Tag Archives: Lockdown

Viral: মালকিনের সঙ্গে তালে তাল মিলিয়ে যোগাসন করছে কুকুর, কাণ্ড দেখুন

#মুম্বই: সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ভিডিওর দেখা মেলে। কোনওটা মন খুশি করে, কোনওটা অবাক করে দেয়। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি কুকুরের কাণ্ড। ভিডিওতে দেখা গিয়েছে, মালকিনের সঙ্গে তালে তাল মিলিয়ে যোগাসনে মগ্ন এক অস্ট্রেলিয়ান শেফার্ড। মালকিন যোগা ম্যাট খোলা থেকে যা যা আসন করছেন, হুবহু কুকুরটি তাই করছে।

সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিক ভাবেই এই ভিডিও চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। লকডাউনের মন খারাপে এই ভিডিও যেন এক টুকরো হাসির মুহূর্ত উপহার দিচ্ছে সকলকে। ভিডিওতে দেখা গিয়েছে, যোগা ম্যাট খুলে, শুয়ে পড়ে নানা ধরনের শারীরিক কসরত করছে কুকুরটি। কখনও পা স্ট্রেচ করছে, কখনও আবার পা তুলে ব্যায়াম করছে। কুকুরের এমন আদুরে ভিডিও নিমেষে মন জয় করেছে নেটিজেনের।

টেলিভিশন অভিনেত্রী আশকা গোরাদিয়াও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই ভিডিও। সেখানে তিনি লিখেছেন, ‘মিষ্টি চোখের জল… এটা একেবারে সত্যিকারের ভালোবাসা।’ শুধু আশকাই নয়, প্রাক্তন বাস্কেটবল চ্যাম্পিয়ন রেক্স চ্যাপম্যানও ট্যুইটারে এই ভিডিও শেয়ার করেছেন। তিনি ক্যাপশন করেছেন, ‘এই কুকুরটা সত্যি সত্যি যোগাসন করছে।’ নেটিজেনেরও একটা বিশাল অংশ শেয়ার করেছে এই মজার মন খুশি করা ভিডিও।

অনেকে আবার মজা করে কুকুরের যোগাসনকে ‘ডোগাসন’ বলেও উল্লেখ করেছেন। আপনার কেমন লাগল এই ভিডিওটি?

লকডাউনে বাড়ির মধ্যে ভূত দেখলেন নায়িকা ! তুললেন ভিডিও

#মুম্বই: সেলিব্রিটিরা এমনিতেই সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ ৷ কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন তার সবই আপডেট তাঁরা সোশ্যাল মিডিয়াতে জানাতে সবচেয়ে বেশি পছন্দ করেন ৷ এখন তো আবার ঘরবন্দি দশা ৷ তাই বাইরের কাজ যখন বন্ধ, তাই ঘরেতেই অঢেল সময় ৷ এই অঢেল সময়ে সেলিব্রিটিরা ঠিক কী করছেন, তা জানার উৎসাহ থাকেই! ঠিক যেমন কেউ রান্না করছেন, কেউ ছবি আঁকছেন, কেউ গান করছেন, কেউ নাচ করছেন ৷

তবে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নম্রতা শিরোদগার যে ভিডিও শেয়ার করলেন তা দেখে একেবারে হতবাক নেটিজেনারা ৷ অনেকে তো ভয়ে কেঁপেই উঠলেন ৷ ভিডিও শেয়ার করে নম্রতা লিখলেন, লকডাউনের বাজারে বাড়ির ভিতর ভূত ঘুরে বেড়াচ্ছে…

আসল গপ্পোটা হল, লকডাউনে থেকে একেবারেই বোরড হয়ে গিয়েছেন নম্রতা ও অভিনেতা মহেশবাবুর একমাত্র কন্যা সিতারা ৷ আর সেই বোরডম থেকে বের হতেই ভূত সেজে ভিডিও তোলা৷ সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নম্রতা লিখলেন, ঘরের ভিতর ভূত দেখতে পেয়েছেন৷

দেখুন ভিডিও—

 

View this post on Instagram

 

Conjuring in the house ? Voila !! It’s only my little brat ♥️♥️♥️???? #spookytime @sitaraghattamaneni

