Tag Archives: Sikhar Dhawan

IND vs NZ: ফ্লপ শো পন্থের, পারলেন না সূর্যকুমার, ব্যাট হাতে ঝোড়ো শ্রেয়স আইয়ার

#অকল্যান্ড: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুম করে ফ্লপ সূর্য কুমার যাদব। টি টোয়েন্টি বিশ্বকাপ এবং তারপরে কিউয়িদের বিরুদ্ধেই দারুণ ফর্মে ছিলেন কিন্তু প্রথম ওডিআইতে মাত্র ৪ রান করে আউট হয়ে যান তিনি। ফ্লপ শো জারি রয়েছে ঋষভ পন্থের। তিনি মাত্র ১৫ রান করেন৷  তবে ব্যাট হাতে ঝকঝকে শিখর ধাওয়ান, শুভমান গিল এবং শ্রেয়স আইয়ার৷

তিন ক্রিকেটারই এদিন অর্ধশতরান করে ফেলেছেন৷ শিখর ধাওয়ান ৭৭ বলে ৭২ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ১৩ টি চার দিয়ে৷ ৬৫ বলে ৫০ করে আউট হন শুভমান গিল৷ তাঁর ইনিংস সাজানো ৩ টি ছক্কা ও একটি চার দিয়ে৷  এদিকে সঞ্জু স্যামসন ৩৬ রান করে আউট হন৷

 

 

ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand)  মধ্যে প্রথম একদিনের ম্যাচ শুক্রবার খেলা হচ্ছে অকল্যান্ডে। ইডেন পার্কে এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। শিখর ধাওয়ানের অধিনায়কত্বে ভারতীয় দল কার্যত তরুণ ব্রিগেডকে নিয়ে মাঠে নেমেছে। ভারতের জার্সিতে এই ম্যাচে অভিষেক ঘটল তরুণ অর্শদীপ সিং এবং উমরান মালিকের।

 

আরও পড়ুন –  Weather Update: শীতের ছোট ইনিংস জারি, কলকাতায় আরও নামবে তাপমাত্রা, শীতের নাচন ভালই

 

তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে চোটের জন্য খেলতে না পারলেও এই ম্যাচে কেন উইলিয়ামসন ফের নিউজিল্যান্ড দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন। এদিন অবশ্য ম্যাচ শুরুতে ভারতীয় দলকে বিশেষ ধাক্কা দিতে পারেনি নিউজিল্যান্ড।

 

আরও পড়ুন –  Neymar Injury: পায়ের চোট ‘ডিরেক্ট ট্রমা’ জানালেন ব্রাজিলের চিকিৎসক, নেইমারের চোট নিয়ে মুখ খুললেন তিতেও

 

শিখর ধাওয়ান ও শুভমান গিল দুই ওপেনারই স্বচ্ছন্দ্য ছিলেন৷ দুজনেই অর্ধশতরান করে ফেলেন৷

 

এদিকে এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও জয় পেয়েছে টিম ইন্ডিয়া৷ বৃষ্টি বিঘ্নিত একদিনের সিরিজে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দল ১-০ সিরিজ জেতে৷ প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর শেষ ম্যাচও বৃষ্টির কারণে টাই হয়েছিল৷ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ভারত জিতে থাকায় সিরিজ জিতে যায় টিম ইন্ডিয়া৷

এদিকে একদিনের বিশ্বকাপের লক্ষ্যেই এই সিরিজগুলিকে প্রস্তুতি হিসেবে দেখছে টিম ইন্ডিয়া৷

IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে জমাটি শুরু ভারতের, জোড়া অর্ধশতরান শিখর-শুভমানের

#অকল্যান্ড: ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand)  মধ্যে প্রথম একদিনের ম্যাচ শুক্রবার খেলা হচ্ছে অকল্যান্ডে। ইডেন পার্কে এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। শিখর ধাওয়ানের অধিনায়কত্বে ভারতীয় দল কার্যত তরুণ ব্রিগেডকে নিয়ে মাঠে নেমেছে। ভারতের জার্সিতে এই ম্যাচে অভিষেক ঘটল তরুণ অর্শদীপ সিং এবং উমরান মালিকের।

তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে চোটের জন্য খেলতে না পারলেও এই ম্যাচে কেন উইলিয়ামসন ফের নিউজিল্যান্ড দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন। এদিন অবশ্য ম্যাচ শুরুতে ভারতীয় দলকে বিশেষ ধাক্কা দিতে পারেনি নিউজিল্যান্ড।

 

আরও পড়ুন –  Neymar Injury: পায়ের চোট ‘ডিরেক্ট ট্রমা’ জানালেন ব্রাজিলের চিকিৎসক, নেইমারের চোট নিয়ে মুখ খুললেন তিতেও

 

শিখর ধাওয়ান ও শুভমান গিল দুই ওপেনারই স্বচ্ছন্দ্য ছিলেন৷ দুজনেই অর্ধশতরান করে ফেলেন৷

 

এদিকে এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও জয় পেয়েছে টিম ইন্ডিয়া৷ বৃষ্টি বিঘ্নিত একদিনের সিরিজে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দল ১-০ সিরিজ জেতে৷ প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর শেষ ম্যাচও বৃষ্টির কারণে টাই হয়েছিল৷ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ভারত জিতে থাকায় সিরিজ জিতে যায় টিম ইন্ডিয়া৷

এদিকে একদিনের বিশ্বকাপের লক্ষ্যেই এই সিরিজগুলিকে প্রস্তুতি হিসেবে দেখছে টিম ইন্ডিয়া৷

Sikhar Dhawan Injury: বল মিসটাইমিং, বল লাগল সোজা যৌনাঙ্গে, মাঠে পড়ে গেলেন শিখর ধাওয়ান, তারপর…

#মুম্বই: পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (PKBS vs SRH) আইপিএল ২০২২ (IPL 2022)-র ম্যাচে শুরুতেই চমক ছিল৷ অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) শিখর ধাওয়ান (Sikhar Dhawan) টস করতে নামেন৷ পঞ্জাব কিংসের অধিনায়ক কি তাহলে ফর্মের জন্য বাদ, এই নিয়ে যখন কথা উঠছে তখন শিখর ধাওয়ান জানিয়ে দেন, যে ময়ঙ্ক আগরওয়ালের পায়ের আঙুলে চোট থাকার জন্য তিনি দলে নেই৷ কিন্তু এই ম্যাচে চমকের যদি কথা ওঠে তাহলে এটা পিকচারের ট্রেলর ছিল৷ শিখর ধাওয়ানের অধিনায়ক হিসেবে শুরুটা ভাল হল না৷ ব্যাট করতে নেমেই   চোট পান শিখর ধাওয়ান৷  তিনি  মাত্র ৮ রান করে আউট হন৷ তার আগে ভুবনেশ্বর কুমারের বলে যৌনাঙ্গে চোট (Sikhar Dhawan Injury) পান৷

এদিন ময়ঙ্ক আগরওয়ালের জায়গায় পঞ্জাবের হয়ে খেলেন প্রভমন সিং খেলতে নামেন৷ এদিকে তাঁর সঙ্গে ওপেন করতে নেমে শিখর ধাওয়ান নিজ মারাত্মক চোট পেয়ে যান৷

আরও পড়ুন – ‘এত গরমে বল করতে অসুবিধা হবে না’… কমেন্টেটরদের প্রশ্নের উত্তরে সোজ উত্তর উমরান মালিকের

পাওয়ার প্লে-র প্রথম ওভারে ব্যাট করতে নেমে অধিনায়ক শিখর ধাওয়ান  (Shikhar Dhawan)  তৃতীয় বলে শানদার চার রান মারেন৷ কিন্তু এরপর ভুবনেশ্বরের ওভারের দ্রুত আসা বলের গতি মিস জাজ করেন আর ফলস্বরূপ তা ওঁর যৌনাঙ্গে ধাক্কা মারে৷ চোট লাগার পরেই ব্যাথায় কাতরাতে  শুরু করেন৷ তাঁর এভাবে চোটের কারণে মাটিতে লুটিয়ে পড়ার ঘটনায় বহুক্ষণ ম্যাচ বন্ধ থাকে৷

