Tag Archives: Noida

Income Of Ragpicker: হাতে দামি ই-সিগারেট! নয়ডার কাগজ কুরানির দৈনিক আয় জানলে লজ্জা পাবেন আপনিও

নয়ডা:  এই বিশ্বে কোনও কাজই ছোট নয়। একথার প্রমাণ দিলেন এক নয়ডার এক কাগজ কুড়ানি। তাঁর আয় শুনলে মাথা ঘুড়ে যেতে পারে আপনার।

আগে মানুষ উপার্জনের জন্য শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভালো কাজ বেছে নিত। কিন্তু এখন সময় বদলেছে। লাখ লাখ টাকা খরচের পরও অনেকে সামান্য বেতনে কাজ রাজি হয়ে যান। চাকরির বাজার খারাপ থাকায় অনেকেই ব্যবসা নামেন। সেটাও সহজ নয়।

আরও পড়ুন : আলোয় ফেরার সুযোগ, বন্দীদের বদলাতে কারাগারেই পাঠাগার! কোথায় জানুন…

ভারতের একটা ব্যাপার মোটামুটি সবাই মানে৷ মনে করা হয়, শুধুমাত্র বড় কোম্পানিতে কাজ করলেই ভালো উপার্জন সম্ভব। বাস্তব কিন্তু সেটা বলে না৷ সবজির দোকানের কর্মচারী থেকে ভিক্ষুকের আয়ের কথা এখন ভিড়মি খাইয়ে দেয় লোকজনকে৷ চাকরি নিয়ে যারা অহংকার করে, তারাও লজ্জায় মুখ ঢাকে৷ এমনই এক ঘটনা এবার প্রকাশ্যে৷

আরও পড়ুন : স্কুলের রান্নাঘরে ঘাপটি মেরে বসেছিল ভয়ঙ্কর বিপদ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাঁধুনী

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা গিয়েছে, নয়ডায় এক কাগজ কুরানি পিঠে একটি বস্তা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন৷ তাঁর হাতে ই-সিগারেট! এক ব্যক্তি সেটা ভিডিয়ো করেন৷ এরপর ওই কাগজ কুড়ানির আয়ের কথা জিজ্ঞেস করতেই তাজ্জব সবাই৷

এক কাগজ কুড়ানির কাছে এত দামি ই-সিগারেট কোথা থেকে আসল? পরে জানা যায় সে নাকি সেটি কিনেছে৷ তাঁর দৈনিক আয়ের প্রসঙ্গ উঠলে কাগজ কুড়ানি বলেন পাঁচ হাজার টাকা৷ গোটা ঘটনা যিনি ভিডিয়ো করছিলেন, তিনি ভেবেছিলেন হয়তো মাসে পাঁচ হাজার টাকার কথা বলছে সে৷ ফের একই প্রশ্ন করা হলে জবাব আসে, প্রতিদিন প্রায় পাঁচ হাজার টাকা আয় রয়েছে তার৷

প্রতিদিন পাঁচ হাজার টাকা মানে ভাবতে পারছেন? মাসে প্রায় দেড় লাখ টাকা আয় করে ওই কাগজ কুড়ানি৷ ভিডিয়োটি ভাইরাল হতেই তার কমেন্ট সেকশনে মজার মজার কমেন্ট আসতে শুরু করে৷ অনেকে নিজেদের বেতন নিয়ে দুঃখ প্রকাশ করেছেন৷ অনেকে আবার ওই কাগজ কুড়ানির কাছে চাকরিও চেয়ে বসেছেন৷

Crime Story: ‘দৃশ্যম’ সিনেমার কায়দায় খুন, সিসিটিভিই ধরিয়ে দিল খুনিকে

নয়ডা: সম্পত্তি নিয়ে বিবাদের জেড়ে খুন হতে হল গ্রেটার নয়ডার বসবাসকারী এক বাসিন্দাকে৷ কিন্তু সমস্যা হল খুনের কায়দা ও অনুপ্রেরণার উৎস নিয়ে৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, অজয় দেবগণ ও টাব্বুর অভিনীত বিখ্যাত ‘দৃশ্যম’ দেখে এই খুনের পরিকল্পনা তাঁর মাথায় আসে৷