A post shared by Namrata Shirodkar (@namratashirodkar) on

‘সোনু তুমিই রিয়াল হিরো…’ স্যান্ড আর্টে সোনু সুদকে স্যালুট শিল্পীর

#মুম্বই: সোনু সুদ ৷ বলিউডের অত্যন্ত পরিচিত নাম ৷ কিন্তু লকডাউনে তিনি দেশের সকলের নয়ণের মণি ৷ রাতারাতি সিনেমার ভিলেনই গোটা দেশের কাছে হয়ে উঠেছেন নায়ক ৷ গোটা ভারতবাসীর ভালবাসার মানুষ এখন পঞ্জাব পুত্তর সোনু ৷ লকডাউনে অসহায় পরিযায়ী শ্রমিকদের পাশে যেভাবে তিনি দাঁড়িয়েছেন, তা হয়তো খুব কম মানুষই করার সাহস দেখাবেন ৷ তবে শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েই তাঁর কাজ শেষ হচ্ছে না ৷ সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক ফ্যানের ট্যুইটের জবাব দিতেও ভুলছেন না সোনু ৷

সুদর্শন পট্টনায়ক ৷ স্যান্ড আর্টে যিনি দেশের অন্যতম সেরা ৷ তিনিও পুরীর সমুদ্র সৈকতে এবার বানিয়ে ফেললেন সোনু সুদের বালি দিয়ে মূর্তি ৷ সঙ্গে লিখলেন, ‘‘ আমরা তোমার অসাধারণ কাজকে স্যালুট জানাচ্ছি ৷ করোনা অতিমারিতে অসহায় মানুষদের জন্য তুমি যা করেছ, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় ৷ এটাকে ভাষায় প্রকাশ করা যায় না ৷ ’’ এই ছবি রিট্যুইট করে সোনু লেখেন, ‘‘তোমাকে অনেক ধন্যবাদ ৷ দিনটা দারুণ শুরু হল ৷ তোমাকে অনেক ভালবাসা ৷ ’’

সোনুর কাছে সমস্ত ট্যুইটেই যে সাহায্যের আবেদন আসছে, তেমনটা কিন্তু নয় ৷ কিছু ট্যুইট মজা করেও করছেন অনেকে। সেসব ট্যুইটের রিপ্লাইও বুদ্ধিমত্তার সঙ্গে দিচ্ছেন সোনু। সম্প্রতি ছোট্ট একটি শিশু তাঁর বাবার হয়ে সোনুকে প্রশ্ন করেছেন, ”সোনু আঙ্কেল, শুনেছি আপনি সকলকে বাড়ি পৌঁছে দিচ্ছেন। তাই পাপা জিজ্ঞেস করছেন, মা কে দিদার বাড়ি পাঠাতে পারবেন কিনা?” মজা করে বানানো এই ভিডিওর উত্তর সোনু মজা করেই দিয়েছেন। লিখেছেন, ”খুব কঠিন কাজ চেষ্টা করব।”

Unlock 1, Not Lockdown 5.0: নতুন গাইডলাইন নিয়ে সাধারণের মিম, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

#নয়াদিল্লি: ভারতে এখনই লকডাউন তোলাটা আত্মঘাতী হতে পারে। কড়া লকডাউনের পাশাপাশি প্রয়োজন কন্ট্রাক্ট ট্রেসিং। তা না হলে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকাই ভাল। আজ, ৩১মে শেষ হচ্ছে লকডাউন ৪। ঘটনাচক্রে শনিবারই লকডাউন থেকে বেরনোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। লকডাউন নয়, আনলক ১। অর্থাৎ লকডাউন থেকে ধাপে ধাপে লকডাউন মুক্তির দিকে এগিয়ে যাওয়া। শনিবার বিকেলে কেন্দ্রের নির্দেশিকা এল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তে দেশজুড়ে কন্টেইনমেন্ট জোনগুলিতে লকডাউন চললেও, জোনের বাইরে দেশের মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই কারণেই এবারের লকডাউনের নাম দেওয়া হয়েছে, ‘Unlock 1.0’‌। দেখে নেওয়া যাক, কন্টেইমেন্ট জোনের বাইরে ঠিক কী কী চালু করার অনুমতি ‌দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রথম ধাপ, যেটিকে Phase ।

নতুন নির্দেশিকা প্রকাশ হওয়ার পর অনেকেই ঠিক বুঝতে পারছেন না এমন লকডাউনের মানে কী? এটাকে কী  আর লকডাউন বলা যাবে? দেখে নিন কী ভাবে রিঅ্যাক্ট করলেন নেটিজেনরা

বান্ধবীর সঙ্গে দেখা করানোর আবদার সোনু সুদের কাছে! অভিনেতার জবাবে হাসির রোল নেট দুনিয়ায়

#মুম্বই: পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা সোনু সুদ৷ অভিনেতার এই উদ্যোগের কথা জানতে পেরে বহু মানুষই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন৷ কিন্তু তাঁদের মধ্যেই একজন ভক্ত বিচিত্র অনুরোধ নিয়ে অভিনেতার দ্বারস্থ হলেন৷ আর তাঁকে ততধিক মজাদার জবাব দিলেন অভিনেতা!

