Category Archives: Local News

Bangla News|| সুস্থ পৃথিবীই নীরোগ ভবিষ্যত, বার্তা দিতে ১০৬ কিমি পথ অতিক্রম সাইক্লার্স ক্লাবের

#খড়গপুর: তিনি বন রক্ষা করেন, আবার সবুজ পৃথিবী গড়ার বার্তাও দেন। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ভাদুতলার বনাঞ্চল আধিকারিক (Range Officer) পাপন মোহান্ত। ইতিমধ্যে, জেলাজুড়ে তিনি ‘সবুজায়নের সার্থক রূপকার’ হিসেবে পরিচিত হয়েছেন। তাঁর স্পর্শে সজীব-সুন্দর হয়ে ওঠে তাঁর কার্যালয় চত্বর। হয়ে ওঠে সাধারণ মানুষের বেড়ানোর জায়গা। তা সে অতীতে হুমগড় হোক কিংবা পিড়াকাটা, আর বর্তমানে ভাদুতলা।

তবে, শুধু সবুজ রক্ষা করে বা বাগান তৈরি করেই নয়, আদ্যন্ত একজন প্রকৃতিপ্রেমী ও পরিবেশপ্রেমী হিসেবেও বারবার তাঁর আন্তরিকতার পরিচয় দিয়েছেন। তা সে ভরা গ্রীষ্মে পাখিদের জন্য পানীয় জলের পাত্র টাঙিয়েই হোক কিংবা পরিবেশ রক্ষার বার্তা দিয়ে সাইকেলে করে কিলোমিটারের পর কিলোমিটার ঘুরে বেড়িয়েই হোক। শনিবারও সাইকেলে করে পাড়ি দিলেন ১০৬ কিলোমিটার। সঙ্গী হলেন পশ্চিম মেদিনীপুর সাইক্লার্স ক্লাবের (West Midnapore Cyclers’ Club)। সাইক্লার্স ক্লাবের বার্তা ছিল- Heal the Earth ? Heal Our Future। বাংলায় বললে, পৃথিবী সুস্থ রাখুন, রোগ মুক্ত ভবিষ্যত গড়ুন, সংক্ষেপে- ‘সুস্থ পৃথিবী নীরোগ ভবিষ্যত’। ভাদুতলা থেকে মেদিনীপুরে পৌঁছে সাইক্লার্স ক্লাবের একদল উদ্যমী তরুণ-তরুণীদের সঙ্গে, সাইকেলে পরিবেশ রক্ষার বার্তা যুক্ত নানা পোস্টার টাঙিয়ে রেঞ্জ অফিসার পাপন মোহান্তও তাঁদের সঙ্গী হলেন শনিবার।

সাইকেলে করে প্রথমে ভাদুতলা থেকে মেদিনীপুর, ফের মেদিনীপুর থেকে ভাদুতলা, চন্দ্রকোনা রোড, গড়বেতা। সেখান থেকে নির্ধারিত গন্তব্য ‘এশিয়ার গ্র্যান্ড ক্যানিয়ন’ রূপে খ্যাত গনগনি। সেখান থেকে ফিরে আসা মেদিনীপুরে। সবমিলিয়ে মোট ১০৬ কিলোমিটার যাত্রা করলেন রেঞ্জ অফিসার পাপন। সাইক্লার্স ক্লাবের সদস্য বৃন্দ ছাড়াও এই মহান উদ্দেশ্যে সঙ্গী করেছিলেন দুই বন কর্মীকেও। পাপনদের বার্তা ছিল- “বন্ধ করি দূষিত বায়ু, বৃদ্ধি করি জীবের আয়ু”, “জলই জীবন জলই প্রাণ/ জল বাঁচাতে হাত লাগান”, “বিশুদ্ধ বায়ু সুপেয় জল/ নির্মল পরিবেশের ফল”, “দূষণমুক্ত পরিবেশের জন্য/ প্লাস্টিক নয় পাটের পণ্য”, “বায়ু দূষণ রোধ করি/ সুস্থ সুন্দর জীবন গড়ি” প্রভৃতি।

পাপন জানিয়েছেন, “এমনিতেই পরিবেশ রক্ষার্থে সাইকেলের কোন বিকল্প নেই। দূষণমুক্ত পরিবেশ গড়তে ধোঁয়াযুক্ত গাড়ির ব্যবহার সত্যিই কমানো প্রয়োজন। এদিন তাই সাইক্লার্স ক্লাবের সঙ্গী হয়ে পরিবেশ রক্ষার বার্তা দিতে এগিয়ে এলাম।” অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর সাইক্লার্স ক্লাবের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রশ্মি কমল।

YAAS থেকে নিরাপদ জেলার ড্যামগুলি, অক্সিজেন অন হুইলস পশ্চিম বর্ধমানে

ডিভিসির ড্যামের উপর কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না ঘূর্ণিঝড় ইয়াস।
কারণ ড্যাম গুলোতে জল ধারণ ক্ষমতা অনেকটাই রয়েছে। এখন সেভাবে কোনো ড্যামে জল নেই। তাই ডিভিসির চিফ ইঞ্জিনিয়ার সত্যব্রত বন্দ্যোপাধ্যায় বলেন,যে ডিভিসির জন্য এখন চিন্তার কোন কারণ নেই।এখন যে পরিমান জল রয়েছে তা একপ্রকার নেই বললেই চলে।ফলে দুদিন বা তিন দিন ধরে যদি বৃষ্টি হয় যে পরিমান জল আসবে বলে তাদের কাছে তথ্য এসেছে তাতে ড্যাম গুলি জল ধারণ করার ক্ষমতা রয়েছে। ফলে এই ঘূর্ণিঝড়ের পরে আবার ডিভিসিকে গেট খুলে জল ছাড়তে হবে এরকম পরিস্থিতি হয়তো হবে  না।এ রকমই আশ্বাস দিয়েছেন সত্যব্রত বাবু। হঠাৎ করে ঘূর্ণিঝড় বাঁক নিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে বলে যে তথ্য পাওয়া গেছে তার ফলেই এরকম চিন্তা ভাবনা শুরু করেছে ডিভিসি কর্তারা।অন্যদিকে, আসানসোলের গোপালপুরে Fingers Crossed Foundation সংস্থার আসানসোল শাখার ব্যবস্থাপনায় বর্তমানে করোনা মহামারি সময় সর্বক্ষণের জন্য বিনামূল্যে Life-Support Oxygen on Wheels এর ? ?????? ????????????? শুভ উদ্বোধন করলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক সহ চেয়ারম্যান (এ ডি ডি এ) তাপস বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন অমর নাথ চ্যাটার্জী চেয়ারম্যান মেম্বার বোর্ড অফ এডমিনিস্ট্রেটর আসানসোল পৌর নিগম, অভিজিৎ ঘটক মেম্বার বোর্ড অফ এডমিনিস্ট্রেটর আসানসোল পৌর নিগম, বিশিষ্ট সমাজসেবী পবির সেনগুপ্ত, আকাশ মুখার্জী সহ সংস্থার কর্মকর্তা গণ।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সমর্থনে, পশ্চিমবঙ্গের অক্সিজেন অন হুইলস আসানসোল এবং আশেপাশের এলাকায় করোনা সংক্রামিত ব্যক্তিদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। অক্সিজেন পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে। ওই অনুষ্ঠান রবি সেনগুপ্ত, অনুরাগচন্দ্র, অর্নব ব্যানার্জি, দেবদীপ চৌধুরী, কৌশিক মজুমদার, সঞ্জীব পাল প্রমুখ উপস্থিত ছিলেন।