ঘটনটি ঘটেছে গ্রেডার নয়ডায়৷ অভিযুক্ত ৪২ বছরের প্রবীণ এক সময় দিল্লি পুলিশের কনস্টেবল ছিলেন৷ যে ব্যক্তি খুন হন তাঁর নাম অঙ্কুশ৷ প্রায় ১৩ দিন ধরে নিখোঁজ থাকার পর তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় রিপোর্ট জানানো হয়৷

আরও পড়ুন: যৌন হেনস্থা থেকে মেয়েকে বাঁচাতে স্বামীকে খুন মহিলার! বড় নির্দেশ মাদ্রাজ আদালতের

গ্রেটার নয়ডার ডেপুটি কমিশনার সাদ মিলা খানের কাছে জানা গিয়েছে,অঙ্কুশ একটা বাড়ি বিক্রি করছিল৷ সেই সূত্রেই তাঁর দেখা হয় প্রবীণের সঙ্গে৷ অঙ্কুশের কাছ থেকে অভিযুক্ত ১.১৮ কোটির একটা ফ্ল্যাট কেনে এবং ৩০ লাখ টাকা ডাউনপেমেন্ট দেওয়ার কথা প্রতিশ্রুতি দেন৷

কিন্তু তা না দিয়েই সে কানাডা চলে যায়৷ তারপর দেশে ফিরে এলে অঙ্কুশ বাকি টাকা চাইলেই সে এই খুনের পরিকল্পনা নেয়৷ ৯অগাস্ট, শুরু হয় খুনের চিত্রনাট্য রচনা৷

আরও পড়ুন: ৪০ জন ভারতীয় নিয়ে নেপালে পাহাড় থেকে নদীতে বাস! মৃত বহু, চারিদিকে হাহাকার

অঙ্কুশকে টাকা দিতে রাজি হয়৷ গাড়িতেই কোনওভাবে প্রবীণ তাঁকে নেশা জাতীয় কিছু খাওয়াতে সক্ষম হন৷ তারপর একটা আন্ডারগ্রাউন্ড পার্কিং-এ গিয়ে হাতুড়ির আঘাতে মেরে ফেলে অঙ্কুশকে৷ মৃতদেহ সরানোর আগে অঙ্কুশের ফোন থেকে তাঁর আইনজীবী ও বন্ধুকে ফোন করে সম্পত্তির কাগজ তৈরি করে রাখতে বলেন৷

পুলিশ জানায় মূলত বাড়িটি হাতানোর জন্যই প্রবীণ এই খুনের পরিকল্পনা নেয়৷ পার্কিং-এর সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই তাকে আটক করতে সক্ষম হয় নয়ডা পুলিশ৷ তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের মামলা-সহ একাধিক মামলা রজু করা হয়েছে৷

Noida News: ‘কত টাকা নেবে…?’ নয়ডায় মহিলা সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগ, দোষীদের গ্রেফতারির আশ্বাস পুলিশের

নয়ডা: রাজধানী দিল্লি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে নয়ডা। এবার সেখানেই মহিলা সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগ উঠল। জানা গিয়েছে, ডিএলএফ মলের সামনে ক্যাবের জন্য অপেক্ষা করছিলেন ওই সাংবাদিক। তখনই বাইক চালিয়ে এক যুবক তাঁর সামনে এসে দাঁড়ায়। পিছনে বসা ব্যক্তি হাত নেড়ে জিজ্ঞেস করে, “রেট কত?’’ তারপরই পালিয়ে যায় সেখান থেকে। পরে ওই মহিলা সাংবাদিক জানিয়েছেন, “কপালজোড়ে নিরাপদেই বাড়ি ফিরেছি।’’

