IPL 2022: একেবারে আকাশে লাফ, কেএল রাহুলের ক্যাচ স্পাইডারম্যানের কায়দায় ধরলেন

#মুম্বই: কেএল রাহুল  (KL Rahul) ফের একবার শানদার ইনিংস খেলে লখনউ সুপার জায়ন্টসের স্কোরকে দারুণ জায়গায় পৌঁছে দেন৷ দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে (DC vs LSG) প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৫ রান করেন৷ রাহুল ৫১ বলে ৭৭ রান করে আক্রমণাত্মক ইনিংস খেলেন৷ ৪ টিচার ও ৫ টি ছক্কা হাঁকান৷ এর সঙ্গে তিনি বর্তমান মরশুমে ৪০০ রান পুরো করে নেন৷ এছাড়া দীপক হুডা ৩৪ বলে ৫২ রান করেন৷ বর্তমান মরশুমে এটা তাঁর তৃতীয় অর্ধশতক করেন৷ দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে ৬ রানে ম্যাচ জিততে যায়৷ ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ ফ্লপ হলেও মিচেল মার্শ ও ঋষভ পন্থ চেষ্টা করলেও দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না৷

কেএল রাহুল টি টোয়েন্ট লিগের বর্তমান মরশুমে ২ টি শতরান ও ২ টি অর্ধশতরান করে ফেলেছেন৷ রবিবারও আরও একটি শতরান তাঁর ব্যাট থেকে আসতেই পারত৷ কারণ তিনি ৭৭ রানে আউট হন৷  ললিত যাদবের একটা উড়ন্ত ফিল্ডিং তাঁর ইনিংসকে প্যাকআপ করে দেয়৷ ১৯ তম ওভারের চতুর্থ বলে রাহুল পয়েন্টে একটা বড় শট খেলেন৷ ললিত যাদব হাওয়ায় বাউন্ডারিতে শানদার ক্যাচ ধরেন৷ যদি তিনি ক্যাচটা উড়ে না ধরতে পারতেন তাহলে ছক্কা হয়ে যেত৷ রাহুল আউটের জন্য লখনউ সুপার জায়ন্টসের রান ২০০ পেরোতে পারেনি৷

শুধু শার্দুল ঠাকুরের উইকেট

আরও পড়ুন – বাবা রে PV Sindhu এত্তটা রাগ করতে পারেন, তেড়েমেড়ে গেলেন…দেখুন ভাইরাল ভিডিও

ম্যাচে দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক ঋষভ পন্থ ৬ বোলারকে ব্যবহার করেন৷ কিন্তু পেসার শার্দুল ঠাকুর ছাড়া আর কোনও উইকেট নিতে পারেননি৷ ৪ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন৷ বাঁহাতি পেসার চেতন সাকরিয়া সবচেয়ে রান দেওয়া বোলার হন৷ তিনি ৪ ওভারে ৪৪ রান দেন৷ অফ স্পিনার ললিত যাদব এক ওভারে ১৬ রান দেন৷ বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটে টাইট বোলিং করেন৷ ৪ ওভারে তিনি ২৫ রান দেন৷

এই ম্যাচ দিল্লি ক্যাপিটাল্সের জন্য দারুণ গুরুত্বপূর্ণ ছিল৷ এই লড়াইতে প্রথমে দল ৮ -র মধ্যে ৪ টি জিতেছিল৷ এদিনের পর সেই ম্যাচ ৫ টি হার হল৷