ফের কিছুক্ষণ বাদে শিখর ধাওয়ান সুস্থ হয়ে উঠে দাঁড়ালে ম্যাচ শুরু হয়৷ ম্যাচ শুরু হলে ফের ব্যাট চালানোর চেষ্টা করেন৷ কিন্তপ তিনি মাত্র ৮ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান৷ তৃতীয় ওভারের চতুর্থ বলে ভুবনেশ্বর কুমারের শিকার হন শিখর ধাওয়ান৷ এই বল ব্যাক অফ লেংথ গেম ছিল, সেটা এগিয়ে এসে মারতে চেষ্টা করতে গিয়ে অনসাইডে মারার চেষ্টা করতেন৷ যেটা সঠিক হয়নি৷ ফলে ভুবনেশ্বর কুমারের ওভারে গব্বর আউট হয়ে যান৷ ব্যাটের কানা লেগে মিজ অনের ক্রিকেটারের হাতে ধরা দেন৷

এদিকে এদিনের ম্যাচে পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে ১০ উইকেট খুইয়ে ১৫১ রান করে৷ দলের হয়ে সর্বোচ্চ লিয়াম লিভিংস্টোন ৬০ রান করেন৷ এই রান তাড়া করতে নেমে ৩ উইকেট খুইয়ে ১৫২ রান করে ফেলে৷ মাত্র ১৮.৫ ওভারেই তারা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২৭ বলে সর্বোচ্চ ৪১ রান করেন৷

India vs Sri Lanka T20: সূর্য, ভুবির দুরন্ত ফর্ম, শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত

#কলম্বো: সামনেই টি-২০ বিশ্বকাপ। তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ। স্বাভাবিকভাবেই এই সিরিজে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কড়া নজর রাখবে। আর তাই ক্রিকেটারদের পারফর্ম তাগিদ থাকবে অনেকটাই বেশি। এমনিতেই ব-কলমে বি টিম নিয়ে শ্রীলঙ্কায় গিয়েছে টিম ইন্ডিয়া। তবে সেই দল নিয়েই শ্রীলঙ্কাকে একদিনের ক্রিকেটে হারিয়েছে ভারতীয় দল। যদিও শ্রীলঙ্কার ক্রিকেটের দৈন্য দশা চলছেই। দাশুন শনকার দল কিছুতেই বিশ্ব ক্রিকেটে নিজেদের মেলে ধরতে পারছে না। শ্রীলঙ্কার ক্রিকেটের এই দুর্দশা নিয়ে রণতুঙ্গা, সঙ্গাকরারাও চিন্তায়। ভারতের বি টিম-এর বিরুদ্ধে হারের পর তাঁদের চিন্তা হয়তো আরও কিছুটা বাড়বে। কারণ একদিনের সিরিজ জয়ের পর টি-২০ সিরিজেরও প্রথম ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া।

ক্রিকেটের ধরণ বদলেছে। এখন ক্রিকেটের ছোট ফরম্য়াটে কোনও দল ২০০-র বেশি রান করলেও জয়ের ব্যাপারে নিশ্চিত হতে পারে না। এদিন টিম ইন্ডিয়া অবশ্য মাত্র ১৬৪ রানের পুঁজি নিয়েও ম্যাচ জিতে নিল। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছিল ভারত। ১৮.৩ ওভারে ১২৬ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। এদিন ভুবনেশ্বর কুমার চার উইকেট তুলে নিলেন। দীপক চাহার এদিন পেলেন দুটি উইকেট। একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতেছিল ভারতীয় দল। তবে সিরিজের শেষ ম্যাচটি হারে টিম ইন্ডিয়া। টি-২০ সিরিজের শুরুটা অবশ্য ভারতীয় দলের জন্য ভালই হল। এদিন ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন অধিনায়ক শিখর ধাওয়ান। সূর্যকুমার যাদব করলেন ৩৪ বলে ৫০। তবে ওপেনার পৃথ্বী শ এদিন খাতা খুলতে পারেননি।

Ind vs SL: অধিনায়ক শিখর ধাওয়ান নিজেই নিলেন সেলফি, শ্রীলঙ্কা পৌঁছল ভারত

#কলম্বো: ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার  (India vs Sri Lanka) রাজধানী কলম্বোতে পৌঁছে গেল৷ ভারতীয় দল শ্রীলঙ্কায় ১৩ জুলাই থেকে ওয়ানডে সিরিজ খেলবে৷ তারপর তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ হবে৷ অভিজ্ঞ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) নিজের স্টোরিতে কলম্বো পৌঁছে যাওয়ার খবর শেয়ার করেন৷

