IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে জমাটি শুরু ভারতের, জোড়া অর্ধশতরান শিখর-শুভমানের

#অকল্যান্ড: ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand)  মধ্যে প্রথম একদিনের ম্যাচ শুক্রবার খেলা হচ্ছে অকল্যান্ডে। ইডেন পার্কে এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। শিখর ধাওয়ানের অধিনায়কত্বে ভারতীয় দল কার্যত তরুণ ব্রিগেডকে নিয়ে মাঠে নেমেছে। ভারতের জার্সিতে এই ম্যাচে অভিষেক ঘটল তরুণ অর্শদীপ সিং এবং উমরান মালিকের।

তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে চোটের জন্য খেলতে না পারলেও এই ম্যাচে কেন উইলিয়ামসন ফের নিউজিল্যান্ড দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন। এদিন অবশ্য ম্যাচ শুরুতে ভারতীয় দলকে বিশেষ ধাক্কা দিতে পারেনি নিউজিল্যান্ড।

 

আরও পড়ুন –  Neymar Injury: পায়ের চোট ‘ডিরেক্ট ট্রমা’ জানালেন ব্রাজিলের চিকিৎসক, নেইমারের চোট নিয়ে মুখ খুললেন তিতেও

 

শিখর ধাওয়ান ও শুভমান গিল দুই ওপেনারই স্বচ্ছন্দ্য ছিলেন৷ দুজনেই অর্ধশতরান করে ফেলেন৷

 

এদিকে এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও জয় পেয়েছে টিম ইন্ডিয়া৷ বৃষ্টি বিঘ্নিত একদিনের সিরিজে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দল ১-০ সিরিজ জেতে৷ প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর শেষ ম্যাচও বৃষ্টির কারণে টাই হয়েছিল৷ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ভারত জিতে থাকায় সিরিজ জিতে যায় টিম ইন্ডিয়া৷

এদিকে একদিনের বিশ্বকাপের লক্ষ্যেই এই সিরিজগুলিকে প্রস্তুতি হিসেবে দেখছে টিম ইন্ডিয়া৷