Rahul Gandhi: রাহুল গান্ধির ঘরের দেওয়ালে এই ছবিটি কার তোলা জানেন? পরিচয় পেলে অবাক হবেন

#নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে আক্রমণ করে ভার্চুয়াল বক্তব্য রেখেছিলেন রাহুল গান্ধি৷ করোনা পরিস্থিতি নিয়ে একটি শ্বেতপত্রও প্রকাশ করেন তিনি৷ রাহুলের অভিযোগকে নস্যাৎ করে যথারীতি পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি-ও৷ কিন্তু এ দিন রাহুল গান্ধির এই ভার্চুয়াল বক্তব্য চলাকালীন অনেকেরই নজর কেড়ে নেয় তাঁর পিছনের দেওয়ালে থাকা একটি ছবি৷ নীল আকাশের সঙ্গে বরফে ঢাকা পাহাড় চূড়োর ওই ফ্রেমবন্দি ছবিটি সোশ্যাল মাধ্যমে অনেকেরই নজর কেড়ে নিয়েছে৷

অসাধারণ ওই ছবিটি কে তুলেছেন, তা সঠিক ভাবে আন্দাজও করে ফেলেন এক ট্যুইটার ব্যবহারকারী৷

আসলে রাহুল গান্ধির পিছনে থাকা ওই ছবিটি তুলেছেন তাঁর ভাগ্নে রাইহান রাজীব বঢরা৷ ২০ বছর বয়সি রাইহান রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধির ছেলে৷ রাইহান একজন উদীয়মান ফোটোগ্রাফার৷ ইনস্টাগ্রামে তাঁর প্রায় ৮ হাজার ফলোয়ার রয়েছে৷

রাহুলের ভিডিও কনফারেন্সের পর প্রখ্যাত স্থপতি সিতু মহাজন কোহলি রাইহানকে ট্যাগ করেই জানতে চান এই ছবিটি তাঁর তোলা কি না? জবাবে রাইহান নিজেই জানান যে সিতুর আন্দাজই সঠিক৷ ওই ছবিটি তিনিই ক্যামেরাবন্দি করেছেন৷

রাইহানের প্রশংসা করে সিতু এর পরে আরও জানান, তিনি ইতিমধ্যেই তাঁর তোলা ছবির বড় ভক্ত৷ সিতুর মতে, রাইহানের তোলা ছবি বাড়ির অন্দরসজ্জায় অন্য মাত্রা যোগ করে৷ জবাবে সিতুকে ধন্যবাদ জানান রাইহান৷

 

View this post on Instagram

 

A post shared by Raihan Rajiv Vadra (@raihanrvadra)

যে ছবিটি নিয়ে এত প্রশংসা, সেটি গত ফেব্রুয়ারি মাসে ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন রাইহান৷ সম্ভবত মাউন্ট এভারেস্ট-এর পর্বত শৃঙ্গের ছবি সেটি৷ ইনস্টাগ্রাম-এ ছবিটি পোস্ট করে রাইহান লিখেছিলেন, ‘আকাশ থেকে মাউন্ট এভারেস্টকে যেমন দেখতে লাগে!’