Indian Women Hockey Team|| মহিলা দলের কোচের ট্যুইটে পাল্টা ট্যুইট শাহরুখ খানের, কী বললেন কিং খান

#মুম্বই: রিলের কবীর খান আর রিয়েল লাইফের Sjoerd Marijne আজ মিলে মিশে একাকার৷ সোমবার সকালে ভারতীয় মহিলা হকি দল গড়েছে নজির৷ কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের টিকিট জোগাড় করেছেন ভারতের মেয়েরা৷ গুরজিৎ কৌরের গোলে ইতিহাস তৈরি করেছে ভারতীয় মেয়েরা৷ তারপর থেকেই চাখ দে সিনেমার উল্লেখ টেনে সকলেই এই কোচকে পর্দার কবীর খানের সঙ্গে তুলনা করেছেন৷

কোচ এমন একজন যিনি সঠিকভাবে শিক্ষা দিলে মোটিভেট করলে সবকিছু বদলে যায়৷ Sjoerd Marijne যেন ভারতীয় মহিলা হকিতে সেই জাদু কাঠির ছোঁওয়া৷ দল জেতার পরই তিনি ট্যুইট করে বাড়ির লোককে জানিয়ে দিয়েছেন ফিরতে আরও কিছুদিন দেরি হবে৷ মজার ছন্দে দিয়েছেন বড় বার্তা৷

যখন সকলেই এই কোচে মজে রয়েছেন তাই নয় খোদ বলিউড বাদশা ৷ তিনি কোচের ট্যুইট কানেক্ট করে নিজের ট্যুইট করেছেন৷ লিখেছেন বাড়ি ফিরতে দেরি হলে ক্ষতি নেই৷ তবে তিনি ধনতেরাসের আগেই সোনা নিয়ে আসতে লিখেছেন৷

একের পর এক ট্যুইট করেছেন নেটিজেনরা৷

সব মিলিয়ে ভারতীয় হকি দলের পারফরম্যান্স নিয়ে চরম উত্তেজনায় নেটিজেনরা৷ পাশাপাশি দেখে নিন ঐতিহাসিক ম্যাচে ভারতীয় মহিলা দলের অসামাণ্য পারফরম্যান্সের গোলটি৷


কবীর খান ও ভারতীয় মহিলা হকি দলের কোচ এখন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে৷