Ind vs Aus: কোহলির গড়া ভিতে ঝোড়ো ব্যাটিং জাদেজা-পান্ডিয়ার, ভারতের স্কোর ৩০২/৫

#ক্যানবেরা: বিরাটের দায়িত্বশীল ইনিংস ও পরে রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়ার ঝোড়ো পারফরম্যান্স ৷ এই দুইয়ে ভর দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ভদ্রস্থ স্কোর খাড়া করল মেন ইন ব্লু৷ ৫০ ওভারে ৫ উইকেটে ৩০২ রান করে ভারত৷ হার্দিক পান্ডিয়া ৭৬ বলে ৯২ রান করেন৷ অন্যদিকে জাদেজা ৫০ বলে ৬৬ রান করেন৷

এদিনের পান্ডিয়ার ইনিংস সাজানো সাতটি চার ও একটি ছয় দিয়ে৷ আর পাঁচটি চার ও তিনটি ছয় দিয়ে সাজানো৷

এদিন টসে জিতে ব্যাটিং নেয় ভারত৷ এরপর অবশ্য শুরুটা ভালো হয়নি ৷ দ্রুত প্যাভিলিয়নে ফেরেন শিখর ধাওয়ান৷ তাঁর অবদান ২৭ বলে ১৬৷ শুভমান গিল ৩৯ বলে ৩৩ রান করেন৷ অধিনায়ক বিরাট কোহলি অজি বোলিংয়ে নড়বড়ে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদন্ড সোজা করানোর চেষ্টা করেন৷ তিনি করেন ৭৮ বল ৬৩৷ তাঁর ইনিংসে সাজানো ছিল ৫ টি চারে কোনও ছয় ছিল না৷  তাতেই বোঝা যায় দলের ইনিংসে স্থিরতা দেওয়ার কতটা চেষ্টা তিনি করেছিলেন৷

এদিকে ২১ বলে ১৯ করে ফ্লপ শ্রেয়স আইয়ারও৷ কেএল রাহুলের সম্বল মাত্র ৫৷ ফের একবার যখন মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার কাছে একেবারে খারাপ হার সঙ্গী হবে ভারতের ঠিক তখনই ভারতের স্কোরকে ঘুরিয়ে দেন রবীন্দ্র জাডেজা ও হার্দিক পান্ডিয়া৷ লোয়ার মিডল অর্ডারের এই দুই ক্রিকেটারের ব্যাটে ভদ্রস্থ জায়গায় পৌঁছয় ভারত৷

এদিকে বুধবার নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে আরও একটি মাইলস্টোন পেরিয়ে গেলেন বিরাট কোহলি(Virat Kohli) ৷  একদিনের দ্রুততম ১২হাজার রানের মালিক হলেন তিনি৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ ছিল ক্যানবেরায়৷ সেখানে খেলার আগে তাঁর রান ছিল ১১, ৯৭৭ রান৷ এদিনের ম্যাচে খেলতে নেমে নিজের সেই লক্ষ্যপূরণ করে নেন কোহলি৷

৩২ বছরের বিরাট কোহলি এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন৷  কোহলি কেরিয়ারের এই বড় ল্যান্ডমার্ক পার করলেন ২৪২ ইনিংসে৷ এর আগে বিশ্ব ক্রিকেটে একদিনের ম্যাচে দ্রুততম ১২ হাজার রানের কৃতিত্ব ছিল আরেক তারকা ভারতীয়ের দখলেই৷ সচিন ৩০০ ইনিংসে এই ল্যান্ডমার্ক পেরিয়েছিলেন৷

কোহলি এই মুহূ্র্তে ভারতের হয়ে একদিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক৷ একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান তেন্ডুলকরের৷ তার ঝোলায় রয়েছে ১৮,৪২৬ রান৷ ৪৬৩ টি ম্যাচ খেলে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি৷ ভারত অধিনায়কের দখলে রয়েছে দ্রততম ১০ হাজার ও ১১ হাজার রানের কৃতিত্বও৷ একদিনের ক্রিকেটে যা নজির৷

কোহলি ২২২ ইনিংসে ১১ হাজার রান করেছিলেন আর ২০৫ ইনিংসে করেছিলেন ১০ হাজার রান৷ ভারতের বর্তমান অধিনায়ক ২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন৷ তাঁর ঝোলায় রয়েছে ৪৩ টি একদিনের ক্রিকেটের শতরান৷  এছাড়াও ১২ বছরের কেরিয়ারে ৫৯ টি অর্ধশতরান৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে ৮৯ করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি৷৩৯০ রান তাড়া করতে নেমে ভারত অধিনায়কের ব্যাট থেকে সেই রান এসেছিল৷

সেই ম্যাচে কোহলির রান কেএল রাহুলের ৭৬ সত্বেও ভারত ৫১ রানে হেরে যায়৷ সেই ম্যাচেই ২-০ সিরিজ অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত৷  প্রথম ম্যাচে ৬৬ রানে হেরেছিল টিম ইন্ডিয়া৷