চার সপ্তাহের জন্য ভারতীয় দল ৬ জন নতুন ক্রিকেটার শামিল হয়েছেন৷ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি টেস্ট দলের সঙ্গে এই মুহূর্তে ইংল্যান্ড সফরে রয়েছেন৷ অন্যদিকে শিখর ধাওয়ানের নেতৃত্বে ও ভুবনেশ্বর কুমারের সহ অধিনায়কত্বে দল পৌঁছেছে৷ রাহুল দ্রাবিড় এই দলের কোচ৷

বিসিসিআই  শ্রীলঙ্কা  সফরের জন্য ২০ জন ক্রিকেটার বাছা হয়েছিল৷ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, স্পিনার জুটি কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল স্থান পেয়েছেন৷ এছাড়া দেবদত্ত পডিক্কাল, পৃথ্বী শ, নীতিশ রাণা, রতুরাজ গায়কোয়াড়,  চেতন সকরিয়া রয়েছেন৷ উইকেট রক্ষক হিসেবে রয়েছেন ইশান কিশান, সঞ্জু স্যামসন গেছেন৷ ভারতীয় দল নিজেদের মধ্যে দুটি দল বানিয়ে অনুশীলন ম্যাচ খেলছে৷

শ্রীলঙ্কা সফরের জন্য দল – শিখর ধাওয়ান, পৃথ্বী শ, দেবদত্ত পডিক্কল, ঋতুরাজ গায়কোয়াড়, সূর্য কুমার যাদব, মনীষ পান্ডে, হার্দিক পান্ডিয়া, নীতিশ রাণা, ইশান কিশান, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, কে গৌতম, ক্রুণাল পান্ডিয়া, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, নবদীপ সাইনি, চেতন সকারিয়া৷

নেট বোলার- ইশান পোরেল, সন্দীপ ওয়ারিয়র, অর্শদীপ সিং,সাই কিশোর, সিমরজিত সিং

ভারত-শ্রীলঙ্কা সিরিজ

ওয়ান ডে -র প্রথম ম্যাচ ১৩ জুলাই, দ্বিতীয় একদিনের ম্যাচ ১৬ জুলাই, তৃতীয় ম্যাচ ১৮ জুলাই হবে৷ ভারত বনাম শ্রীলঙ্কা -র মধ্যে টি টোয়েন্টি সিরিজ ২১ জুলাই থেকে হবে৷ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ২৩ জুলাই এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ২৫ জুলাই৷ এই টুর্নামেন্টের ৬ টি ম্যাচই কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হবে৷

Indian Cricket Team-র জার্সিতে নয়া দায়িত্বে Sikhar Dhawan, কী বললেন গব্বর সিং

#মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের বিশ্বস্ত ওপেনার, ধামাকা ব্যাটসম্যান, এইসবের পর এবার একেবারে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব৷ শ্রীলঙ্কা সফরের জন্য অভিজ্ঞ শিখর ধাওয়ানের হাতে নেতৃত্বের ব্যাটন দেওয়া হতে পারে এই জল্পনা আগে থেকেই ছিল৷ এবার আর বৃহস্পতিবার রাতে সেই সিদ্ধান্তেই সিলমোহর দিয়ে একঝাঁক তরুণের দলকে শ্রীলঙ্কায় পাঠাচ্ছে বিসিসিআই৷

এবার এই দায়িত্ব পেয়ে শিখর ধাওয়ান স্বাভাবিকভাবেই দারুণ খুশি৷ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি ট্যাগলাইন দিয়েছেন, ‘‘ Humbled by the opportunity to lead my country ?? Thank you for all your wishes ’’- অর্থাৎ – ‘‘দেশের অধিনায়কত্ব করার এই সুযোগ পেয়ে কৃতার্থ, আপনাদের সকলের শুভেচ্ছার জন্য ধন্যবাদ৷

 

View this post on Instagram

 

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial)