আরও পড়ুন- অ্যাপ ক্যাব বুক করতেই গাড়ি নিয়ে এলেন মহিলা চালক; লড়াইয়ের কাহিনি শুনে আবেগপ্রবণ হয়ে পড়লেন যাত্রীও

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন মহিলা সাংবাদিক। তিনি লিখেছেন, “নয়ডার সেক্টর ১৮-এর ডিএলএফ মলের সামনে ক্যাবের জন্য অপেক্ষা করছিলাম। তখনই একটা বাইক সামনে আসে। পিছনে বসা ব্যক্তি হাতের ইশারায় জিজ্ঞাসা করলেন, ‘কত টাকা নেবে?’ তারপরই স্পিড তুলে পালায়। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ব্যাপারটা ঘটে গেল। কপালজোড়ে নিরাপদেই বাড়ি ফিরেছি।’’

এটাই প্রথম নয়। এর আগেও তাঁর সঙ্গে তিন-চারবার এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সোনাল পাতেরিয়া নামের ওই মহিলা সাংবাদিক। তাঁর অভিযোগ, নয়ডার সেক্টর ১৮-এর মেট্রো স্টেশনে এক অজানা ব্যক্তি তাঁর সঙ্গে যেচে আলাপ করেন। তারপর তাঁর সাংবাদিকতার প্রশংসা করে বলেন, “তোমার হাঁটাচলা খুব সুন্দর। তোমাকে আমার পছন্দ হয়েছে।’’ সোনালের কথায়, “আমি নিজেকে শান্ত করলাম। ভাবলাম সত্যিই হয়ত আমার সাংবাদিকতার গুণগ্রাহী। কিন্তু পর মুহূর্তেই ভুল ভাঙল।’’ মহিলার দাবি অনুযায়ী ওই ব্যক্তি বলেন, “পছন্দ হয়েছে বলেই তোমাকে থামালাম। কে জানে, যদি একটা সুযোগ পাই।’’

আরও পড়ুন– পোহাতে হবে না কোনও ঝামেলা; দাঁড়িয়ে দাঁড়িয়ে অনায়াসেই সাফসুতরো করা যাবে ঘর, মুশকিল আসান করবে নমস্তে ওয়াইপার

দিল্লির রাজীব চকেও আরও একটি ঘটনা ঘটেছিল ওই মহিলা সাংবাদিকের সঙ্গে। এক ব্যক্তি সরাসরি এসে তাঁর ফোন নম্বর চান। তিনি লিখেছেন, “এই মাসেই এসব ঘটেছে। আমি কী পরেছিলাম, কখন হয়েছে, সেগুলো কোনও বিষয় নয়। কারণ এগুলোর কোনও গুরুত্ব নেই। আসল কথা হল, আমি এবং আমার মতো অনেক মহিলাই প্রতিনিয়ত এই ধরণের ঘটনার মুখে পড়ি। এসব নিয়ে থানা-পুলিশ করার মতো শক্তিও আর নেই।’’

সাংবাদিকের ট্যুইটের প্রতিক্রিয়ায় এক্স প্ল্যাটফর্মে নয়ডার এক পুলিশ আধিকারিক লিখেছেন, “নয়ডার সহকারী ডেপুটি কমিশনার অফ পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে একটি দল আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে।’’