আসলে ট্যুইটারের মাধ্যমে এক প্রেমিক নিজের বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য অভিনেতার সাহায্য চেয়ে বসেছেন৷ সোনু সুদকে উদ্দেশ করে তিনি লিখেছেন, তাঁর বান্ধবী বিহারে থাকেন, ওই অভিনেতা যেন তাঁকে সেখানে পাঠানোর ব্যবস্থা করেন৷ ওই ব্যক্তি লেখেন, ‘ভাই, দয়া করে আমার বান্ধবীর সঙ্গে আমার দেখা করিয়ে দিতে সাহায্য করুন৷ ও বিহারে থাকে৷’

ট্যুইটারে এমন অনুরোধ পেয়ে অবশ্য তা হাল্কা ভাবেই নিয়েছেন অভিনেতা৷ মজা করে তিনি পাল্টা জবাব দিয়ে লেখেন, ‘কয়েকদিন একটু দূরে থেকে দেখে নেও… সত্যিকারের ভালবাসার পরীক্ষা হয়ে যাবে!’

অভিনেতার এই জবাব দেখে স্বাভাবিকভাবে হাসি রোল ওঠে তাঁর বাকি ভক্তদের মধ্যে৷ সোশ্যাল মিডিয়াতেও তা ভাইরাল হয়৷

তবে এই প্রথম নয়৷ কিছুদিন আগেও অভিনেতার কাছে এমন আজব আব্দার করেছিলেন আর এক ব্যক্তি৷ সেবারে অনুরোধ ছিল, পরিযায়ী শ্রমিকদের জন্য অভিনেতা যে বাসের ব্যবস্থা করেছিলেন, তাতে করে ওই ব্যক্তিকে দেশি মদের দোকানে পৌঁছে দিতে হবে৷ সোনু সুদ জবাবে লিখেছিলেন, তিনি মদের দোকান থেকে কাউকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিতে পারেন৷

গত বেশ কয়েক সপ্তাহ ধরে হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছেন সোনু সুদ৷ নিজে দাঁড়িয়ে থেকে শ্রমিকরা বাসে ওঠার সময় গোটা ব্যবস্থাপনার দেখাশোনা করছেন অভিনেতা৷

সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, ‘এই পরিযায়ী শ্রমিকরা দেশের হৃদযন্ত্র, আমার মনে হয় এঁদের সাহায্য করাটা আমার দায়িত্ব৷ এই পরিযায়ী শ্রমিক এবং তাঁদের পরিবার ও শিশুদের রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছি আমরা৷ এসি-র ঠান্ডা ঘরে বসে এই শ্রমিকদের জন্য উদ্বেগ প্রকাশ না করে আমাদেরও রাস্তায় নেমে ওঁদের মতো একজন হয়ে উঠতে হবে৷’

 

ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য সুখবর, JEE-MAIN পরীক্ষার জন্য আবারও করা যাবে আবেদন

#নয়াদিল্লি: ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য সুখবর।JEE MAIN পরীক্ষার জন্য আবারও আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। একইসঙ্গে নিজের সুবিধামতো জায়গায় পরীক্ষা কেন্দ্র বেছে নেওয়ার সুযোগও দিচ্ছে NTA. মঙ্গলবার  ট্যুইট  করে এমনই জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল।এদিন ট্যুইট করে তিনি বলেন “যারা বিদেশে  পড়ার চিন্তাভাবনা থেকে সরে আসছেন তাদের জন্য এদেশে পড়ার আরও একটি সুযোগ দেওয়া হল। ন্যাশনাল টেস্টিং এজেন্সির director-general কে আমি পরামর্শ দিয়েছিলাম JEE MAIN পরীক্ষার অনলাইন এপ্লিকেশন করার জন্য ছাত্র-ছাত্রীদের আরও একটি সুযোগ দেওয়া হোক ।সেই মতোই আগামী ২৪ শে মে পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন এর ফর্ম অনলাইনে পাওয়া যাবে ।”

