দিঘা সমুদ্র 

Digha: খুব সাবধান! ‘এই’ একটা ভুল করলে দিঘায় গিয়ে পকেট খালি হয়ে যাবে! না জানলেই বড় বিপদে পড়বেন

*বাঙালির পছন্দের ঘোরার জায়গা দিঘা। তবে এবার দিঘা আসার আগে অবশ্যই সতর্ক থাকুন। দিঘায় এসে এই ভুল করলেই গুনতে হতে পারে জরিমানা। দিঘার যত্রতত্র আবর্জনা ফেললেই গুনতে হবে জরিমানা। কাজের ফাঁকে উইকএন্ডে আপনার মন চাইছে দিঘা যেতে? তবে এ বার দিঘা আসার আগে সতর্ক থাকুন! জেনে নিন নিয়ম। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি। 
*বাঙালির পছন্দের ঘোরার জায়গা দিঘা। তবে এবার দিঘা আসার আগে অবশ্যই সতর্ক থাকুন। দিঘায় এসে এই ভুল করলেই গুনতে হতে পারে জরিমানা। দিঘার যত্রতত্র আবর্জনা ফেললেই গুনতে হবে জরিমানা। কাজের ফাঁকে উইকএন্ডে আপনার মন চাইছে দিঘা যেতে? তবে এ বার দিঘা আসার আগে সতর্ক থাকুন! জেনে নিন নিয়ম। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
*দিঘায় এসে এই নিয়ম না মানলে পর্যটককে দিতে হতে পারে মোটা জরিমানা।বাঙালির পছন্দের ডেস্টিনেশন দিঘা। সমাজের সব স্তরের মানুষ কাজের ফাঁকে সুযোগ পেলেই সমুদ্রের অমোঘ আকর্ষণে ছুটে আসেন। ভ্রমনপ্রিয় বাঙালির গোয়া অর্থাৎ দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ফলে দিন দিন দিঘার সৌন্দর্যের মুকুটে জুড়ছে এক একটি পালক। ফাইল ছবি। 
*দিঘায় এসে এই নিয়ম না মানলে পর্যটককে দিতে হতে পারে মোটা জরিমানা।বাঙালির পছন্দের ডেস্টিনেশন দিঘা। সমাজের সব স্তরের মানুষ কাজের ফাঁকে সুযোগ পেলেই সমুদ্রের অমোঘ আকর্ষণে ছুটে আসেন। ভ্রমনপ্রিয় বাঙালির গোয়া অর্থাৎ দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ফলে দিন দিন দিঘার সৌন্দর্যের মুকুটে জুড়ছে এক একটি পালক। ফাইল ছবি।
*মেরিন ড্রাইভ জগন্নাথ মন্দির, ওল্ড দিঘায় বিশ্ববাংলা পার্কের পাশাপাশি নিউ দিঘায় পর্যটকদের মনোরঞ্জনের জন্য একটি বড় পার্ক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সেইমত জায়গা পরিদর্শন করেছে জেলাশাসক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ফাইল ছবি। 
*মেরিন ড্রাইভ জগন্নাথ মন্দির, ওল্ড দিঘায় বিশ্ববাংলা পার্কের পাশাপাশি নিউ দিঘায় পর্যটকদের মনোরঞ্জনের জন্য একটি বড় পার্ক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সেইমত জায়গা পরিদর্শন করেছে জেলাশাসক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ফাইল ছবি।
*একদিকে দিঘাকে আরও সুন্দর করে তুলতে প্রশাসনের প্রয়াস জারি রয়েছে। অন্যদিকে, দিঘার বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা নিয়ে সরব হয়েছে দিঘায় আসা পর্যটকেরা। তবে এবার আর দিঘায় যত্রতত্র নোংরা আবর্জনা নয়। এ বিষয়ে উদ্যোগী হল প্রশাসন। ফাইল ছবি। 
*একদিকে দিঘাকে আরও সুন্দর করে তুলতে প্রশাসনের প্রয়াস জারি রয়েছে। অন্যদিকে, দিঘার বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা নিয়ে সরব হয়েছে দিঘায় আসা পর্যটকেরা। তবে এবার আর দিঘায় যত্রতত্র নোংরা আবর্জনা নয়। এ বিষয়ে উদ্যোগী হল প্রশাসন। ফাইল ছবি।
*দিঘায় যত্রতত্র নোংরা আবর্জনা ফেলা নিয়ে পদক্ষেপ নিয়েছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট ডাস্টবিনে নোংরা আবর্জনা ফেলার জন্য। কোনও পর্যটক বা স্থানীয় ব্যবসায়ী ডাস্টবিন ছাড়া অন্য কোথাও নোংরা আবর্জনা ফেলে জরিমানা করা হতে পারে। ফলে এ বার দিঘায় এসে সতর্ক থাকুন। ফাইল ছবি। 