 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত সীমিত ওভারের ক্রিকেটের জন্য দল ঘোষণা করল৷ সেখানে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) নেতৃত্বে একদিনের ম্যাচ ও টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল৷ বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) ইংল্যান্ড সফরে রয়েছেন ৷ তাই তাঁদের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হচ্ছে৷ ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) দলের ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন৷ দলে এক ঝাঁক নতুন মুখ৷

মিডল অর্ডার ব্যাটসম্যান নীতিশ রাণা, অলরাউন্ডার কে গৌথাম, ওপেনিং ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড, ফাস্ট বোলার চেতন শাকারিয়া রয়েছেন৷ দেবদত্ত পাডিক্কাল অন্য ওপেনার ব্যাটসম্যান৷ এছাড়াও দলে রয়েছেন ইশান পোড়েল, সন্দীপ ওয়ারিয়র, আর্শদীপ সিং, সাই কিশোর, সিমরজিৎ সিংকে নেট বোলার হিসেবে নেওয়া হয়েছে৷

অভিজ্ঞ জোরে বোলার ভুবনেশ্বর কুমার বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন৷ এই দলে রয়েছেন দীপক চাহার, নভদীপ সাইনি, ও নবাগত সাকারিয়া৷

স্পিনার হিসেবে যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, কুলদীপ যাদব থাকছেন , অলরাউন্ডার হিসেবে নাম সামনে আসছে হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, কে গৌথমের৷

দলের দুই উইকেটরক্ষক সঞ্জু স্যামসন ও ইশান কিষাণ৷ দেখে নিন পুরো দল- Shikhar Dhawan (c), Prithvi Shaw, Devdutt Padikkal, Ruturaj Gaikwad, Suryakumar Yadav, Manish Pandey, Hardik Pandya, Nitish Rana, Ishan Kishan (wk), Sanju Samson (wk), Yuzvendra Chahal, Rahul Chahar, K Gowtham, Krunal Pandya, Kuldeep Yadav, Varun Chakravarthy, Bhuvneshwar Kumar (vc), Deepak Chahar, Navdeep Saini, Chetan Sakariya.

শিখর ধাওয়ানের নেতৃত্বে হবে India vs Sri Lanka-র সীমিত ওভারের লড়াই, দেখুন পুরো স্কোয়াড

#মুম্বই: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত সীমিত ওভারের ক্রিকেটের জন্য দল ঘোষণা করল৷ সেখানে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) নেতৃত্বে একদিনের ম্যাচ ও টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল৷ বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) ইংল্যান্ড সফরে রয়েছেন ৷ তাই তাঁদের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হচ্ছে৷ ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) দলের ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন৷ দলে এক ঝাঁক নতুন মুখ৷

মিডল অর্ডার ব্যাটসম্যান নীতিশ রাণা, অলরাউন্ডার কে গৌথাম, ওপেনিং ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড, ফাস্ট বোলার চেতন শাকারিয়া রয়েছেন৷ দেবদত্ত পাডিক্কাল অন্য ওপেনার ব্যাটসম্যান৷ এছাড়াও দলে রয়েছেন ইশান পোড়েল, সন্দীপ ওয়ারিয়র, আর্শদীপ সিং, সাই কিশোর, সিমরজিৎ সিংকে নেট বোলার হিসেবে নেওয়া হয়েছে৷

অভিজ্ঞ জোরে বোলার ভুবনেশ্বর কুমার বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন৷ এই দলে রয়েছেন দীপক চাহার, নভদীপ সাইনি, ও নবাগত সাকারিয়া৷

স্পিনার হিসেবে যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, কুলদীপ যাদব থাকছেন , অলরাউন্ডার হিসেবে নাম সামনে আসছে হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, কে গৌথমের৷

দলের দুই উইকেটরক্ষক সঞ্জু স্যামসন ও ইশান কিষাণ৷ দেখে নিন পুরো দল- Shikhar Dhawan (c), Prithvi Shaw, Devdutt Padikkal, Ruturaj Gaikwad, Suryakumar Yadav, Manish Pandey, Hardik Pandya, Nitish Rana, Ishan Kishan (wk), Sanju Samson (wk), Yuzvendra Chahal, Rahul Chahar, K Gowtham, Krunal Pandya, Kuldeep Yadav, Varun Chakravarthy, Bhuvneshwar Kumar (vc), Deepak Chahar, Navdeep Saini, Chetan Sakariya.