Tag Archives: Indian Hockey

Meet India’s Richest Hockey Player: হকি খেলেও বড়লোক হওয়া যায়! ভারতের মাটিতেই পারফরম্যান্স করে এত্ত সম্পত্তির মালিক, সুন্দরী স্ত্রী

Meet India's Richest Hockey Player: ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং, অসম্ভব দক্ষ এবং কুশলী এক হকি প্লেয়ার৷ এবারের অলিম্পিক্সে তিনি ১০ টি গোল করেছিলেন যা যে কোনও দেশের পুরুষ খেলোয়াড়দের মধ্যে গেমসের সবচেয়ে বেশি গোল৷
Meet India’s Richest Hockey Player: ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং, অসম্ভব দক্ষ এবং কুশলী এক হকি প্লেয়ার৷ এবারের অলিম্পিক্সে তিনি ১০ টি গোল করেছিলেন যা যে কোনও দেশের পুরুষ খেলোয়াড়দের মধ্যে গেমসের সবচেয়ে বেশি গোল৷
১৯৯৬ সালে অমৃতসরে জন্মেছিলেন তিনি৷ ভারতের সবচেয়ে বড়লোক হকি প্লেয়ার হয়েও তিনি বড়লোক হওয়ার ঔদ্ধত্য প্রকাশ করেন না৷ বরং ভীষণভাবে মাটিতে পা রেখে দলের সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে একেবারে সামনের থেকে নেতৃত্ব দেন তিনি৷
১৯৯৬ সালে অমৃতসরে জন্মেছিলেন তিনি৷ ভারতের সবচেয়ে বড়লোক হকি প্লেয়ার হয়েও তিনি বড়লোক হওয়ার ঔদ্ধত্য প্রকাশ করেন না৷ বরং ভীষণভাবে মাটিতে পা রেখে দলের সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে একেবারে সামনের থেকে নেতৃত্ব দেন তিনি৷
২০২৪ প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের অন্যতম রূপকার তিনিই৷ ভারতের জার্সিতে ২১৯ টি ম্যাচ খেলে ১৮৮ টি গোল রয়েছে তাঁর নামের পাশে৷
২০২৪ প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের অন্যতম রূপকার তিনিই৷ ভারতের জার্সিতে ২১৯ টি ম্যাচ খেলে ১৮৮ টি গোল রয়েছে তাঁর নামের পাশে৷
মাত্র ১৫ বছর বয়সে সুরজিৎ সিং হকি অ্যাকাডেমি থেকে যাত্রা শুরু করেন হরমনপ্রীত সিং৷ তিনি যে সুদক্ষ গোল স্কোরার কেরিয়ারের শুরু থেকে তাঁর ছাপ রাখতে শুরু করেন হরমনপ্রীত সিং, মালয়শিয়ায় সুলতান অফ জোহারস এ সেরা খেলোয়াড়ের সম্মান পান৷
মাত্র ১৫ বছর বয়সে সুরজিৎ সিং হকি অ্যাকাডেমি থেকে যাত্রা শুরু করেন হরমনপ্রীত সিং৷ তিনি যে সুদক্ষ গোল স্কোরার কেরিয়ারের শুরু থেকে তাঁর ছাপ রাখতে শুরু করেন হরমনপ্রীত সিং, মালয়শিয়ায় সুলতান অফ জোহারস এ সেরা খেলোয়াড়ের সম্মান পান৷
তাঁর পারফরম্যান্স সকলের দৃষ্টি আকর্ষণ করে নেয় তিনি দাবাং মুম্বই ৫১,০০০ ডলারে তাঁকে দলে তুলে নেয়৷ এই মুহূর্তে ৫ মিলিয়ন ডলারের মালিক তিনি৷ ভারতীয় টাকায় যার মূল্য ৪২ কোটি টাকা৷ তিনি ভারতের জার্সি গায়ে খুবই সফল পাশাপাশি হকি ইন্ডিয়া লিগেও সফল খেলোয়াড়৷
তাঁর পারফরম্যান্স সকলের দৃষ্টি আকর্ষণ করে নেয় তিনি দাবাং মুম্বই ৫১,০০০ ডলারে তাঁকে দলে তুলে নেয়৷ এই মুহূর্তে ৫ মিলিয়ন ডলারের মালিক তিনি৷ ভারতীয় টাকায় যার মূল্য ৪২ কোটি টাকা৷ তিনি ভারতের জার্সি গায়ে খুবই সফল পাশাপাশি হকি ইন্ডিয়া লিগেও সফল খেলোয়াড়৷
২০২০ অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে ১৫ লক্ষ টাকা প্রাইজ মানি পেয়েছিল ভারতীয় হকি দল, সেই দলের সদস্য ছিলেন হরমনপ্রীত সিং৷
২০২০ অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে ১৫ লক্ষ টাকা প্রাইজ মানি পেয়েছিল ভারতীয় হকি দল, সেই দলের সদস্য ছিলেন হরমনপ্রীত সিং৷
হরমনপ্রীত সিং বিবাহিত তাঁর স্ত্রীয়ের নাম অমনদীপ কউর৷ তাঁর একটি কন্যা সন্তান রয়েছে যাঁর নাম রুহানত৷
হরমনপ্রীত সিং বিবাহিত তাঁর স্ত্রীয়ের নাম অমনদীপ কউর৷ তাঁর একটি কন্যা সন্তান রয়েছে যাঁর নাম রুহানত৷

