সচরাচর মুড়িগঙ্গা নদীতে আজ পর্যন্ত কোন কুমিরের দেখা মেলেনি। কিন্তু হঠাৎ করেই কী ভাবে এই কুমিরটি চলে এল সেই প্রশ্ন উঠছে।

Crocodile: ফের আতঙ্ক পাথরপ্রতিমায়! মাছ ধরতে গিয়ে এক ব‍্যক্তিকে টেনে নিয়ে গেল কুমির

পাথরপ্রতিমা: আবারও মাছ ধরতে গিয়ে কুমিরের নিয়ে গেল এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে, পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার সত্য দাসপুর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে আসবা উদ্দিন শেখ (৪৫) নামে এক ব্যক্তি ছেলেকে নিয়ে নদীতে মাছ ধরতে যায়। সেই সময় ছেলের সামনেই ওই ব্যক্তিকে কুমিরে টেনে নিয়ে যায়। গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিস ও বনদফতরের আধিকারিকরা ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করছে।

আরও পড়ুনঃ মাঝগঙ্গায় প্রবল ঢেউ, আছড়ে পড়ল লঞ্চ! ভাইরাল ভিডিও-র আসল কারণ জানলে অবাক হবেন

গতমাসেই, পাথরপ্রতিমাতে কুমির টেনে নিয়ে গেল নাবালককে। ঘটনাটি ঘটে পাথরপ্রতিমা গোবর্ধনপুরে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের জি-প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকার বাসিন্দা ১৪ বছরের মানিক ভক্ত। বাড়ির পাশেই ধনচি বনাঞ্চল লাগোয়া নদীতে মাছ ধরছিল সে। বুঝতেও পারেনি কত বিপদ অপেক্ষা করছে। নদীতে সুযোগের অপেক্ষায় ছিল পেল্লায় মাপের কুমির।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই ওই কিশোরের কোমরে কামড় দিয়ে তাকে নিয়ে নদীর গভীরে চলে যায় কুমিরটি। কুমিরটিকে পরে দেখা গেলেও নাবালকের আর হদিশ মেলেনি। নিখোঁজ কিশোরের বাবা হুকুম ভক্ত-সহ পরিবারের লোকজন ঘটনার খবর পেয়ে ছুটে যান। গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ, বনদপ্তর নিখোঁজ নাবালকের খোঁজে লঞ্চ নিয়ে নদীতে তল্লাশি চালায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৎস্যজীবীদের নদীতে নামতে নিষেধ করেছে পুলিশ ও বনদফতর।