অজয় দেবগণ ও টাব্বুর অভিনীত বিখ্যাত ‘দৃশ্যম’ দেখে এই খুনের পরিকল্পনা তাঁর মাথায় আসে

Crime Story: ‘দৃশ্যম’ সিনেমার কায়দায় খুন, সিসিটিভিই ধরিয়ে দিল খুনিকে

নয়ডা: সম্পত্তি নিয়ে বিবাদের জেড়ে খুন হতে হল গ্রেটার নয়ডার বসবাসকারী এক বাসিন্দাকে৷ কিন্তু সমস্যা হল খুনের কায়দা ও অনুপ্রেরণার উৎস নিয়ে৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, অজয় দেবগণ ও টাব্বুর অভিনীত বিখ্যাত ‘দৃশ্যম’ দেখে এই খুনের পরিকল্পনা তাঁর মাথায় আসে৷

ঘটনটি ঘটেছে গ্রেডার নয়ডায়৷ অভিযুক্ত ৪২ বছরের প্রবীণ এক সময় দিল্লি পুলিশের কনস্টেবল ছিলেন৷ যে ব্যক্তি খুন হন তাঁর নাম অঙ্কুশ৷ প্রায় ১৩ দিন ধরে নিখোঁজ থাকার পর তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় রিপোর্ট জানানো হয়৷

আরও পড়ুন: যৌন হেনস্থা থেকে মেয়েকে বাঁচাতে স্বামীকে খুন মহিলার! বড় নির্দেশ মাদ্রাজ আদালতের

গ্রেটার নয়ডার ডেপুটি কমিশনার সাদ মিলা খানের কাছে জানা গিয়েছে,অঙ্কুশ একটা বাড়ি বিক্রি করছিল৷ সেই সূত্রেই তাঁর দেখা হয় প্রবীণের সঙ্গে৷ অঙ্কুশের কাছ থেকে অভিযুক্ত ১.১৮ কোটির একটা ফ্ল্যাট কেনে এবং ৩০ লাখ টাকা ডাউনপেমেন্ট দেওয়ার কথা প্রতিশ্রুতি দেন৷

কিন্তু তা না দিয়েই সে কানাডা চলে যায়৷ তারপর দেশে ফিরে এলে অঙ্কুশ বাকি টাকা চাইলেই সে এই খুনের পরিকল্পনা নেয়৷ ৯অগাস্ট, শুরু হয় খুনের চিত্রনাট্য রচনা৷

আরও পড়ুন: ৪০ জন ভারতীয় নিয়ে নেপালে পাহাড় থেকে নদীতে বাস! মৃত বহু, চারিদিকে হাহাকার

অঙ্কুশকে টাকা দিতে রাজি হয়৷ গাড়িতেই কোনওভাবে প্রবীণ তাঁকে নেশা জাতীয় কিছু খাওয়াতে সক্ষম হন৷ তারপর একটা আন্ডারগ্রাউন্ড পার্কিং-এ গিয়ে হাতুড়ির আঘাতে মেরে ফেলে অঙ্কুশকে৷ মৃতদেহ সরানোর আগে অঙ্কুশের ফোন থেকে তাঁর আইনজীবী ও বন্ধুকে ফোন করে সম্পত্তির কাগজ তৈরি করে রাখতে বলেন৷

পুলিশ জানায় মূলত বাড়িটি হাতানোর জন্যই প্রবীণ এই খুনের পরিকল্পনা নেয়৷ পার্কিং-এর সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই তাকে আটক করতে সক্ষম হয় নয়ডা পুলিশ৷ তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের মামলা-সহ একাধিক মামলা রজু করা হয়েছে৷