 

হকি বিশ্বকাপে আজ ব্রিটিশ বধের লক্ষ্যে ভারত, কঠিন ম্যাচ হরমন, হার্দিকদের

#ভুবনেশ্বর: ওড়িশার মাঠে বিশাল আয়োজন করেছে ভারতীয় হকি। রাউলকেল্লা পৃথিবীর সবচেয়ে বড় হকি স্টেডিয়াম তৈরি হয়েছে। তবে দীর্ঘ চার দশক পর ভারত বিশ্বকাপ জয় করতে পারবে কিনা বলবে সময়। হকিতে গত বছর ভারত ও ইংল্যান্ড মোট তিনবার মুখোমুখি হয়েছে। কমনওয়েলথ গেমসের গ্রুপ লিগের ম্যাচ ৪-৪ গোলে শেষ হয়। তারপর প্রো লিগের প্রথম লেগের ফল ৩-৩।

দ্বিতীয় লেগে ভারত জেতে ৪-৩ ব্যবধানে। বিশ্বকাপে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আত্মবিশ্বাসী গ্রাহাম রিড। তাঁর কথায়, স্পেনের বিরুদ্ধে ছেলেরা ভাল খেলেছে। বিশেষ করে ডিফেন্ডাররা নির্ভরতা দিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধেও একই পারফরম্যান্স আশা করছি। ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিংও মনে করছেন, ইংল্যান্ড খুবই শক্তিশালী প্রতিপক্ষ।

ভারতের সেরা ড্র্যাগ ফ্লিকার বলেন, ওদের হারাতে গেলে সেরা পারফরম্যান্স মেলে ধরতে হবে। সতীর্থদের সেটাই বলেছি। আমরা প্রতিটি ম্যাচ ধরে পরিকল্পনা করছি। ইংল্যান্ডের জন্যও আমাদের বিশেষ স্ট্র্যাটেজি রয়েছে। বিশেষ করে পেনাল্টি কর্নার কাজে লাগাতেই হবে। নিঃসন্দেহে এই স্কিলে ওদের থেকে এগিয়ে রয়েছি।

স্পেনের বিরুদ্ধে ছন্দে ছিলেন না হরমনপ্রীত। পাঁচটি পেনাল্টি কর্নারের মধ্যে একটিও কাজে লাগাতে পারেননি। সঙ্গে একটি পেনাল্টি স্ট্রোকও মিস করেছেন। হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে আত্মতুষ্ট নয় ভারত। বরং সতর্ক কোচ গ্রাহাম রিড।

তিনি বলেন, ‘রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে। ওরা স্পেনের থেকেও শক্তিশালী দল। র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড (৫) আমাদের থেকে এক ধাপ এগিয়ে। কমনওয়েলথ গেমসেই বুঝতে পেরেছি, ইংল্যান্ড কতটা কঠিন প্রতিপক্ষ। তবে রবিবার জিতলে কোয়ার্টার-ফাইনাল খেলার দিকে আরও একধাপ এগিয়ে যাব। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মিডফিল্ডকে বাড়তি দায়িত্ব নিতে হবে সেটা পরিষ্কার। এই ব্যাপারে রিমোট থাকবে মনপ্রীত এবং হার্দিক হাতে।

