চা বাগানের প্রতীকী ছবি

Bangla News: আটিয়াবাড়িতে ফের উদ্ধার ‘মানুষখেকো’, চা বাগানে বিরাট শোরগোল

আলিপুরদুয়ার: মানুষখেকো লেপার্ড উদ্ধার আটিয়াবাড়ি চা বাগান থেকে। স্বস্তি ফিরল শ্রমিকদের মনে।

এদিন সকালে কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগান থেকে খাঁচাবন্দি হল লেপার্ড। গত একবছরে এ নিয়ে পাঁচটি লেপার্ড খাঁচাবন্দি হল বলে বন দফতর সূত্রে খবর। এদিন বাগানের নয় নম্বর সেকশনে খাঁচাবন্দি লেপার্ডকে দেখে বনদফতরকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌঁছে লেপার্ডটিকে উদ্ধার করেন।

আরও পড়ুন: বাস্তবের অমরসঙ্গী! কোনওদিন আলাদা থাকেননি, মৃত্যুও পারল না! ৩ মিনিটের ব্যবধানে মৃত স্বামী-স্ত্রী

পরবর্তীতে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর তরফে জানানো হয়। লেপার্ডটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ড ছিল বলে বন দফতর সূত্রে খবর। আটিয়াবাড়ি চা বাগানের শ্রমিক মহল্লায় এই লেপার্ডটিকে দীর্ঘদিন ধরে ঘুরতে দেখেছে শ্রমিকরা। এমনকী এই লেপার্ডটি গৃহপালিত পশু নিয়ে চলে যাচ্ছিল।

আরও পড়ুন: দিল্লির কোচিং সেন্টারে ডুবে মর্মান্তিক মৃত্যু! ৩ IAS পড়ুয়াই ছিলেন মেধাবী, রোজ ওই লাইব্রেরিতেই পড়তেন

দু’জন শ্রমিককে আহত করেছিল। অভিযোগ শোনার পর বন দফতরের তরফে পাতা হয় খাঁচা। বর্তমানে ডুয়ার্সের চা বাগানগুলি লেপার্ডের আদর্শ বাসস্থানে পরিণত হয়েছে, ফলে বারংবার চা বাগানে লেপার্ডের দেখা মিলছে বলে বন দফতর সূত্রে খবর।

Annanya Dey