পাব থেকে হঠাৎ নিখোঁজ হয়ে গেল এক আস্ত ব্যক্তি৷

A Man Sudden disappear: হঠাৎ উধাও এক ব্যক্তি, খোঁজ পাওয়া গেল ৫৭ বছর পর, কী হল তাঁর সঙ্গে? জানলে শিউরে উঠবেন

লন্ডন: পাব থেকে হঠাৎ নিখোঁজ হয়ে গেল এক আস্ত ব্যক্তি৷ খোঁজ পাওয়া গেল প্রায় ৫৭ বছর পর৷

ঘটনাটি ঘটেছে, ইংল্যান্ডের ডার্বিশায়ারে৷ ১৯৬৭ সালের জানুয়ারি, মদ্য পানের জন্য পাবে ঢুকেছিলেন এক ব্যক্তি নাম আলফ্রেড সুইনস্কো৷ সঙ্গে ছিলেন তাঁর ছেলে গ্যারি৷ জানা যায় তিনি খনিতে কাজ করতেন৷ সেই পাব থেকে হারিয়ে গিয়েছিল আলফ্রেড৷

আরও পড়ুন: লখনউয়ে হুড়মুড় করে ভেঙে পড়ল তিনতলা বিল্ডিং, এখনও পর্যন্ত মৃত আট, আটকে পড়া বাসিন্দার খোঁজে শুরু উদ্ধারকার্য

তিনি যখন হারিয়ে যায় বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী ও ছয় বছরের ছেলে গ্যারি৷ ২০১২ সাল মারা যায় মারা যায় তাঁর ছেলে গ্যারি৷ শেষ মূহুর্তও গ্যারি বিশ্বাস করেছিল তাঁর বাবা এই ভাবে হারিয়ে যেতে পারে না৷ তখন গ্যারির ভাগ্নে ও আলফ্রেডের নাতি রাসেলের বয়স চার বছর৷

আরও পড়ুন: বিমানে মদ্যপ ব্যক্তি, তিরিশ হাজার ফুট উচ্চতায় আপদকালীন দরজা খোলার চেষ্টা, তারপর যা হল….

সময় কেটে যায়৷ ২০২৩ সাল, রাসেলের বয়সও ৬১৷ তখনই জানা যায় আলফ্রেডের খবর৷ সোশ্যাল মিডিয়া স্ক্রোল করার সময়, চোখে পড়ে একটা পুলিশের পোস্ট৷ যেখানে বলা হয়েছিল কাছাকাছি এক শহরে মাঠের মধ্যে একটা মৃতদেহ পুঁতে রাখা হয়েছিল৷ মোজা দেখে মৃতদেহ সনাক্ত করে রাসেল৷

ডিএনএ পরীক্ষা করে জানা যায়, মৃতদেহটি আলফ্রেডের৷ তাঁর চোখে, মুখ-সহ একাধিক জায়গায় আঘাতের চিহ্ণ দেখা যায়৷ জানা যায় তাঁর মেরুদন্ডের কর্ডও ভেঙে যায়৷ পুলিশের অনুমান আলফ্রেড এমন কিছু দেখে ফেলেছিল, যার ফলে তাঁকে খুন হতে হয়েছিল৷

যদিও কে বা কারা তাঁকে হত্যা করেছে, সেই নিয়ে এখনও পুলিশের ধোঁয়াশা রয়েছে৷