EURO 2020, Croatia vs Scotland: স্কটল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ইউরোর শেষ ষোলোয় ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়া: ৩ (ভ্লাসিচ-১৭’, লুকা মদ্রিচ- ৬২’, ইভান পেরিসিচ-৭৭’)

স্কটল্যান্ড: ১  (ক্যালাম ম্যাকগ্রেগর-৪২’)

গ্লাসগো: ইউরোয় গ্রুপ-ডি থেকে ইংল্যান্ড ছাড়া আর কোন দল নকআউটে যাবে, তা জানার আগ্রহ ছিল সবার মধ্যেই ৷ শেষপর্যন্ত স্কটল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে নাটকীয় প্রত্যাবর্তন ক্রোয়েশিয়ার ৷ গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে এদিন স্কটিশদের ৩-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিল ক্রোয়েশিয়া ৷

নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারার পর চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধেও ড্র করে ক্রোয়েশিয়া ৷ তাই এই ম্যাচে জেতা ছাড়া আর কোনও উপায় ছিল না ক্রোটদের কাছে ৷ ম্যাচে দুর্দান্ত খেললেন মদ্রিচ, পেরিসিচরা ৷ গোলও করলেন তাঁরা ৷ ১৭ মিনিটে নিকোলা ভ্লাসিচের গোলে এগিয়ে যায় ক্রোটরা ৷ এরপর স্কটল্যান্ডের হয়ে ৪২ মিনিটে গোলশোধ করেন ক্যালাম ম্যাকগ্রেগর ৷ প্রথমার্ধ ১-১ থাকার পর দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মিনিট সতেরোর মধ্যেই গোল করেন মদ্রিচ ৷ এরপর ৭৭ মিনিটে পেরিসিচ আরও একটি গোল করে জয় নিশ্চিত করেন ক্রোয়েশিয়ার ৷

দুরন্ত জয়ের ফলে চেক প্রজাতন্ত্রকে টপকে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করল ক্রোয়েশিয়া ৷ দুই দলের পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে চেকদের টপকে নকআউটে মদ্রিচরা ৷