ত নিয়ম জারি হয়েছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ৩৩৭ এবং ৩৩৮ বদলে হয়ে গেছে ১২৫, ১২৫(A) এবং ১২৫(B) অর্থাৎ এখন তিনটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে ৩৩৭ এবং ৩৩৮ ধারাকে। নতুন নিয়ম অনুসারে প্রথম ধাপে অর্থাৎ IPC ধারা ১২৫ ধারাতে ২৫০০ টাকা,১২৫(A) ধারাতে ৫০০০ টাকা, ১২৫(B) ধারাতে ১০০০০টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এবং আগের নিয়ম অনুযায়ী যে দু’বছরের জেল হেফাজত ছিল সেটা বেড়ে হয়ে দাঁড়িয়েছে তিন বছরের।

তবে তিনটি বিভিন্ন ধরনের কেন জরিমানা রয়েছে এই বিষয়ে রামপুরহাটের বিশিষ্ট আইনজীবী সুরজিৎ সিনহা জানান, আইপিসি ১২৫ ধারা হল কেউ পথ দুর্ঘটনায় আহত হলে ২৫০০ টাকা, ১২৫(A) তে গুরুতর আহত হলে ৫০০০ টাকা,এবং ১২৫(B) তে মৃত্যুর সঙ্গে লড়াই করলে ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে। মূলত নতুন আইন অনুযায়ী ন্যায়সংহিতাতে এই নিয়ম চালু করার মূল কারণ কোনও মানুষ, কোনও কারণে পথ দুর্ঘটনা ঘটাচ্ছেন এবং তার ফলে অন্যান্য মানুষ কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই বিষয়টা দেখার জন্যই । আর সেই কারণেই এবার থেকে গাড়ি চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্ক হতে হবে আপনাদেরও।

সৌভিক রায়

পথ দুর্ঘটনা রুখতে এবার নয়া হাতিয়ার পুলিশের, কবে টনক নড়বে আম জনতার

পূর্ব মেদিনীপুর জেলায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসাবে সংযোজিত হয়েছে বিভিন্ন দুর্ঘটনার সময়কার ভিডিও ফুটেজ। এই ভিডিও ফুটেজ গুলি জনবহুল এলাকায় পর্দার সাহায্যে সাধারণ মানুষকে সচেতন করতে প্রদর্শিত করা হচ্ছে।

Road Accident in Bagdogra: উত্তরবঙ্গে মর্মান্তিক দুর্ঘটনা! পাহাড় ওঠার আগেই সব শেষ, দক্ষিণেশ্বরের পরিবারে মৃত ১, আহত ৬

বাগডোগরা: পাহাড়ে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। আজ, বৃহস্পতিবার সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে দূরপাল্লার বাসে ধাক্কা একটি বোলেরো গাড়ির। ঘটনায় মৃত ১, আহত ৬ জন। গোটা পরিবার ছিল সেই গাড়িতে।

বাগডোগরার গোঁসাইপুরের এশিয়ান হাইওয়ে ২ নং জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়।

আরও পড়ুন: শীতে নলেন গুড়েই ভরসা? বড়সড় ক্ষতি হতে পারে! খাওয়ার আগে জানুন কীভাবে তৈরি হচ্ছে

আহতদের মধ্যে দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আহতরা দক্ষিণেশ্বর থেকে কালিম্পঙের চুইখিমে তাঁদের আর এক বাড়ির দিকে যাচ্ছিলেন বলেই জানা গিয়েছে।‌‌ পরে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি উদ্ধার করে।

মৃতের বাবা জানিয়েছেন, সকালবেলা ঘটে দুর্ঘটনাটি। বাসের পেছনে ধাক্কা দেয় বোলেরো। তাঁর ছেলের মৃত্যু হয়েছে এবং পরিবারের আরও দু’জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

বিশ্বজিৎ মিশ্র

North 24 Pargana News: কুকুরকে বাঁচাতে গিয়ে মুহূর্তে চরম অঘটন! অটো উল্টে মৃত ১ মহিলা, আহত আরও ১

বসিরহাট: কুকুরকে বাঁচাতে গিয়ে অটো উল্টে মৃত এক মহিলা আহত আরও এক মহিলা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার হাসনাবাদ-লেবুখালী রোডের কালিবাড়ি এলাকার ঘটনা।

কীর্তন দেখতে অটোতে যাওয়ার সময় ঘটে বিপত্তি। হাসনাবাদের কালিবাড়ি এলাকায় চলন্ত অটোর সামনে হঠাৎই দু’টি কুকুর এসে যায়, কুকুর দুটোকে বাঁচাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উলটে যায়। এই ঘটনায় অটোর নিচেয় চাপা পড়ে বছর ৫০ এর মিলনী মন্ডল ও কণিকা মন্ডল সহ বেশ কয়েকজন।

আরও পড়ুন: গড়গড় করে স্পষ্ট উচ্চারণে ‘সংস্কৃত’ মন্ত্র পড়ছেন ‘আফ্রিকান’ পুরোহিত! ঝড়ের গতিতে ভাইরাল, দেখুন

ড্রাইভারের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে অটোর তলা থেকে দুজনকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মিলনী মণ্ডল নামে এক মহিলাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত মিলনী মণ্ডলের মরদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। কী ভাবে ঘটল দুর্ঘটনা জানতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।

জুলফিকার মোল্যা

Accident News: বাইক নিয়ে বাজার করতে গিয়েছিলেন, বাড়িই আর ফেরা হল না! রাস্তাতেই সব শেষ

উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জাতীয় সড়ক ও রাজ্য সড়কে একের পর এক ঘটে চলছে পথ দুর্ঘটনা। জেলায় পথ দুর্ঘটনা কমাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে উত্তর দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। কিন্তু তা সত্ত্বেও কমছে না দুর্ঘটনা। আবারও রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ছোট গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে জানা গিয়েছে এই দুর্ঘটনাটি ঘটেছে।

মৃত ব্যক্তির বয়স ২৬ বছর। তিনি করণদিঘী থানার দেওরা গ্রামের বাসিন্দা। জানা যায় তিনি শনিবার বাইকে করে বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় শোলপাড়া এলাকার রাজ্য সড়কের জোলা মারিতে একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় সেই বাইক চালকের।

আরও পড়ুন: পাল-সেন যুগের শিল্পকলা দেখেতে চান? তাহলে আসতে হবে এই জাদুঘরে

করণদিঘী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এক সূত্র মারফত জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলা জুড়ে এবছর এখনও পর্যন্ত পথ দুর্ঘটনায় শিকার হয়েছেন প্রায় ৩০ থেকে ৪০ জন। যা গত বছরের তুলনায় অনেকটা বেশি।

আরও পড়ুন: হাতে মাত্র একদিনের ছুটি? শহরের কোলাহল ছেড়ে ঘুরে আসুন ধামজা ফরেস্ট থেকে

উত্তর দিনাজপুর জেলায় ৩১ নম্বর ও ৩৪ নম্বর এই দুটি জাতীয় সড়ক রয়েছে। এছাড়া বেশ কয়েকটি রাজ্য সড়ক রয়েছে। জাতীয় সড়ক ও রাজ্য সড়কে যান নিয়ন্ত্রণের পাশাপাশি  দুর্ঘটনা কমাতে ফুটপাতে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানে নেমেছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।

পিয়া গুপ্তা