পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন উপাচার্য

Crime News: ভয়ানক কাণ্ড! ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে খুনের চেষ্টা, হাড়হিম ঘটনায় বিরাট আতঙ্ক

মালদহ: আতঙ্কিত রয়েছেন পড়ুয়ারা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়াদের দল বেঁধে থাকার পরামর্শ উপাচার্যের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীর উপর হামলার ঘটনার পর থমথমে পরিবেশ। পড়ুয়াদের মধ্যে আতঙ্ক দূর করতে উপাচার্য নিজে ঘোরেন গোটা ক্যাম্পাস। কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। মূলত বিজ্ঞান ভবন পরিদর্শন করেন উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়, রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস-সহ অন্যান্য কর্তারা। পাশাপাশি ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে বাড়ানো হয়েছে নজরদারি। মূল প্রবেশ পথে বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষী।

বিশেষ করে প্রাক্তনী ও বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।বহিরাগতদের রেজিস্টারে নথিভুক্ত করে প্রবেশের অনুমতি মিলছে বিশ্ববিদ্যালয়ে। খতিয়ে দেখা হচ্ছে পরিচয় পত্র। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নবনীতা দাস বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেকেই আসছে। কে কি মনোভাব নিয়ে আসছে বোঝা কঠিন। এই ধরনের ঘটনায় আমরা একটু হলেও আতঙ্কিত। তবে কিছু করার নেই যে কোনও সময় এই ধরনের ঘটনা ঘটতেই পারে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরালো হলে ভাল হয়।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

এদিন উপাচার্য-সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকেরা বিভিন্ন বিভাগে ঘুরে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন। পড়ুয়াদের আশ্বস্ত করার চেষ্টা কর্তৃপক্ষের। যে কোনও রকম সমস্যা বুঝলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের নজরে দেওয়ার উপদেশ কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয়ে একা না ঘুরে বেরিয়ে দলবদ্ধভাবে বা অন্তত দুইজন থাকার পরামর্শ। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় বলেন, বিশ্ববিদ্যালয় নিরাপত্তা যথেষ্ট রয়েছে। সিসিটিভি ক্যামেরাও রয়েছে। অনেক ঘটনায় ঘটে তার মধ্যে এটি একটি দুর্ঘটনা। ছাত্র-ছাত্রীদের দলবদ্ধভাবে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে এক ছাত্রীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, প্রাক্তন ছাত্রের। প্রাক্তন ছাত্র নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। দু’জনকেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে জখম ছাত্রী এবং প্রাক্তনী ওই যুবক দু’জনের শারীরিক অবস্থা এখনও সংকটজনক। অস্ত্রোপচারের পর আপাতত ক্রিটিকাল কেয়ার ইউনিটের রেখে চিকিৎসা চলছে তাঁদের।

হরষিত সিংহ