Viral Video: ছাগলছানার মুখে মানুষের ছায়া! অবাক কাণ্ড মধ্যপ্রদেশে

ভোপাল: জন্ম এবং মৃত্যু জীবনের দুই অমোঘ সত্য। আর তারই সঙ্গে সত্য হল এই জীবদেহ। কোন আজব খেয়ালে প্রকৃতি গড়ে দেয় প্রাণীর শরীর তা কেউ জানে না। বিজ্ঞান যতই রহস্য উন্মোচনের চেষ্টা করুক প্রকৃতি বার বার ফাঁকি দিয়ে যায়।

তাই আজও অদ্ভুত চিকিৎসা পরিস্থিতির সম্মুখীন হয় মানুষ। অন্য প্রাণীর চিকিৎসার ক্ষেত্রেও মানুষের এমন অভিজ্ঞতা হয়েই থাকে। এমন অনেক ঘটনার সাক্ষী থাকতে হয় আমাদের। অদ্ভুত দর্শন মানবশিশুর জন্ম হয়। আবার অদ্ভুতদর্শন অন্য প্রাণীও জন্ম নেয়। তেমনই একটি ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে।

গত ১১ নভেম্বর থেকে মধ্যপ্রদেশের একটি ছাগলছানাকে নিয়ে আপাতত সরগরম নেট দুনিয়া। ভাইরাল হয়েছে ভিডিও। সে দিন ছানাটির জন্ম হয়েছিল। বিকৃত শরীর নিয়ে জন্মানো ওই ছাগলছানাটির মুখাবয়ব বিশেষত চোখের গড়ন যেন অনেকটাই পূর্ণবয়স্ক মানুষের মতো। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বিদিশা জেলার সিরঞ্জ তহসিলের সেমাল খেদি গ্রামে ওই ছাগশিশুটির জন্ম হয়।

আরও পড়ুন– কালিয়াচকে উদ্ধার বিপুল পরিমাণ কচ্ছপের দেহাংশ ! গ্রেফতার বন্যপ্রাণী পাচার চক্রের ৩ চাঁই

ডেইলি স্টারের তরফে জানান হয়েছে, ছাগলছানাটি মুখাবয়বে মানুষের মিল থাকায় প্রথমে হতবাক হয়ে যান এলাকার বাসিন্দারা। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, ছাগশিশুটির চোখ অনেকটাই মানুষের মতো। এমনকী মুখগহ্বরও সাধারণ ছাগলের আকৃতির সঙ্গে মেলে না। নিচের চোয়াল বড়, অনেকটা মানুষের থুতনির মতো। নাসারন্ধ্রের আকৃতিও অনেকটা মানুষের নাকের মতো। এর সঙ্গে চোখের চারপাশে একটি কালো বলয়ও দেখা গিয়ছে। যেন অনেকটা চশমার মতো। মাথার উপরেও খানিকটা স্ফীতি লক্ষ্য করা গিয়েছে। ফলে বোঝাই যায় ভ্রূণের গঠনে কোনও সমস্যা ছিল।

ট্যুইটারে ভাইরাল হওয়া ভিডিওয়ে দেখা গিয়েছে বেশ কিছু মানুষ সিরিঞ্জে করে দুধ খাওয়ানোর চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দা নবাব খান সম্প্রতি খামার শুরু করেছেন। তাঁর কাছে রয়েছে একটি মহিষ এবং সাতটি ছাগল। এই পরিবারে প্রথম কোনও ছাগশিশুর জন্ম হল। কিন্তু এই অস্বাভাবিক শিশুর জন্মের খবর এলাকায় চাউর হয়ে যেতে ভিড় বাড়তে শুরু করে নবাবের বাড়িতে।

পশুচিকিৎসক মানব সিংয়ের মতে, ছাগলের এই শারীরিক অবস্থাকে ‘হেড ডিসপেপসিয়া’ বলা হয়। বিষয়টি নিতান্তই বিরল। প্রায় ৫০ হাজার পশুর মধ্যে একটি এই ব্যাধিতে আক্রান্ত হতে পারে। তবে ছাগলের চেয়ে বেশি গরুর মধ্যে এই জাতীয় সমস্যা বেশি দেখা যায়।

আরও পড়ুন– ডেলিভারির পর থেকেই যোনি থেকে প্রবল রক্তপাতে জেরবার; সদ্য প্রসূতিকে নতুন জীবন দিল কলকাতার হাসপাতাল

এই সমস্যার ফলে ভ্রূণের মাথা ফুলে যায় যাকে ‘হাইড্রোসেফালাস’ বলা হয়। মূলত দু’টি কারণে এই সমস্যা হতে পারে—

গর্ভাবস্থায় ভিটামিন এ-র অভাব অথবা গর্ভাবস্থায় ভুল ওষুধের প্রয়োগ। হাইড্রোসেফালাস হওয়ার অর্থই হল মস্তিষ্কে অত্যধিক তরল উপস্থিত রয়েছে। হয় নিষ্কাশনের সমস্যা রয়েছে। অথবা তা অতিরিক্ত উৎপাদন হচ্ছে।