শক্তিশালী মিডফিল্ড এবং কুশলী ফরওয়ার্ড লাইন ভারতের শক্তি হকি বিশ্বকাপে, বলছেন কোচ রিড

#ভুবনেশ্বর: ঘরের মাঠে বিশ্বকাপ, ফেভারিট না হলেও ভারতীয় দলের ওপর চাপ থাকবে সেটা নিঃসন্দেহে বলা যায়। বিশেষ করে টোকিও অলিম্পিকে পদক জয়ের পর ভারতীয় হকি নিয়ে নতুন আশার সৃষ্টি হয়েছে। পি আর শ্রীজেশ নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে নামছে এবছর। গোল বাঁচানোর দায়িত্ত্ব তার কাধেই থাকবে। ব্যাঙ্গালুরুর সাই প্রশিক্ষণ কেন্দ্রে অনুশীলন করেছে ভারতীয় হকি দল।

মিড ফিল্ডের দায়িত্ত্বভার থাকবে মনপ্রীত সিং এবং সদ্য দলে ডাক পাওয়া বিবেক সাগর প্রসাদের কাছে। বিবেক চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের হয়ে খেলেননি। তবে তিনি এখন পুরোপুরি চোট মুক্ত। তাই তাকে রেখেই দল সাজাবেন ভারতীয় হকি কোচ। গ্রাহাম রিডের মূল অস্ত্র তার দলের ফরওয়ার্ডরা। আকাশদীপ ফর্মে আছেন এবং তার সতীর্থ হবেন অভিষেক এবং সুখজিত সিং।

আরও পড়ুন – হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে প্রত্যেক ভারতীয় খেলোয়াড় পাবেন এক কোটি! বিশাল ঘোষণা ওড়িশা সরকারের

ললিত উপাধ্যায় নিজের দিনে অপ্রতিরোধ্য হয়ে ওঠার ক্ষমতা রাখেন। এছাড়া ঘরের মাঠে হকি বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন ভারতীয় কোচ গ্রাহাম রিড। তার কথায়, ঘরের মাঠে দর্শকদের সামনে খেলা সর্বদাই সুবিধার। হকি বিশ্বকাপের মতন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেশ গুলি নিজেদের পূর্ণ শক্তির দলই নিয়ে ভারতে পা রাখছে।

আমাদের দলে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণ আছে,তাই টুর্নামেন্টে আমরা আশা করছি ভাল পারফর্ম করতে পারবো।টোকিও অলিম্পিক্স এ ব্রোঞ্জ পেয়েছিল ভারতীয় দল। শেষবার ১৯৭৫ সালে বিশ্বকাপে সফল হয়েছিল ভারতীয় দল। তাই ৪৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন হতে তৈরি ভারতীয় হকি দল।

তবে চ্যাম্পিয়ন হতে গেলে এবং বেলজিয়াম অথবা অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে পরে দেখা যখন হবে তখন মিডফিল্ড এবং ডিফেন্স যেমন শক্ত রাখতে হবে, তেমনই হাফ চান্স থেকে গোল করতে হবে। পেনাল্টি কর্নার অবশ্য হরমন ছাড়াও বরুণ কুমার এবং অমিত রহিদাস যথেষ্ট দক্ষ।

Virender Sehwag : ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ানরা আসলে চোর! মেয়েদের হকিতে আম্পায়ারিং নিয়ে রুদ্র মূর্তি সেহওয়াগ !

