Tag Archives: crocodile attack

Crocodiles Attack: কুমিরের সঙ্গে ভয়ঙ্কর লড়াই! শেষপর্যন্ত যেভাবে প্রাণে বাঁচলেন মত্‍সজীবী…জানলে আঁতকে উঠবেন

পাথরপ্রতিমা:  কুমিরের সঙ্গে লড়াই করে এক মৎস্যজীবীকে প্রাণে বাঁচালেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ছোট রাক্ষসখালির বাসিন্দা তাপস দাস মৃদঙ্গভাঙা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন।

সেখানেই তাঁকে আচমকা আক্রমণ করে কুমির। কুমিরের সঙ্গে লড়াই করে মৎস্যজীবীকে প্রাণে বাঁচাল অন্য মৎস্যজীবীরা। ঘটনাটি পাথরপ্রতিমার। বর্তমানে তাপস দাস নামের ওই মৎস্যজীবী হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: ‘গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট’, ‘সঞ্জয়কে বাঁচানোর চেষ্টা’! টালা থানার ওসির বিরুদ্ধে আরও কী কী চাঞ্চল‍্যকর অভিযোগ সিবিআইয়ের?

বৃষ্টি উপেক্ষা করেই চাঁদপাতা ঘাট থেকে পশ্চিম স্লুইস গেটের কাছে জগদ্দল নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। আচমকা টের পান পায়ে কিছু একটা কামড়ে ধরেছে। মুহূর্তে তাঁকে নদীতে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে দৈত্যাকার কুমির। আত্মরক্ষায় কুমিরের সঙ্গে একপ্রকার লড়াইয়ের পাশাপাশি আতঙ্কে আর্তনাদ করতে থাকেন তাপস।

শব্দ পেয়েই আশপাশের মৎস্যজীবীরা এসে জাল ফেলে কুমিরটিকে বন্দি করে ফেলে। বিপদ বুঝে আহত মৎস্যজীবীকে ছেড়ে কুমিরটি জাল কেটে পালিয়ে যায়। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় ওই মৎস্যজীবীকে নদী থেকে উদ্ধার করে পাথরপ্রতিমা মাধবনগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: শোওয়ার ঘর হোক বা বাথরুম, বাড়ির কোথায় রেখেছেন ‘আয়না’? এই ৪ নিয়ম মেনে রাখুন, খুলে যাবে কপাল, সুখ-সমৃদ্ধি উপচে পড়বে

সেখান থেকে রাতে তাঁকে কাকদ্বীপ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তাকে সেখান থেকে পাঠানো হয় এসএসকেএম-এ। কুমিরের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরতে পারবেন, তা ভাবতেই পারেননি তাপস। প্রসঙ্গত, সুন্দরবন ও সংলগ্ন এলাকায় জলে কুমির আর ডাঙায় বাঘ আতঙ্ক দিনভর। তা সত্ত্বেও ঝুঁকি নিয়েই নিয়মিত মৎস্যজীবীরা মাছ, কাঁকড়া ধরতে যান। বিপদের মুখেও পড়তে হয়।

নবাব মল্লিক

South 24 Parganas News: ফের বিপত্তি! মাছ ধরা দেখতে গিয়ে কুমিরের পেটে পাথরপ্রতিমার যুবক

পাথরপ্রতিমা: পাথরপ্রতিমার জি প্লটের গোবর্ধনপুরে আবারও কুমিরের আক্রমণে নিখোঁজ হয়ে গেলেন এক ব্যক্তি‌‌। পুলিশ জানিয়েছে নিখোঁজ ব্যক্তির নাম আব্বাস উদ্দিন শেখ(৪০)। ওই ব্যক্তির বাড়ি সত্যদাসপুরে‌। কীভাবে ঘটল এই ঘটনা, স্থানীয়রা জানিয়েছেন এলাকার মৎস্যজীবীরা নদীতে জাল ফেলে মাছ ধরার কাজ করছিল। সেইসময় আব্বাস সেই মাছ ধরা দেখতে নদীর পাড়ে যায়। আর সেখানেই ঘটে বিপত্তি। নিম্নচাপ ও আবহাওয়া খারাপ থাকায় নদীর জল এমনিতেই ফুলে উঠেছে। তার ফলে জল পাড়ের কাছে চলে আসছে। যার জেরে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ হাওড়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় জখম কমপক্ষে ১২ জন! 

নদীতে ওঁত পেতে থাকা কুমির আক্রমণ করে আব্বাসের উপর। কিছু বোঝার আগে টেনে নিয়ে যায় তাঁকে। ঠিক একই ভাবে মাসখানেক আগে মানিক ভক্তা(১৩) নামের এক কিশোরকে টেনে নিয়ে গিয়েছিল কুমির। এবার আবারও এই ঘটনা ঘটেছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে গোবর্ধনপুর কোস্টাল থানার ওসি জাহাঙ্গীর আলি ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নিজে উদ্ধারকারী দলের সঙ্গে বের হয়েছেন।

ছবি, ভিডিও করা হচ্ছে সমস্ত পক্রিয়ার। কিন্তু কোনওভাভেই এখনও খোঁজ মেলেনি ওই ব্যক্তির। ওই ব্যক্তির খোঁজে নদীর পাড়ে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন কখন আব্বাসের খোঁজ মেলে সেই ঘটনার।

