Coronavirus In India: ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৫০ হাজারের নীচে, টিকাকরণও চলছে জোরকদমে!

নয়াদিল্লি: পুজোর আগেই দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে ৷ এই আশঙ্কার মধ্যেই মঙ্গলবার একটা স্বস্তির খবর ৷ দেশে দৈনিক সংক্রমণ নামল ৫০ হাজারের নীচে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন ৷ পাশাপাশি সুস্থ হয়েছেন ৮১,৮৩৯ জন এবং মৃত্যু হয়েছে ১,১৬৭ জনের ৷

এর আগে গত ২৪ এপ্রিল দেশে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম ছিল। তার পর তা বাড়তে বাড়তে মে মাসের শুরুতে ৪ লক্ষে পৌঁছে গিয়েছিল। ধীরে ধীরে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ নিম্নমুখী ভারতে ৷ এখনও পর্যন্ত করোনা অতিমারিতে দেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২ জনের। অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৬,৬২,৫২১ জন ৷

দেশে টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ৮৬ লক্ষ ১৬ হাজার ৩৭৩ জন। একদিনে কোভিড টিকা পাওয়ার নিরিখে এই সংখ্যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।