#লন্ডন: কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা হকি দলের সঙ্গে অবিচার হয়েছে তার সাক্ষী থেকেছে গোটা দেশ। ফিল্ড আম্পায়ার পেনাল্টি স্ট্রোক মিস হওয়ার পর স্টপ ওয়াচ চালু না হওয়ার অজুহাত দিয়েছিলেন। ভারতের গোলরক্ষক সবিতা পুনিয়া দুর্দান্ত সেভ করলেও আম্পায়ারের ভুল সিদ্ধান্তে স্বর্ণপদক এর আশা শেষ হয়ে গিয়েছে মেয়েদের হকিতে।

আরও পড়ুন – India vs Bangladesh : ফুটবলে বাংলাদেশকে গুনে গুনে পাঁচ গোল! পরবর্তী সুনীল ছেত্রীর খোঁজ পেয়ে গেল ভারত

যা দেখে প্রতিবাদ করতে ভুল করেননি বীরেন্দ্র সেহওয়াগ। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড খেলার মাঠে বরাবর এক চোখামো করে আসে স্পষ্ট জানিয়েছেন বীরু। সেহওয়াগ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পেনাল্টি মিস করল অস্ট্রেলিয়া, আর আম্পায়ার বললেন স্টপ ওয়াচ চালানো হয়নি। আজব ব্যাপার তো। তাহলে উনি কেন স্ট্রোক নেওয়ার সময় থামালেন না? দিনে দুপুরে ডাকাতি করা হয়েছে।

এরকম সিদ্ধান্ত একটা দলের মন ভেঙে দেয়। ক্রিকেটেও এরকম একচোখামো হত আগে। অনেক অন্যায়ের সিদ্ধান্ত দেওয়া হত ভারতের বিরুদ্ধে। যতদিন না আমরা ক্রিকেটে সুপার পাওয়ার হয়েছি, ততদিন অন্যায় সহ্য করতে হয়েছে ক্রিকেট দলকেও। আসলে ভারতের উত্থান এবং সাফল্য অনেকের গায়ে জ্বালা ধরায় আজও। তবে চিন্তা নেই। হকিতেও আমরা সুপার পাওয়ার হব। তারপর দেখে নেব কে কত বড় খিলাড়ি!

মেয়েরা দুর্দান্ত হকি খেলেছে। মন জিতে নিয়েছে। ওই ভুল সিদ্ধান্ত না হলে ম্যাচের রেজাল্ট অন্য রকম হতেও পারত। তবে মেয়েদের বলব তাদের সামনে এখনও পদক জয়ের সম্ভাবনা আছে। রবিবার সামনে নিউজিল্যান্ড। নিজেদের সবকিছু উজাড় করে দাও। ব্রোঞ্জ পদক জিতলেও কম নয়। গোটা দেশ তোমাদের দিকে তাকিয়ে থাকবে।

নিজে খেলোয়ার ছিলাম বলে জানি, পরিশ্রম করে অবিচারের শিকার হলেন কতটা খারাপ লাগে। কিন্তু এগুলো মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তবে ঘটনা ভুলে যেও না। মনের মধ্যে জেদ রেখে দাও। পরবর্তী সময় অস্ট্রেলিয়াকে যেখানে পাবে জবাব দেওয়ার চেষ্টা করবে। যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই।

রবিবার পদক নিয়ে ফের। মেয়েদের উদ্দেশ্য সেহওয়াগ বলেছেন একমাত্র যখন নিয়মিতভাবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে হারাতে পারবে তখন খারাপ সিদ্ধান্ত দেওয়ার আগে দশবার ভাববে আম্পায়াররা। এটাই সত্যি কথা।

Indian hockey : মেয়েদের হকিতে জোর করে হারানো হল ভারতকে, আম্পায়ার শেষ করলেন সোনার স্বপ্ন

#লন্ডন: টোকিও অলিম্পিকে প্রায় হাতের মুঠোয় এসেও পদক হাতছাড়া হয়েছিল গ্রেট ব্রিটেনের কাছে হেরে গিয়ে। তবুও ভারতীয় মেয়েদের লড়াইকে সেলাম জানিয়েছিল হকি দুনিয়া। এবার কমনওয়েলথ হকিতে দুর্দান্ত ছন্দে ছিল মেয়েরা। মনিকা, নবনিত, সেলিমা, গ্রেস প্রত্যেকে নিজেদের উজাড় করে দিয়েছেন। শক্তিশালী অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে আগাগোড়া লড়াই চালায় ভারত।

শেষ পর্যন্ত অবিচারের শিকার হয়ে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হয় সবিতা পুনিয়াদের। পরিস্থিতির নিরিখে এটা বলা মোটেও অন্যায় হবে না যে, মেয়েদের হকির সেমিফাইনাল ম্যাচে জোর করে হারানো হয় ভারতকে। অস্ট্রেলিয়া প্রথম কোয়ার্টারে গোল করে ১-০ লিড নেয়। ১০ মিনিটের মাথায় গোল করেন রেবেকা গ্রেইনার।

দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে কোনও গোল হয়নি। চতুর্থ তথা শেষ কোয়ার্টারে গোল করে ভারত ম্যাচে সমতা ফেরায়। বন্দনা কাটারিয়া ৪৯ মিনিটের মাথায় ভারতের হয়ে সমতাসূচক গোল করেন। নির্ধারিত ৬০ মিনিটের শেষে ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়ে যায়। ফলে লড়াই গড়ায় শুট-আউটে। বিতর্কিত ভাবে শুট-আউটে হারতে হয় ভারতকে।

পেনাল্টিতে অস্ট্রেলিয়ার প্রথম শটই বাঁচিয়ে দেন ভারতের গোলকিপার সবিতা পুনিয়া। তবে স্টপওয়াচ শুরু হয়নি, এমন কারণ দেখিয়ে পুনরায় শট নিতে বলা হয় অস্ট্রেলিয়াকে। পড়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া গোল করে যায়। শেষমেশ শুট-আউটে ০-৩ গোলে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় ভারতকে।

ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, ঘড়ি যখন শুরুই হয়নি, তখন ফিল্ড আম্পায়ার বাঁশি বাজিয়ে শুট-আউট শুরু করলেন কেন? কেনই বা সেই শট মাঝ পথেই থামিয়ে দেওয়া হল না? তাই এটা পরিষ্কার ম্যাচ অফিসিয়ালদের ভুল, যার মাশুল দিতে হয় ভারতকে। সেমিফাইনালে হারলেও ভারত ব্রোঞ্জ মেডেল ম্যাচে মাঠে নামার সুযোগ পাবে। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারতীয় মেয়েরা।

Indian hockey : হকিতে দুর্দান্ত জয় ভারতীয় মেয়েদের, ওয়েলসকে উড়িয়ে দিলেন বন্দনারা

ভারত -৩
ওয়েলস -১

#লন্ডন: টোকিও অলিম্পিকে খুব কাছাকাছি এসেও হাতছাড়া হয়েছিল পদক। ছেলেরা ইতিহাস তৈরি করলেও, মহিলা হকি দল ব্রিটেনের কাছে হেরে চতুর্থ স্থান অধিকার করেছিল। কিন্তু সারা দেশ গর্বিত হয়েছিল তাদের লড়াই দেখে। মাঝের সময়টায় ভারতের মহিলা হকি নিজেদের আরো উন্নত করেছে সেটা বোঝা যাচ্ছে এবারের কমনওয়েলথ গেমসে।

চলতি কমনওয়েলথ গেমসে অভিযানে ঘানার বিরুদ্ধে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ভারতীয় মহিলা হকি দল ওয়েলসের উপর প্রভাবশালী পারফরম্যান্সের গতি অব্যাহত রেখে জয় ছিনিয়ে নিল। বন্দনা কাটারিয়ার জোড়া গোল এবং গুরজিত কৌরের একটি গোল ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ভারতের।

প্রথম কোয়ার্টারে ভারতের খেলার শুরুটা মোটেও ভালো ছিল না কিন্তু দ্বিতীয় ১৫ মিনিটে গতি বাড়ায় ভারতের মেয়েরা। ২৬তম মিনিটে ড্র্যাগফ্লিক জালের পেছনে ডিফ্লেক্ট করে রক্ষণভাগ ভেঙে দেন কাটরিয়া। হাফ টাইমের আগে দারুন সুযোগে একটি অপ্রতিরোধ্য শটে স্কোরলাইন দ্বিগুন করেন কৌর।

তৃতীয় কোয়ার্টারের শেষ কয়েক সেকেন্ডে ওয়েলস একটি গোল শোধ করলেও। ভারত দ্রুত গোল তোলার জন্য ঝাঁপিয়ে পড়ে এবং কাটারিয়া আবারও বুদ্ধিমত্তার সঙ্গে বল জালে জড়িয়ে দেন। তৃতীয় ম্যাচে ২রা আগস্ট স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতের মহিলা হকি দল।

