Scary Incident: ভয়ঙ্কর ঘটনা! সেফটি ট্যাংক ভেঙে মৃত্যু স্কুল পড়ুয়ার, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন পরিবার

বনগাঁ: উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের পিপলী পাড়া এলাকায় বাড়ির সেফটি ট্যাঙ্ক ভেঙে পড়ে গিয়ে মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম সন্দীপ মজুমদার৷ সে ট্যাংরা কলোনি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। বছর ১২ বছর।

গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ তার জেঠু বাবলু মজুমদারের বাড়িতে ছিপ রাখতে যায়৷ তখনই সেফটি ট্যাঙ্ক ভেঙে নিচে পড়ে যায় সে। তারপর থেকে ওই কিশোরের খোঁজ পাচ্ছিল না পরিবার।

আরও পড়ুন: সন্তান বড্ড জেদি হয়ে উঠছে? কেন জানেন! এর কারণ আপনি নয়তো? কী বলছেন শিশু বিশেষজ্ঞ

রাত ৯টার সময় সেফটি ট্যাঙ্কের মধ্যে কিশোরকে পড়ে থাকতে দেখা যায়৷ তাকে তুলে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকজনেরা। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

আরও পড়ুন: শ্যাওলা, কীটপতঙ্গের যম, ১০০ বছরেও নষ্ট হবে না ট্যাঙ্কের জল, এই মহৌষধ রাখলেই ঝামেলা থেকে মুক্তি

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সরকারি সেফটি ট্যাঙ্কে নিম্ন মানের কাজ করার জন্যেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

যদিও স্থানীয় সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের শিল্প সঞ্চালক সমীর কুমার মজুমদার জানিয়েছেন, ‘‘পঞ্চায়েতের পক্ষ থেকে প্রচুর সেফটি ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা এটি । কাজ করবার সময় স্থানীয় পঞ্চায়েত সদস্যদের দেখে নেওয়া কর্তব্য। সেটা হয়েছিল কি না, সেটা আমার জানা নেই। অত্যন্ত দুঃখজনক ঘটনা৷ আমরা পরিবারের পাশে ছিলাম, আছি, থাকবো। ঘটনা প্রসঙ্গে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।’’

অনিরুদ্ধ কির্তনীয়া