পকোড়া ভেজে চুরি করে চম্পট দিল চোরের দল, নয়ডায় যা হল অবাক হবেন

নয়ডা: চুরি করার আগে আজব কাণ্ড ঘটাল চোরের দল। যা দেখে চাঞ্চল্য ছড়াল দিল্লির নয়ডায়। ঘরে ঢুকে চুরি করাতেই সীমাবদ্ধ না থেকে, চুরি করার আগে রীতিমত পিকনিকের মেজাজে পকোড়া ভেজে খেয়ে তারপর চুরি করে পালাল চোরের দল।
নয়ডায় চোরের এই দলের কাণ্ড দেখে চোখ কপালে প্রতিবেশী-সহ এলাকার মানুষদের। ফ্রিজ খুলে নিজের পছন্দমত খাবার খাওয়া থেকে শুরু করে পকোড়া ভেজে তা আমোদ করে খাওয়া। সবটাই যেন অপ্রত্যাশিত ঠেকছে এলাকাবাসীর কাছে।
সেক্টর ২৫ এর কাছে এই ঘটনায় ওই বাড়িতে চোরেরা মোট ৩ লক্ষ টাকার সামগ্রী চুরি করে নিয়ে গেছে।
শুধু এখানেই থেমে থাকে না তাঁরা। পানের পিক ফেলে নোংরা করে ডাইনিং থেকে বাথরুম।

আরও: বাংলাকে টুকরো টুকরো করার পরিকল্পনা! দিল্লি যাওয়ার পথে বিস্ফোরক মমতা

অন্যদিকে, সেক্টর ৮২ তে একই চোরের দল একই কায়দায় অপারেশন চালায়। সেখান থেকে লুঠ হয় আরও গয়নাগাটি এবং ৪০ লক্ষ টাকা নগদ।
মনে করা হচ্ছে, তাঁরা বহুদিন ধরেই ওই বাড়ি গুলিতে নজর রেখেছিল এবং যখনই তাঁরা দেখতে পায় যে বাড়ি ফাঁকা এরপরেই তাঁরা এই কাণ্ড ঘটায়।
চোরেরা মধ্যপ্রদেশে নিবাসী এক পরিবারের বাড়িতেই এই কাণ্ড ঘটায়। সূত্রের খবর, বাড়ির তালা ভেঙে রান্নাঘরে ঢুকে পকোড়া ভেজে, সোনা এবং অন্যান্য মূল্যবান দ্রব্যাদি নিয়ে চম্পট দেয়।
রহস্যময়ভাবে, চোরেদের এই কাণ্ডের পিছনে মনে করা হচ্ছে কিছুদিন আগেই মুক্তি পাওয়া অনুরাগ কাশ্যপ অভিনীত বিজয় সেতুপতির “মহারাজা” সিনেমার ছায়া আছে। যেখানে মালিকের সব কিছু লুঠ করার আগেও একই কায়দায় রান্না করে ভোজ সারা হত।
চুরি করতে এসে চোরেদের এমন অবাক করা কাণ্ডের ঘটনা আগেও ঘটেছে। ঠিক যেমন লখনউতে এক মদ্যপ ব্যক্তি সুনীল পাণ্ডে নামে এক ব্যক্তির বাড়িতে চুরি করতে এসে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েন। পরে গৃহকর্তা বারাণসী থেকে ফিরে এসে হাতেনাতে পাকড়াও করেন।
কিন্তু চুরি করতে এসে রান্না করে ভোজ সেরে তারপর চুরি করে চম্পট দেওয়া ভয় ধরিয়েছে নয়ডাবাসীর মনে।

Viral Video: অ্যাপার্টমেন্টের গার্ডকে একের পর এক থাপ্পড়, মহিলার প্রফেসরের কাণ্ডে হতবাক

