পোষ্টারের ছবি

Lok Sabha Election 2024: ‘কাঞ্চনের সঙ্গে যা হয়েছে, আপনার সঙ্গেও হতে পারে’, রচনাকে সতর্ক করে পোস্টার

হুগলি: কল্যাণের প্রচার গাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দেওয়ার পর থেকেই সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। বিরোধীরা নিজেদের হাতে কল্যাণকে আক্রমণের অস্ত্র খুঁজে পেয়েছেন। এবার আবারও বির্তক শুরু তৃণমূলকে নিয়ে! তবে এ বারের ইস্যু পোস্টার। যে পোস্টারে লেখা কাঞ্চনের সঙ্গে আজ যা হয়েছে আগামী দিক রচনার সঙ্গেও হতে পারে। এমনই সতর্কতামূলক পোস্টার কে ঘিরে নতুন করে বির্তক শুরু হয়েছে হুগলিতে।

হুগলি লোকসভা কেন্দ্রের চুঁচুড়ার বিভিন্ন জায়গায় পোস্টার পরে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চন মল্লিক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে। তাতে লেখা হয়, “আজকে কাঞ্চনের সঙ্গে হয়েছে আগামীতে আপনার সাথে হতে পারে” (দিদি নম্বর ওয়ান)। এই বাংলায় শিল্পীদের কোনও দাম নাই। নিচে লেখা জয় বাংলা। কে বা কারা এই পোস্টটা দিয়েছে তা এখনো স্পষ্ট নয় , তবে পোষ্টারের ইঙ্গিত খুবই স্পস্ট।

আরও পড়ুন –   West Bengal Lok Sabha Election 2024 LIVE: বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল! হাইকোর্টের দ্বারস্থ দেবাশিস ধর

এই প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, সব শিল্পীর সম্মান পাওয়া উচিত বলে আমার মনে হয়। তবে কাঞ্চনের ক্ষেত্রে কী পরিস্থিতি হয়েছিল সেটা আমার জানা নেই, তাই বলতে পারব না । আমার সঙ্গেও হতে পারে এই মর্মে যদি পোস্টার পড়ে থাকে, আমি বলব আমার সঙ্গে এখনও হয়নি। আমি কাঞ্চন বা কল্যাণদাকে কাউকেই সমর্থন করছি না। কারণ বিষয়টা আমি পুরোটা জানি না কি ঘটনা ঘটেছিল।

এই প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। তিনি বলেন কয়েকদিন আগেই বলাগড়ে বিধায়ককে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। আবার শ্রীরামপুরে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হল। আমরা বিজেপিরা বলতাম তৃণমূলে শিল্পী সাহিত্যিকদের সম্মান নেই। আর এখন তৃণমূলের লোকজনই পোস্টার মেরে সেটা জানিয়ে দিচ্ছে। ঘটনা যা ঘটছে তাতেও স্পষ্ট যে তাদের সম্মান নেই।

রাহী হালদার