উদিতা, মনিকা, নেহা, সিয়ামিরা বল জমিতে রেখে আকর্ষণীয় আক্রমনাত্মক হকি তুলে ধরছেন। টোকিওর ভুল আর নয়। ডাচ মহিলা ম্যানেজার জ্যানেক শফম্যান নিশ্চিত পদক নিয়েই এবার ফিরবে ভারতের মেয়েরা।

Tokyo Olympics 2020: India vs Belgium: অলিম্পিক্স সেমিফাইনালে হকিতে কাঁটায় কাঁটায় টক্করেও হার, এবার লক্ষ্য ব্রোঞ্জ মেডেল ম্যাচ

#টোকিও: সোমবার সকাল থেকেই  টিভি ও মোবাইল স্ক্রিনে চোখ লাগিয়ে বসেছিলেন ভারতীয় হকি ফ্যানরা৷ ৪১ বছর বাদে দেশ অলিম্পক্সের সেমিফাইনালে (semifinal)! কিন্তু পেনাল্টি বক্সে ডিফেন্সের ভুলে গাদা গাদা পেনাল্টি কর্নার পায় বেলজিয়াম দল (India vs Belgium) আর তারই হাত ধরে সেমিফাইনালে ৫-২ গোলে ভারতকে হারিয়ে টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) ফাইনালে পৌঁছে গেল বেলজিয়াম৷ ভারতকে এবার খেলতে হবে ব্রোঞ্জ মেডেলের লক্ষ্যে৷

এদিন শুরুর প্রায় দু মিনিটের মধ্যেই প্রথমে গোল করে এগিয়ে যায় বেলজিয়াম৷ যদিও দেরি করেনি ভারত হরমনপ্রীতের গোলে সমতা ফেরায়৷ এর আট মিনিটের মধ্যে ফের গোল৷ এবার গোল করেন টিম ইন্ডিয়ার মনদীপ সিং৷ বিশ্ব মঞ্চে বিশ্বমানের প্রদর্শন এই তরুণের৷ ২-১ এগিয়ে প্রথম কোয়ার্টার শেষ করে ভারত৷

এরপর একের পর এক পেনাল্ট কর্নার পেতে থাকে বেলজিয়াম৷ গোলের নিচে পুরো টুর্নামেন্টের মতোই এদিনও শ্রীজেশের দক্ষতা অতুলনীয়৷ তবে নিজের দ্বিতীয় কোয়ার্টারে নিজেদের পঞ্চম পেনাল্টি কর্নারে গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা৷

তৃতীয় কোয়ার্টারে দুই দলই গোলের জন্য একের পর এক আক্রমণ শানায় কিন্তু গোলমুখ খুঁজে পায়নি কোনও পক্ষই৷ চতুর্থ কোয়ার্টারে বেলজিয়াম পেনাল্টি কর্নার থেকে গোল করে ফের এগিয়ে যায়৷ চতুর্থ কোয়ার্টারের সাত মিনিট বাকি থাকতে এবার পেনাল্টি পায় বেলজিয়াম৷ ফলে ফের একটি গোল৷ ৪-২ গোলে পিছিয়ে যায় ভারত৷ খেলার একদম শেষ মিনিটে আরও একটা গোল করে বেলজিয়াম৷ খেলার ফল দাঁড়ায় ৫-২৷  সেখান থেকে আর ফিরতে পারেনি টিম ইন্ডিয়া৷ এবার ভারতের লক্ষ্য হবে ব্রোঞ্জ মেডেল ম্যাচ জিতে হকিতে মেডেল খরা কাটানো৷

ভারতীয় পুরুষ হকি দল টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল৷ ১৯৮০ -র পর এবারই প্রথম ভারতীয় পুরুষ হকি দল শেষ চারে জায়গা করে নিয়েছে৷ দল কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের বিরুদ্ধে ৩-১ গোলে জেতে৷ ভারতীয় পুরুষ হকি দল সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্রে দীক্ষিত হয়েই নেমেছিল৷