#নয়ডা: বিজেপির নেতা শ্রীকান্ত ত্যাগী, গালি দেওয়া মহিলা উকিলের পর এবার থাপ্পড় বা চড়় মারা মহিলা প্রফেসর৷ কাণ্ড কারখানা দেখে চমকে যেতে হয়৷ সোশ্যাল মিডিয়ায় থাপ্পড় মারা ওই মহিলা প্রফেসারের ভাইরাল ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে৷ ভাইরাল ভিডিও নয়ডার ক্লিয়ো কাউন্টি সোসাইটিরি বলে জানা যাচ্ছে৷ সেখানেই মহিলা গার্ড থাপ্পড় মারছে এমনটা দেখা যায়৷ প্রাপ্ত তথ্য অনুযায়ি মহিলা পেশায় প্রফেসর৷ এই মামলায় গার্ড পুলিশকে এই বিষয়ে অভিযোগ করে৷ কিন্তু মহিলাকে ১৫১ তে চালান করে নিষ্পত্তি করে দেওয়া হয়৷ এই ভাবে একের পর এক থাপ্পড় মারার পর গার্ডকে রাগত ভাবে দেখা যায়৷ তিনি জানিয়েছেন পুলিশের পদক্ষেপ যথেষ্ট নয়৷

ঘটনাটি শনিবার প্রায় সাড়ে এগারোটা নাগাদ ঘটে৷ প্রাপ্ত তথ্য অনুযায়ি মহিলা দেখেন গেট খুলতে দেরি হচ্ছে এরপরেই সে গার্ডকে একের পর এক থাপ্পড় মারতে থাকে৷ যার ভিডিও সিসিটিভিতেও পরিষ্কার দেখা যাচ্ছে৷ ঘটনার পর পুলিশকে খবর দেন গার্ডটি৷ এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই প্রফেসর মহিলাকে ১৫১ -তে চালান দেওয়া হয়৷

দেখে নিন চড় মারার ভাইরাল ভিডিও

 

 

পুলিশ তদন্তের কথা বলেছে

 

আরও পড়ুন –  Private Part Chopped off: গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালের ব্ল্যাকমেল! বন্ধুর গোপনাঙ্গ কেটে নিল বন্ধু

এদিকে নয়ডা ফেজ ৩ পুলিশ বলেছে ঘটনাটি ক্লেও কাউন্টি সোসাইটির৷ মহিলা গার্ডকে চড় মেরেছে এই অভিযোগ আসে৷ শনিবার এই ঘটনায় মারপিটের ধারায় এফআইআর দায়ের করা হয়েছে৷ এই  মামলায় মহিলাকে চালান করা হয়৷ বাকি তদন্ত চলছে৷

News18 তে মহিলা ক্ষমা চেয়েছে

নিউজ ১৮ যখন মহিলার সঙ্গে কথা বলতে যায় তখন সে বলে কারোর ওপর হাত তোলা ঠিক নয়৷ গার্ডের থেকেও ক্ষমা চায়৷ তিনি অবশ্য অভিযোগ করে তার ছেলেকে গার্ড যেভাবে দেখল তা নাকি ঠিক নয়৷ এদিকে গার্ড ঘটনার পুরো তদন্তের দাবি করেছে৷

Noida Twin Tower Demolition: বিস্ফোরণে গুঁড়িয়ে যাবে টুইন টাওয়ার, মধ্যরাতে নয়ডায় শেষ সেলফি তোলার ধুম মানুষের

#নয়ডা: এমন মধ্যরাত আগে দেখেনি নয়ডার সেক্টর 93-A। আদালতের নির্দেশে সুপারটেকের টুইন টাওয়ার গুঁড়িয়ে যাওয়ার জন্য অপেক্ষার ঘড়ি দেখতে শুরু করেছিল সারা শহর। পরিবার এবং শিশু সহ বেশ কিছু মানুষ শনিবার এবং রবিবার মধ্যরাতে জড়ো হয়েছিলেন টুইন টাওয়ারের সামনে। এই বিখ্যাত বিল্ডিংয়ের সঙ্গে শেষ সেলফি তুলছিলেন সাধারণ মানুষ। যমজ দুই টাওয়ারের ভিডিও তুলছিলেন উত্তেজিত সাধারণ মানুষ। প্রায় ১০০ মিটার লম্বা এই টাওয়ারগুলি রবিবার দুপুর ২.৩০ টেয় ভেঙে ফেলা হবে। সুপ্রিম কোর্টের একটি আদেশ অনুযায়ী এমারেল্ড কোর্ট সোসাইটি এই ভবন নির্মাণের নিয়ম লঙ্ঘন করেছে।

আরও পড়ুন- রবিবার বিস্ফোরণে কেঁপে উঠবে নয়ডা, মাটিতে মিশে যাবে জোড়া বহুতল! কেন এই নির্দেশ?