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর এই  ট্যুইট করার পরপরই ন্যাশনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবার থেকেই ছাত্র-ছাত্রীদের আবেদন করার জন্য উইন্ডো খুলে দিয়েছে। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যে, করোনা আবহে নিজেদের সুবিধামতো জায়াগায় পরীক্ষার্থীরা সুবিধে মতো পরীক্ষা কেন্দ্র বেছে নিতে পারবেন ৷ সেই মতোই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে NTA ৷  মূলত এ রাজ্য তথা দেশ থেকে অনেক পড়ুয়া বিদেশে পড়ার জন্য প্রত্যেক বছর যায়। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ এর জেরে এবার বিদেশে গিয়ে পড়ার সেই সুযোগ কার্যত নেই বললেই চলে। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে সর্বভারতীয় এই ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফর্ম অনেক আগেই দেওয়া হয়ে গিয়েছিল । তখন অনেক ছাত্র-ছাত্রী এই পরীক্ষার জন্য আবেদন জানায়নি। তাই আবারও অনলাইন অ্যাপ্লিকেশন  করার সুযোগ দেওয়া হচ্ছে বলেই ট্যুইট করে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।

সম্প্রতি পড়ুয়াদের স্বস্তি দিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী বহুপ্রতীক্ষিত পরীক্ষা NEET ও JEE মেইন পরীক্ষার দিন ঘোষণা করেছিলেন।।কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল তখন জানিয়েছিলেন ”  ১৮ই জুলাই থেকে ২৩শে জুলাই পর্যন্ত JEE MAIN পরীক্ষা নেওয়া হবে ।” অন্যদিকে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা নিচের পরীক্ষার দিন ইতিমধ্যেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। আগামী ২৬ শে জুলাই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে যেখানে দেশজুড়ে প্রায় ১৭লক্ষ ছাত্র ছাত্রী পরীক্ষা দেবেন।

করোনাভাইরাসের জেরে লকডাউনে দেশ। বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে বিবিধ পরিষেবা। আর সেই করোনা উদ্ভূত পরিস্থিতির জন্য  ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) এবং JEE মেইন পরীক্ষা স্থগিত হয়ে যায়। ফলে সমস্যায়  পড়েন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। কবে পরীক্ষা হবে তা নিয়ে শুরু হয় দুশ্চিন্তা।

মেডিকেল ও ডেন্টালের স্নাতকস্তরের জন্য ৩ মে NEET পরীক্ষা হবে বলে ঘোষণা করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। সেই অনুসারে গত ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিলআপ হয়। এবার ৮টি আঞ্চলিক ভাষার পাশাপাশি পরীক্ষা হবে ইংরেজি, হিন্দি ও উর্দু ভাষায়। কিন্তু দেশে করোনা পরিস্থিতির জন্য তা স্থগিত রাখা হয়। পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়ে ট্যুইট করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।

পাশাপাশি, JEE মেইন পরীক্ষাও করোনা পরিস্থিতির জন্য স্থগিত করা হয়। JEE মেইন হওয়ার কথা ছিল ৫,৭, ৯ ও ১১ এপ্রিল। তবে সেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এরপরই ৫ ই মে জানানো হয় NEET এবং JEE মেইন পরীক্ষার দিনক্ষণ। সেদিনই পড়ুয়াদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। সেই মোতাবেক এদিন একাধিক প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর এই ঘোষণার পরেই ন্যাশানাল টেস্টিং এজেন্সি তরফে পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হয়। এবার নতুন করে আবার ছাত্রছাত্রীদের কাছে এই সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষার আবেদনের সুযোগ পাওয়ায়  খুশি ছাত্রছাত্রীরাও।

Somraj Bandopadhyay

হলের বদলে এবার বিদ্যা বালনের ছবিও মুক্তি পাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে!

