KKR vs RR: বোলারদের দুরন্ত পারফরম্যান্স ! ৩৭ রানে রাজস্থানকে হারাল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স: ১৭৪/৬ (২০ ওভার)

রাজস্থান রয়্যালস:  ১৩৭/৯ (২০ ওভার)

৩৭ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স

#দুবাই: গত ম্যাচগুলির পারফরম্যান্স বিচার করলে নিঃসন্দেহে বুধবার নাইটদের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালস ৷ দু’শোর বেশি রান তাড়া করেও যে দল অনায়াসে ম্যাচ জেতে, তাদের কাছে হয়তো ১৭৫ রানের টার্গেট খুব একটা কঠিন হবে না ৷ এমনটা ধরেই নিয়েছিলেন সমর্থকরা ৷ কিন্তু দুবাইয়ের মাঠে দলের মালিক শাহরুখ খানের উপস্থিতিতেই কার্তিক ব্রিগেড দেখিয়ে দিল যে ‘ টিম কেকেআর হ্যায় তৈয়ার…’৷

১৭৪ রানের পুঁজি নিয়ে এদিন আগাগোড়াই পরিকল্পনামাফিক বল করে গিয়েছেন কেকেআর বোলাররা ৷ শক্তিশালী রাজস্থান ব্যাটিং লাইন-আপকে কখনই মাথায় চড়তে দেয়নি কিং খানের দল ৷ শেষদিকে টম কারান ৩টি ছক্কা-সহ মাত্র ৩৬ বলে ৫৪ রান করলেও ততক্ষণে ম্যাচে যা হওয়ার হয়েই গিয়েছে ৷ শেষপর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে রাজস্থান ৷ ৩৭ রানে ম্যাচ জিতে নেয় কেকেআর ৷ আর এই জয়ের সুবাদে লিগ টেবলে দু’নম্বরে উঠে এল নাইটরা ৷ এক নম্বরে থাকা দিল্লির থেকে নেট রান রেটেই এখন শুধুমাত্র পিছিয়ে শাহরুখ খানের দল ৷ রাজস্থানও চলতি টুর্নামেন্টে তাদের প্রথম হার হজম করল ৷

প্রথম ম্যাচ দেখেই অনেকে খরচের খাতায় ফেলে দিয়েছিলেন প্যাট কামিন্সকে। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচেই ঘুরে দাঁড়ান অজি পেসার। এ দিনও বল হাতে আগুন জ্বালালেন তিনি। উইকেট মাত্র ১টি নিলেও ৩ ওভারে ১৩ রান দেন তিনি ৷ কেকেআর বোলারদের মধ্যে এদিন ২টি করে উইকেট পেয়েছেন মাভি, নাগরকোটি এবং বরুণ চক্রবর্তী ৷ পেস-স্পিনের সাঁড়াশি আক্রমণে সহজেই ম্যাচ জিতে নেয় কলকাতা ৷

নাইটরা জিতলেও দলের ব্যাটিং নিয়ে কিছুটা চিন্তা থাকবে ৷ মিডল অর্ডার ব্যর্থ৷ ফের ব্যর্থ অধিনায়ক দীনেশ কার্তিক ৷ বড় রান পেলেন না আন্দ্রে রাসেলও৷ তবু তরুণ শুভমন গিল এবং অভিজ্ঞ অইন মর্গ্যানের ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াইয়ের জায়গায় থাকল কলকাতা নাইট রাইডার্স৷ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে কলকাতা৷ এ দিন টস জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ ৷

কেকেআর-এর হয়ে এ দিন ওপেন করতে নেমে সর্বোচ্চ রান করেন শুভমান গিল (৪৭)৷ শেষ দিকে ২৩ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন অইন মর্গ্যান ৷

Photo Courtesy: IPLT20.com
Photo Courtesy: IPLT20.com

টুর্নামেন্টের তৃতীয় ম্যাচেও ওপেন করতে নেমে ব্যর্থ হলেন সুনীল নারিন৷ ক্যারিবিয়ান ওপেনার শুরুতে রানের গতি বাড়াতে না পারলেও তিনি ফেরার পরে ধীরে ধীরে রানের গতি বাড়াচ্ছিলেন শুভমান গিল এবং নীতিশ রানা৷ একটা সময়ে মাত্র ১ উইকেট হারিয়ে ৮ ওভারে ৬৬ তুলে ফেলেছিল কেকেআর৷ কিন্তু প্রথমে নীতিশ রানা এবং তার পরে জোফ্রে আর্চারের বলে শুভমান গিল ফিরতেই ফের যেন থমকে যায় কলকাতার রান ওঠার গতি৷ ৩৪ বলে ৪৭ রান করে আউট হন গিল৷ প্রতি ম্যাচেই দলকে ভরসা দিচ্ছেন তিনি৷ কিন্তু দলের চিন্তা বাড়াচ্ছেন সুনীল নারিন৷ এদিন ১৪ বল খেলে ১৫ রান করেন তিনি ৷

তবে এ দিন অন্তত কেকেআরের ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় ৷ দীনেশ কার্তিক, অইন মর্গ্যানদের আগেই ব্যাট করতে আসেন আন্দ্রে রাসেল ৷ শুরুটাও ভালই করেছিলেন তিনি৷ কিন্তু ১৩ বলে ২৪ রান করার পর অঙ্কিত রাজপুতের বলে জয়দেব উনাদকাটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ৷ এ দিনও ব্যাট হাতে ব্যর্থ হন অধিনায়ক দীনেশ কার্তিক৷ ফলে পর পর উইকেট হারিয়ে যথেষ্ট চাপে পড়ে যায় কেকেআর৷ থমকে যায় রান ওঠার গতিও ৷ রাজস্থানের এদিন সবথেকে সফল বোলার জোফ্রে আর্চার৷ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি ৷