YAAS থেকে নিরাপদ জেলার ড্যামগুলি, অক্সিজেন অন হুইলস পশ্চিম বর্ধমানে

ডিভিসির ড্যামের উপর কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না ঘূর্ণিঝড় ইয়াস।
কারণ ড্যাম গুলোতে জল ধারণ ক্ষমতা অনেকটাই রয়েছে। এখন সেভাবে কোনো ড্যামে জল নেই। তাই ডিভিসির চিফ ইঞ্জিনিয়ার সত্যব্রত বন্দ্যোপাধ্যায় বলেন,যে ডিভিসির জন্য এখন চিন্তার কোন কারণ নেই।এখন যে পরিমান জল রয়েছে তা একপ্রকার নেই বললেই চলে।ফলে দুদিন বা তিন দিন ধরে যদি বৃষ্টি হয় যে পরিমান জল আসবে বলে তাদের কাছে তথ্য এসেছে তাতে ড্যাম গুলি জল ধারণ করার ক্ষমতা রয়েছে। ফলে এই ঘূর্ণিঝড়ের পরে আবার ডিভিসিকে গেট খুলে জল ছাড়তে হবে এরকম পরিস্থিতি হয়তো হবে  না।এ রকমই আশ্বাস দিয়েছেন সত্যব্রত বাবু। হঠাৎ করে ঘূর্ণিঝড় বাঁক নিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে বলে যে তথ্য পাওয়া গেছে তার ফলেই এরকম চিন্তা ভাবনা শুরু করেছে ডিভিসি কর্তারা।অন্যদিকে, আসানসোলের গোপালপুরে Fingers Crossed Foundation সংস্থার আসানসোল শাখার ব্যবস্থাপনায় বর্তমানে করোনা মহামারি সময় সর্বক্ষণের জন্য বিনামূল্যে Life-Support Oxygen on Wheels এর ? ?????? ????????????? শুভ উদ্বোধন করলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক সহ চেয়ারম্যান (এ ডি ডি এ) তাপস বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন অমর নাথ চ্যাটার্জী চেয়ারম্যান মেম্বার বোর্ড অফ এডমিনিস্ট্রেটর আসানসোল পৌর নিগম, অভিজিৎ ঘটক মেম্বার বোর্ড অফ এডমিনিস্ট্রেটর আসানসোল পৌর নিগম, বিশিষ্ট সমাজসেবী পবির সেনগুপ্ত, আকাশ মুখার্জী সহ সংস্থার কর্মকর্তা গণ।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সমর্থনে, পশ্চিমবঙ্গের অক্সিজেন অন হুইলস আসানসোল এবং আশেপাশের এলাকায় করোনা সংক্রামিত ব্যক্তিদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। অক্সিজেন পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে। ওই অনুষ্ঠান রবি সেনগুপ্ত, অনুরাগচন্দ্র, অর্নব ব্যানার্জি, দেবদীপ চৌধুরী, কৌশিক মজুমদার, সঞ্জীব পাল প্রমুখ উপস্থিত ছিলেন।