নবাব মল্লিক

Crocodile: ফের আতঙ্ক পাথরপ্রতিমায়! মাছ ধরতে গিয়ে এক ব‍্যক্তিকে টেনে নিয়ে গেল কুমির

পাথরপ্রতিমা: আবারও মাছ ধরতে গিয়ে কুমিরের নিয়ে গেল এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে, পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার সত্য দাসপুর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে আসবা উদ্দিন শেখ (৪৫) নামে এক ব্যক্তি ছেলেকে নিয়ে নদীতে মাছ ধরতে যায়। সেই সময় ছেলের সামনেই ওই ব্যক্তিকে কুমিরে টেনে নিয়ে যায়। গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিস ও বনদফতরের আধিকারিকরা ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করছে।

আরও পড়ুনঃ মাঝগঙ্গায় প্রবল ঢেউ, আছড়ে পড়ল লঞ্চ! ভাইরাল ভিডিও-র আসল কারণ জানলে অবাক হবেন

গতমাসেই, পাথরপ্রতিমাতে কুমির টেনে নিয়ে গেল নাবালককে। ঘটনাটি ঘটে পাথরপ্রতিমা গোবর্ধনপুরে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের জি-প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকার বাসিন্দা ১৪ বছরের মানিক ভক্ত। বাড়ির পাশেই ধনচি বনাঞ্চল লাগোয়া নদীতে মাছ ধরছিল সে। বুঝতেও পারেনি কত বিপদ অপেক্ষা করছে। নদীতে সুযোগের অপেক্ষায় ছিল পেল্লায় মাপের কুমির।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই ওই কিশোরের কোমরে কামড় দিয়ে তাকে নিয়ে নদীর গভীরে চলে যায় কুমিরটি। কুমিরটিকে পরে দেখা গেলেও নাবালকের আর হদিশ মেলেনি। নিখোঁজ কিশোরের বাবা হুকুম ভক্ত-সহ পরিবারের লোকজন ঘটনার খবর পেয়ে ছুটে যান। গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ, বনদপ্তর নিখোঁজ নাবালকের খোঁজে লঞ্চ নিয়ে নদীতে তল্লাশি চালায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৎস্যজীবীদের নদীতে নামতে নিষেধ করেছে পুলিশ ও বনদফতর।

Sundarban Crocodile: বারবার লোকালয়ে ঢুকে পড়ছে সুন্দরবনের কুমির, কলকাতার গঙ্গার ঘাটেও মিলছে দেখা! কিন্তু কেন?

উত্তর ২৪ পরগনা: খাবারের সন্ধানে সুন্দরবনের গভীর খাঁড়ি থেকে থেকে বারবার লোকালয়ে চলে আসছে কুমির। সুন্দরবনের মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ, আর ডাঙায় বাঘ ও জলে কুমির নিয়ে বসবাস করেন। এখানে বেঁচে থাকার লড়াই অনেক তীব্র। তারই মধ্যে বারবার লোকালয়ে কুমির চলে আসার বিষয়টি নতুন করে বিপদ বাড়িয়েছে।

অসংখ্য ছোট ছোট খাঁড়ি ও ম্যানগ্রোভের সমাহারে সুন্দরবন। মূলত সুন্দরবনের বিভিন্ন নদ-নদী এবং খাঁড়িতে কুমির দেখতে পাওয়া যায়। কিন্তু সম্প্রতি কয়েক মাস ধরে সুন্দরবনের কুমির সুন্দরবনের নদী পথ পেরিয়ে পাড়ি দিচ্ছে বিদ্যাধরী, বেতনি, কালিন্দি সহ গঙ্গায়। যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সকলের।

আর‌ও পড়ুন: দলবেঁধে ময়ূরের ডিম পাহারায় স্থানীয়রা, সঙ্গে বনকর্মীরা

কয়েক মাস আগে সন্দেশখালির ন্যাজাট বাউনিয়া ফেরিঘাটে বিদ্যাধরী নদীতে দেখা মিলেছিল কুমিরের। গত সপ্তাহে ফের কুমিরের দেখা পাওয়া যায় বিদ্যাধরী নদীতে। হাড়োয়ার খাস বালান্দা এলাকায় বিদ্যাধরী নদীতে কুমিরের দেখা মেলে। একইভাবে মেছো কুমিরের দেখা যায় খাস কলকাতার গঙ্গায়। কলকাতা-হাওড়া তীরবর্তী গঙ্গায় গত কয়েকদিন ধরে মেছো কুমির বা ঘড়িয়ালের দেখা মিলেছে। যদিও সেটা কুমির না ঘড়িয়াল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কিন্তু আতঙ্কের পারদ ক্রমশ‌ই চড়ছে।

সুন্দরবনের কুমির বারে বারে লোকালয়ে দেখা যাচ্ছে কেন? এ বিষয়ে সুন্দরবন বিষয়ক গবেষক তথা অধ্যাপক অনিমেষ মণ্ডল জানান, মূলত খাবারের সন্ধানে সুন্দরবনের নদী পথ ধরে কুমির লোকালয়ে প্রবেশ করছে। পাশাপাশি ভারা বর্ষায় কুমিরের প্রজননের সময়। তাই তারা নতুন এলাকার সন্ধানে বেরিয়ে পড়ে। এই পরিস্থিতিতে অনেকেই নদীতে নেমে স্নান করতে ভয় পাচ্ছেন।

জুলফিকার মোল্যা