গানে গানে প্রতিবাদ 

RG Kar Protest: আরজি করের ঘটনার প্রতিবাদ এবার মাটির সুরে! দোতারায় সুর তুললেন এই শিল্পী

জলপাইগুড়ি: আরজি কর কাণ্ডে এখনও উত্তাল সারা রাজ্য! দিকে দিকে বিচার চেয়ে আন্দোলন, প্রতিবাদ। কিন্তু এরই মধ্যে সুর, তাল, লয়, ছন্দের মধ্য দিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রতিবাদ জানালেন এই প্রাক্তন শিক্ষক! তাঁর একমাত্র সঙ্গী “দোতারা”।

আরও পড়ুন: পঞ্চায়েত ডিজিটাল করতে অগ্রণী ভূমিকা বাঁকুড়া জেলার, দারুন খবর

সবুজে ঘেরা গ্রাম বাংলা.. সেই গ্রামের পথ দিয়ে হেঁটে চলেছে পথের পথিক লোকশিল্পী ঈশ্বর চন্দ্র। জলপাইগুড়ি অন্তর্গত ধূপগুড়ির বারঘড়িয়ার বাসিন্দা তিনি। আরজি কর কাণ্ডকে ঘিরে রাজ্য, দেশ-বিদেশে যখন বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে ঠিক তখনই বাংলার মাটির সুরের মধ্য দিয়ে আরজি কর ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন তিনি। কখনও রাস্তা দিয়ে হেঁটে কিংবা দোতারা নিয়ে কখনও আবার ধান ক্ষেতে বসে এভাবেই প্রতিবাদী সুর তুলেছেন ঈশ্বরচন্দ্র রায়।

প্রতিবাদের জন্য তাঁর প্রয়োজন নেই কোনও লোকবল, প্রয়োজন নেই কোনও প্ল্যাকার্ড বা পতাকার! এক্কেবারেই নিজের মতো প্রতিবাদের পথে হেঁটেছেন তিনি। আরজি কর মেডিক‍‍্যাল কলেজের নক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং ন্যায় বিচারের দাবিতেই তাঁর সুর। পেশায় তিনি প্রাক্তন শিক্ষক হলেও তার অন্য আরও একটি পরিচয় রয়েছে কিছু বছর আগে বিধানসভা উপনির্বাচনের ভোটে তিনি বাম প্রার্থী হিসেবে লড়েছিলেন। তবে সেই এলাকায় শিক্ষক হিসেবেই তার বেশি প্রভাব রয়েছে। তাই নতুন প্রজন্মকে তার মাটির সুরেই প্রতিবাদে শিখিয়ে দিলেন তিনি।

সুরজিৎ দে