*দিঘায় যত্রতত্র নোংরা আবর্জনা ফেলা নিয়ে পদক্ষেপ নিয়েছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট ডাস্টবিনে নোংরা আবর্জনা ফেলার জন্য। কোনও পর্যটক বা স্থানীয় ব্যবসায়ী ডাস্টবিন ছাড়া অন্য কোথাও নোংরা আবর্জনা ফেলে জরিমানা করা হতে পারে। ফলে এ বার দিঘায় এসে সতর্ক থাকুন। ফাইল ছবি।
*পূর্ব মেদিনীপুর জেলার দিঘা। ভ্রমন প্রিয় বাঙালির অন্যতম পছন্দের জায়গা। দিঘা মানে সমুদ্রের উত্তাল ঢেউর সঙ্গে পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে চুটিয়ে মজা উপভোগ করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দিঘা শুধুমাত্র সমুদ্রকেন্দ্রিক পর্যটন কেন্দ্র না। সরকারি উদ্যোগে একের পর এক প্রকল্পের বাস্তবায়নে দিঘা হয়ে উঠেছে অন্যতম টুরিস্ট স্পষ্ট। ফাইল ছবি। 
*পূর্ব মেদিনীপুর জেলার দিঘা। ভ্রমন প্রিয় বাঙালির অন্যতম পছন্দের জায়গা। দিঘা মানে সমুদ্রের উত্তাল ঢেউর সঙ্গে পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে চুটিয়ে মজা উপভোগ করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দিঘা শুধুমাত্র সমুদ্রকেন্দ্রিক পর্যটন কেন্দ্র না। সরকারি উদ্যোগে একের পর এক প্রকল্পের বাস্তবায়নে দিঘা হয়ে উঠেছে অন্যতম টুরিস্ট স্পষ্ট। ফাইল ছবি।
*সমুদ্রের পাশাপাশি পার্ক, কফি হাউস বিশ্ববাংলা উদ্যান ও মেরিন ড্রাইভ সহ একগুচ্ছ প্রকল্প যা পর্যটকদের ইতিমধ্যে মনে ধরেছে। এবার সেই দিঘায় এসে পর্যটকদের এই ভুলের জন্য তাদের দিতে হতে পারে জরিমানা। ফাইল ছবি। 
*সমুদ্রের পাশাপাশি পার্ক, কফি হাউস বিশ্ববাংলা উদ্যান ও মেরিন ড্রাইভ সহ একগুচ্ছ প্রকল্প যা পর্যটকদের ইতিমধ্যে মনে ধরেছে। এবার সেই দিঘায় এসে পর্যটকদের এই ভুলের জন্য তাদের দিতে হতে পারে জরিমানা। ফাইল ছবি।
*এ বিষয়ে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ অফিসার তথা কাঁথি মহকুমা প্রশাসক শৌভিক ভট্টাচার্য জানান, রাজ্যের অন্যতম পর্যটন নগরীর দিঘাকে সুন্দর করে তোলার প্রয়াস জারি রয়েছে প্রশাসনের। দিঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেপ্রতিদিন নিয়মিত সাফাইয়ের কাজ চলছে। এরপরেও পর্যটক বা স্থানীয় দোকানদারেরা যত্রতত্র নোংরা আবর্জনা ফেললে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফাইল ছবি। 
*এ বিষয়ে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ অফিসার তথা কাঁথি মহকুমা প্রশাসক শৌভিক ভট্টাচার্য জানান, রাজ্যের অন্যতম পর্যটন নগরীর দিঘাকে সুন্দর করে তোলার প্রয়াস জারি রয়েছে প্রশাসনের। দিঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেপ্রতিদিন নিয়মিত সাফাইয়ের কাজ চলছে। এরপরেও পর্যটক বা স্থানীয় দোকানদারেরা যত্রতত্র নোংরা আবর্জনা ফেললে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফাইল ছবি।
*আগামী দিনে দিঘায় যত্রতত্র নোংরা আবর্জনা ফেললে জরিমানা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।' দিঘাকে সুন্দর রাখতে প্রশাসনের এই উদ্যোগ গ্রহণ। তাই এবার দিঘা আসার আগে সতর্ক হোন। ফাইল ছবি।
*আগামী দিনে দিঘায় যত্রতত্র নোংরা আবর্জনা ফেললে জরিমানা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’ দিঘাকে সুন্দর রাখতে প্রশাসনের এই উদ্যোগ গ্রহণ। তাই এবার দিঘা আসার আগে সতর্ক হোন। ফাইল ছবি।