মাসিমণির হাতেই মুখে ভাত

Howrah News: মামা নয়.. প্রথা ভেঙে মাসির হাতেই মুখে ভাতের অনুষ্ঠান ছোট্ট ত্রয়ীর

হাওড়া: মামা নয়, মাসির হাতেই ভাত খেল ছোট্ট ত্রয়ী! বাঙালি পরিবারে আনন্দ উৎসব মুখরিত দিনগুলির একটি ভাতের অনুষ্ঠান বা অন্নপ্রাশন। পরিবারের নতুন সদস্যদের আগমনে আনন্দে উচ্ছাসিত হয়ে পড়ে গোটা পরিবার। পরিবারে নতুন অতিথির আগমনে দু’টি পরিবারে মিলে মিশে একাকার আনন্দে আত্মহারা হয়ে পরে সকলে। এভাবেই কয়েকটা মাস পার হলেই ৬-৭ মাসে হয় অন্নপ্রাশন বা মুখে ভাতের অনুষ্ঠান। সাধারণ নিয়ম অনুযায়ী কন্যা সন্তানের ক্ষেত্রে ৭ মাস পূর্ণ হলে মুখে ভাত এবং ৬ মাস পূর্ণ হলে পুত্র সন্তানের মুখে ভাত অনুষ্ঠিত হয়।

ছয়-সাত মাস বয়স পূর্ণ হলে প্রথম যেদিন থেকে শিশু ভাত খেতে শুরু করবে, সেই দিন জাঁকজমক করে পালন করা হয় মুখেভাতের অনুষ্ঠান। বাড়িতে আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশীদের আমন্ত্রণ জানানো হয় এই খুশির উৎসবে। পঞ্চ ব্যঞ্জনসহ শিশুর মুখে প্রথম ভাত বা পরমান্ন তুলে দেন মামা অথবা দাদু। এই রীতি বংশ-পরম্পরায় চলে আসছে প্রায় প্রতিটি পরিবারে। কিন্তু এই নিয়মে বদল দেখা গেল হাওড়ার একটি পরিবারে।

পাপিয়া দাস জানান, সমাজে পুরুষ মহিলা সমান। এই কথা ভীষণভাবে প্রচলিত বর্তমান সময়ে। কিন্তু এমন কিছু জায়গা রয়েছে যেখানে মহিলা পুরুষের উপস্থিতি সম্পূর্ণ ভিন্ন প্রান্তে। সেরকমই একটি অনুষ্ঠান হল মুখে ভাত বা অন্নপ্রাশন। আর এই অনুষ্ঠানে যাতে পুরুষ বা মহিলার অবস্থান ভিন্ন বা আলাদা না হয়, সেইদিক গুরুত্ব রেখেই এই উদ্যোগ নেওয়া।