ব্যাঙ্গালোরে আবহাওয়ায় মুগ্ধ কলকাতার বাসিন্দা (Representative Image)

Weather: বেঙ্গালুরুর আবহাওয়ায় মুগ্ধ হয়ে কলকাতা ছাড়তে চাইলেন এক ব্যক্তি, আর যা করতে চাইলেন জানলে চমকে যাবেন!

কলকাতা:এই ভরা বর্ষাতেও কলকাতার আবহাওয়াকে মনোরম তো বলা যাবে না! কখনও তাপপ্রবাহে পুড়ে যাওয়ার অবস্থা, কখনও বা অতিরিক্ত আর্দ্রতায় ঘেমে নেয়ে একেবারে যা তা অবস্থা৷ এই ভরা প্যাচপ্যাচে গরমে কেউ যদি হঠাৎ করেই বেঙ্গালুরুর বিমানবন্দরে নামেন, তাহলে তার যে অভিজ্ঞতা যে বেশ ভালই সুখকর হবে, তা কিন্তু নিশ্চিত৷

ভারতের এই সিলিকন ভ্যলিটি সমুদ্রের তলদেশ থেকে ৩০০০ফুট উচ্চতায় অবস্থিত৷ এই ভৌগলিক কারণেই বেঙ্গালুরুর আবহাওয়া ভারতের অন্যান্য মেট্রো সিটির তুলনায় বেশ ভাল৷ সেই অন্যান্য মেট্রো সিটির মধ্যে কলকাতাও পড়ে৷ এবার ধরুন এই আবহাওয়াকে কেন্দ্র করেই শুরু হল তর্ক-বিতর্ক৷

আরও পড়ুন: শারদোৎসব উপলক্ষে আগামী মঙ্গলে পুজো কমিটি ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

কলকাতার এক বাসিন্দার পোস্টকে কেন্দ্র করে এমনই তর্ক বিতর্কের সূত্রপাত ঘটল সোশ্যালমিডিয়া জুড়ে৷ ১৪ জুলাই অনুরাগ দাস ভারতের সিলিকন বিমানবন্দরে পৌঁছান৷ সেখানকার আবহাওয়ায় মুগ্ধ হন তিনি৷ মুগ্ধতা এমন জায়গায় পৌঁছায়, যে সেখানে থাকার জন্য স্থানীয় ভাষা কান্নাড়ও শিখে ফেলতে রাজি তিনি৷

আরও পড়ুন: তৃতীয় শ্রেণীর ক্লাসরুমে ভেঙে পড়ল একটা আস্ত সিলিং ফ্যান! আহত ১ শিশু

সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন, ‘‘এখানকার আবহাওয়া কী মনোরম৷ মনে হল যেন এসিতেই নামলাম৷ অন্য দিকে কলকাতার আবহাওয়া এত খারাপ, যে বিমানবন্দর থেকে বেরোলেই কয়েক মিনিটের মধ্যে ঘামে জামা ভিজে যায়৷ বেঙ্গালুরুতে থাকার জন্য কন্নড় ভাষা শিখে তাতে পিএইচডিও করে ফেলতে পারি৷’’ সঙ্গে সঙ্গে পোস্টটি ভাইরাল হয়ে পড়ে৷

টুইটারে স্থানীয়ভাষা শেখা র জন্য অনেকে তাঁকে প্রশংসাও করেন৷ পোস্টটিতে প্রায় ৮৯,০০০ ভিউ হয়৷ একজন পোস্টে কমেন্ট করেন ‘‘বেঙ্গালুরুতে আপনাকে স্বাগত৷ আপনি যে এই স্থানীয় ভাষা শিখতে চেয়েছেন, তাই-ই অনেক৷’’

আবার অনেকে এই উদ্ভট তুলনায় সমালোচনাও করেছেন, ‘‘এখানে ৩০ মিনিটের রাস্তা যেতে দেড় ঘণ্টা লাগে৷ আর তাছাড়াও আবহাওয়াই যদি থাকার একমাত্র কারণ আবহাওয়া হয়, তাহলে পাহাড়ের কোনও শহরে যান৷ এখানে এমনিতেই জনসংখ্যা অনেক বেশি৷

প্রত্যেক শহরের ভৌগলিক আবহাওয়া আলাদা, বৈশিষ্ট্য আলাদা৷ সেই অনুযায়ী আবহাওয়াও আলাদা আলাদা৷ প্রত্যেকটা শহরের কিছু নিজস্বতা থাকেো, ভাল দিক থাকে, খারাপ দিকও থাকে৷ হঠাৎ করে দুই শহরের মধ্যে কষ্ট- কল্পনা করে খুব কোনও লাভ আছে কী? এই নিয়েই তর্ক-বিতর্ক শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে৷