#মুম্বই: লকডাউনে নতুন ধারা বলিউডে! সুজিত সরকার পরিচালিত ও অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত গুলাবো সিতাবো অনলাইনে মুক্তি পাওয়ার খবর সকলেরই জানা৷ এবার একই পথে হাঁটতে চলেছে বিদ্যা বালন অভিনীত ছবি ‘শকুন্তলা দেবী’ ৷ ছবিটি পরিচালনা করেছেন অনু মেনন৷ শকুন্তলা দেবী ছবিটি মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইম প্ল্যাটফর্মে৷ এই ঘোষণা হয়েছে ইতিমধ্যেই ৷ তাহলে কি বলিউডে ওয়েব প্ল্যাটফর্মে ছবি মুক্তি পাওয়ার এই নতুন ধারা তৈরি হয়ে গেল? এই প্রশ্নই উঠছে ৷

লকডাউনে হল বন্ধ৷ কবে খুলবে এবং কবে আবার সিনেমাপ্রেমীরা ছবি দেখতে হলে ভিড় করবেন, সেই আশাও ক্ষীণ৷ তাই এই পথই এখন বেছে নিচ্ছেন পরিচালক, প্রযোজকরা৷ নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ভুট, হটস্টারের মত অনলাইন প্ল্যাটফর্মগুলি খুবই জনপ্রিয়৷ লকডাউনে সময় কাটাতে অনেকেই এই ওটিটি প্ল্যাটফর্মে মন দিয়েছেন৷ তাই পাল্লা দিয়ে এই সব ডিজিটাল প্ল্যাটফর্মকেও বাড়াতে হচ্ছে নিজেদের কনটেন্ট৷ অর্থাৎ দর্শকদের মন ভরাতে এরাও নিজেদের টার্গেট বানাচ্ছেন৷ মুক্তি পাচ্ছে একের পর এক আর্কষণীয় সিরিজ বা সিনেমা৷ এবার বলিউডও সরাসরি অনলাইন প্ল্যাটফর্মের দিকে নজর দিচ্ছে৷ অন্তত গুলাবো সিতাবো এবং শকুন্তলা দেবী ছবি দুটির মুক্তি সেই ইঙ্গিতই দিচ্ছে ৷

শকুন্তলা দেবী ছবিতে বিদ্যা বালন ছাড়াও অভিনয় করেছেন সান্যা মালহোত্রা, অমিত সাধ, যীশু সেনগুপ্ত ৷ ভারতের প্রথম মহিলা গণিতবিদের ওপর বেস করে তৈরি হয়েছে এই সিনেমা ৷ শকুন্তলাদেবীর ভূমিকায় থাকছেন বিদ্যা বালন ৷

লকডাউনে ফের জমায়েত! হাওড়ায় খণ্ডযুদ্ধ পুলিশ-উন্মত্ত জনতার

#কলকাতা: লকাডাউনের মধ্যে জমায়েত আটকাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। হাওড়ার অন্যতম কনটেইনমেন্ট জোন টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে মঙ্গলবার দুপুরে জমায়েতের খবর পেয়ে পুলিশ পৌঁছয়। ভিড় সরাতে গেলে উন্মত্ত জনতা উলটে পুলিশকেই মারধর করতে থাকে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় টিকিয়াপাড়া এলাকা। অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে এই ঘটনার ভিডিও। দেখা যায় এক পুলিশকর্মীকে কয়েকশো মানুষ ঘিরে ধরেছে। ভিডিওটির সত্যতা নিউজ১৮ যাচাই করেনি।

এ দিন মারধরের পাশাপাশি  পুলিশকে লক্ষ করে ইঁট ছোঁড়ারও অভিযোগ ওঠে। পরিস্থিতি সামলাতে বিশাল বাহিনী পৌঁছয় টিকিয়াপাড়ায়। সেই গাড়ি ঘিরেও ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। পুলিশের অভিযোগ, লকডাউনকে উপেক্ষা করে অবাধেই ঘোরাফেরা করছিলেন সেখানকার মানুষ। বাধা দিতে গেলেই এই ঘটনা ঘটে।

সোমবারই মুখ্যমন্ত্রী ২২৭টি কন্টেমনেন্ট জোনের কথা ঘোষণা করেন। তার মধ্যেই ছিল হাওড়ার এই অঞ্চল। সেখানেই লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে জনরোষের মুখে পড়ল পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে সব মহল থেকেই। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পেট চালাতে গেলে লড়তে হবে,তাই বক্সিং রিংয়ে নেমে পড়লেন নিকারাগুয়ার বক্সাররা, দেখুন ভিডিও