অলিম্পিক্সে ইতিহাস তৈরি করেছিল ভারতীয় হকি দল৷ ১১ মেডেল জিতে আসে৷ ৮ টি সোনা জিতেছিল তারা৷ ১৯২৮, ১৯৩২, ১৯৩৬, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৬, ১৯৬৪, এবং ১৯৮০ সালে সোনা পায়৷ এছাড়া ১৯৬০ সালে রুপোর মেডেল পায় হকি দল৷ ১৯৬৮, ১৯৭২ সালে ব্রোঞ্জও পেয়েছিল টিম ইন্ডিয়া৷ কিন্তু গত ৪১ বছরে কোনও মেডেল আসেনি অলিম্পিক্স থেকে৷ ভারতীয় দল এই লম্বা মেডেল খরা এবার শেষ করতে বদ্ধপরিকর৷ টোকিও ভারত এখনও অবধি ৬ টি ম্যাচ খেলেছে এবং ৫ টি জিতেছে৷ একটি ম্যাচ তারা হেরেছে সেটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷ এদিনের জয় পরপর চারটি ম্যাচ জিতল তারা৷

এদিকে বেলজিয়ামের কথা বললে তারা এখনও অবধি হকি অলিম্পিক্সে কখনও সোনার পদক জেতেনি৷ তাঁরা দুটি মেডেল পেয়েছে, ২০১৬ তে রিও অলিম্পিক্সে রুপো পেয়েছে এবং ১৯২০ তে তারা ব্রোঞ্জ জিতেছিল৷ তবে এবারের অলিম্পিক্সে তারা একটিও ম্যাচ হারেনি বেলজিয়াম৷ ৬টি ম্যাচের ৫ টি ম্যাচ জিতেছে তারা, একটি ড্র করেছে৷ কিন্তু অলিম্পিক্স মেডেলের হিসেবে ভারতীয় হকি দল বহুগুণে এগিয়ে আছে পুরনো পরিসংখ্যানের ভিত্তিতে৷ ব্রিটেন , বেলজিয়ামের সঙ্গে ২-২ ড্র করেছিল৷ সেই ব্রিটেনকে হারিয়েই শেষ চারে জায়গা করে নিয়েছে ভারতীয় হকি দল৷

Indian Women Hockey Team|| মহিলা দলের কোচের ট্যুইটে পাল্টা ট্যুইট শাহরুখ খানের, কী বললেন কিং খান

#মুম্বই: রিলের কবীর খান আর রিয়েল লাইফের Sjoerd Marijne আজ মিলে মিশে একাকার৷ সোমবার সকালে ভারতীয় মহিলা হকি দল গড়েছে নজির৷ কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের টিকিট জোগাড় করেছেন ভারতের মেয়েরা৷ গুরজিৎ কৌরের গোলে ইতিহাস তৈরি করেছে ভারতীয় মেয়েরা৷ তারপর থেকেই চাখ দে সিনেমার উল্লেখ টেনে সকলেই এই কোচকে পর্দার কবীর খানের সঙ্গে তুলনা করেছেন৷

কোচ এমন একজন যিনি সঠিকভাবে শিক্ষা দিলে মোটিভেট করলে সবকিছু বদলে যায়৷ Sjoerd Marijne যেন ভারতীয় মহিলা হকিতে সেই জাদু কাঠির ছোঁওয়া৷ দল জেতার পরই তিনি ট্যুইট করে বাড়ির লোককে জানিয়ে দিয়েছেন ফিরতে আরও কিছুদিন দেরি হবে৷ মজার ছন্দে দিয়েছেন বড় বার্তা৷

যখন সকলেই এই কোচে মজে রয়েছেন তাই নয় খোদ বলিউড বাদশা ৷ তিনি কোচের ট্যুইট কানেক্ট করে নিজের ট্যুইট করেছেন৷ লিখেছেন বাড়ি ফিরতে দেরি হলে ক্ষতি নেই৷ তবে তিনি ধনতেরাসের আগেই সোনা নিয়ে আসতে লিখেছেন৷

একের পর এক ট্যুইট করেছেন নেটিজেনরা৷

সব মিলিয়ে ভারতীয় হকি দলের পারফরম্যান্স নিয়ে চরম উত্তেজনায় নেটিজেনরা৷ পাশাপাশি দেখে নিন ঐতিহাসিক ম্যাচে ভারতীয় মহিলা দলের অসামাণ্য পারফরম্যান্সের গোলটি৷


কবীর খান ও ভারতীয় মহিলা হকি দলের কোচ এখন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে৷