শনিবার সন্ধ্যা থেকেই সেক্টর 93A-এর ঘটনাস্থলে প্রচুর পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এত ডামাডোল সত্ত্বেও শিশুদের মধ্যে উত্তেজনা স্পষ্ট চোখে পড়েছে৷ বাবার কোলে করে এসেছিল রিয়া, ঘুমে চোখ প্রায় ঢুলে এলেও তাঁকে শেষবার এই টুইন টাওয়ার দেখাতে নিয়ে এসেছে বাবা। ৬ বছর বয়সী রিয়ার কথায়, “আমাকে বলেছে এখানে কাল দুপুরে বিস্ফোরণ ঘটবে।” সঙ্গে এসেছেন রিয়ার মা’ও। মোবাইল ফোনে টুইন টাওয়ারের শেষ ছবি ক্যামেরাবন্দি করছিলেন তিনি।

১১০ নম্বর সেক্টরের বাসিন্দা হিলাল আহমেদও তাঁর পরিবার ও স্বজনদের সঙ্গে ঘটনাস্থলে আসেন। তিনি জানান, এই টাওয়ার ভেঙে ফেলার ঘটনাটি নিয়ে মিশ্র অনুভূতি রয়েছে তাঁর। “খুব খুশিও হচ্ছি না আবার খুব কষ্টও হচ্ছে এমনও না,” বলেন হিলাল।

আরও পড়ুন- সঙ্কটে মুখ্যমন্ত্রী সোরেনের বিধায়ক পদ! নিরাপদ ডেরায় বিধায়করা, এবার ঝাড়খণ্ড

“আশপাশের বিল্ডিংগুলির জন্য বিষয়টি বেশ চাপের। এই টুইন টাওয়ার বিল্ডিংয়ের এটাই শেষ দিন, সেই জন্যই আমরা সবাই এখানে এসেছি। এটি নির্মাতাদের জন্যও একটি বার্তা যে অন্যায় হলে শাস্তি হবেই। বার্তাটি প্রয়োজন,”বলেন হিলাল আহমেদ।

নয়ডার বাইরের মানুষও হাজর হয়েছিলেন গভীর রাতে। বছর কুড়ির আগম শর্মা হরিয়ানার যমুনা নগর থেকে এখানে আসেন। এখানেই আত্মীয়-স্বজনদের সঙ্গে থাকছেন তিনি।

“আমি গত কয়েকদিন ধরে খবরে দেখছিলাম। যেহেতু পুলিশ বিল্ডিং ভাঙার সময় লোকজনকে এই জায়গার কাছাকাছি আসতে দেবে না, তাই শেষবার কাছ থেকে দেখার একমাত্র সুযোগ এটাই,” বলেন এই যুবক। টুইন টাওয়ারগুলি দিল্লির বিখ্যাত কুতুব মিনারের চেয়েও লম্বা। ওয়াটারফল ইমপ্লোশন টেকনিক দিয়ে ১৫ সেকেন্ডেরও কম সময়ে গুঁড়িয়ে দেওয়া হবে দুই টাওয়ার।

ভারতে এখনও পর্যন্ত সবচেয়ে উঁচু বিল্ডিং যা ভেঙে ফেলা হবে, তা এটাই। “দুপুর ২.৩০ টের সময় টুইন টাওয়ারগুলি নিরাপদে ধ্বংস করার জন্য সমস্ত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে এবং প্রস্তুতি নেওয়া হয়েছে,” বলেন নয়ডা কর্তৃপক্ষের সিইও রিতু মহেশ্বরী।