‘সোনু তুমিই রিয়াল হিরো…’ স্যান্ড আর্টে সোনু সুদকে স্যালুট শিল্পীর

#মুম্বই: সোনু সুদ ৷ বলিউডের অত্যন্ত পরিচিত নাম ৷ কিন্তু লকডাউনে তিনি দেশের সকলের নয়ণের মণি ৷ রাতারাতি সিনেমার ভিলেনই গোটা দেশের কাছে হয়ে উঠেছেন নায়ক ৷ গোটা ভারতবাসীর ভালবাসার মানুষ এখন পঞ্জাব পুত্তর সোনু ৷ লকডাউনে অসহায় পরিযায়ী শ্রমিকদের পাশে যেভাবে তিনি দাঁড়িয়েছেন, তা হয়তো খুব কম মানুষই করার সাহস দেখাবেন ৷ তবে শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েই তাঁর কাজ শেষ হচ্ছে না ৷ সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক ফ্যানের ট্যুইটের জবাব দিতেও ভুলছেন না সোনু ৷

সুদর্শন পট্টনায়ক ৷ স্যান্ড আর্টে যিনি দেশের অন্যতম সেরা ৷ তিনিও পুরীর সমুদ্র সৈকতে এবার বানিয়ে ফেললেন সোনু সুদের বালি দিয়ে মূর্তি ৷ সঙ্গে লিখলেন, ‘‘ আমরা তোমার অসাধারণ কাজকে স্যালুট জানাচ্ছি ৷ করোনা অতিমারিতে অসহায় মানুষদের জন্য তুমি যা করেছ, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় ৷ এটাকে ভাষায় প্রকাশ করা যায় না ৷ ’’ এই ছবি রিট্যুইট করে সোনু লেখেন, ‘‘তোমাকে অনেক ধন্যবাদ ৷ দিনটা দারুণ শুরু হল ৷ তোমাকে অনেক ভালবাসা ৷ ’’

সোনুর কাছে সমস্ত ট্যুইটেই যে সাহায্যের আবেদন আসছে, তেমনটা কিন্তু নয় ৷ কিছু ট্যুইট মজা করেও করছেন অনেকে। সেসব ট্যুইটের রিপ্লাইও বুদ্ধিমত্তার সঙ্গে দিচ্ছেন সোনু। সম্প্রতি ছোট্ট একটি শিশু তাঁর বাবার হয়ে সোনুকে প্রশ্ন করেছেন, ”সোনু আঙ্কেল, শুনেছি আপনি সকলকে বাড়ি পৌঁছে দিচ্ছেন। তাই পাপা জিজ্ঞেস করছেন, মা কে দিদার বাড়ি পাঠাতে পারবেন কিনা?” মজা করে বানানো এই ভিডিওর উত্তর সোনু মজা করেই দিয়েছেন। লিখেছেন, ”খুব কঠিন কাজ চেষ্টা করব।”