#মানাগুয়া: করোনা অতিমারির জেরে সারা পৃথিবীর অর্ধেকটাই বন্ধ ৷ সমস্ত কাজকর্ম বন্ধ রয়েছে পাশাপাশি খেলার দুনিয়ার সমস্ত ধরণের ইভেন্টও বন্ধ ৷ পিছিয়ে দেওয়া হয়েছে অলিম্পিক্সের মতো বড় ইভেন্টও ৷ কিন্তু এরই মধ্যে বক্সিং রিংয়ে নেমে পড়লেন নিকারাগুয়ার বক্সার-রা ৷

করোনার মারণ ভয় থাকলেও বক্সিং রিংয়ে না নামলে পেট চলবে না তাই ফের শুরু হয়ে গেল এই খেলা ৷ এদিকে ইতিমধ্যেই সেখানে ফুটবলও চালু হয়ে গেছে ৷ শনিবার প্রথম লাইভ খেলা হয় ৷ সেই লড়াই দেখতে হাজির ছিলেন দর্শকরাও ৷ তবে তাঁদের দূরে দূরে বসানো হয়েছিল ৷ প্রথমে বডি টেম্পারেচার পরীক্ষা করার পর তাদের হাত স্যানেটাইজ করে ও জুতো খুলে ভিতরে দর্শকাসনে যেতে দেওয়া হয়েছিল ৷

Photo- Reuters
Photo- Reuters

এদিকে বক্সারদের আবার গায়েই জীবাণুনাশক রাসায়নিক স্প্রে করা হয় ৷ মাস্ক পরেছিলেন রিং গার্লরা,রেফারি এমনকি বক্সাররাও ৷ তবে পরে খেলার সময় বক্সাররা মাস্ক সরিয়ে নিয়েছিলেন ৷ মানাগুয়ার এই বক্সিং ইভেন্ট এখন সারা বিশ্বে চর্চার মুখে ৷

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসেব অনুযায়ি করোনায় নিকারাগুয়ায় তিনজন মারা গিয়েছেন। জানা গেছে, তিনজনই বাইরে থেকে এসেছিলেন। এই মুহূর্তে দেশের মধ্যে কেউ আক্রান্ত নন। তবে ৮ হাজার দর্শকাসন বিশিষ্ট স্টেডিয়ামে হাজির ছিল হাতেগোনা কিছু দর্শক।চারটি ছ’‌য় রাউন্ডের ম্যাচের বাউট হয়। অংশ নেন লাইট হেভিওয়েট দুই প্রতিপক্ষ রামেরো ব্লাঙ্কো ও রবিন জামোরো। এই বাউট টেলিভিশনেও সম্প্রচার হয় ৷

এদিকে বক্সিং রিংয়ের পাশেই হাজির ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান ৷ এছাড়াও চিকিৎসকের একটা বড় দলও হাজির ছিলেন ৷

‘‘আমার ‘আনারস’গুলি কেমন…?’’ অভিনেত্রীর এই পোস্টে ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায় !

#মুম্বই: লকডাউনে জরুরি পরিষেবায় যারা যুক্ত, তারা বাদে সকলেই এখন বাড়িতে চার দেওয়ালে বন্দি ৷ অন্তত তেমনটাই থাকার কথা ৷ যারা নিয়ম ভাঙছেন, তাদের কথা আর নাই বা উল্লেখ করা হল ৷ সেলিব্রিটিরা এই সময় কে কী করছেন, তা সোশ্যাল মিডিয়ার সৌজন্যে প্রত্যেকেই এখন দেখতে পান ৷ এমনই এক বিদেশি অভিনেত্রী, স্থায়ীভাবে না হলেও আপাতত মুম্বইতেই থাকেন ৷ তিনিও বাড়িতে বন্দি ৷ তবে প্রায়শই নিজের ‘হট’ ছবি তিনি পোস্ট করেন ইনস্টাগ্রামে ৷ ফ্যানদের উদ্দেশ্যে কোনও কিছু বার্তা দিতে গেলেই যখন তখন ‘টপলেস’ হয়ে পড়েন ৷ এবার অবশ্য তাঁর নতুন পোস্ট হাতে দুটি আনারস নিয়ে ৷ ক্যাপশনে লিখেছেন, ‘‘আপনাদের আমার আনারসগুলি কেমন লাগছে ? সিরিয়সভাবে বলতে গেলে আনারস খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভাল ৷ ব্যালেন্সড ডায়েটের পাশাপাশি ব্রোমেলেন থাকে এতে ৷ যা শরীরের জন্য অত্যন্ত উপযোগী ৷ ’’