ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে আগুনের ছবি

Hooghly news: নির্বাচনের শেষে সন্ধ্যাতেই ভয়াবহ আগুন শ্রীরামপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কে 

হুগলি: শ্রীরামপুর বেলু মোর এলাকায় প্রস্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক-এর ভিতরে একধিক ওয়ার হাউসে ভয়ঙ্কর আগুন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ। কালো ধোঁয়ার কুন্ডুলি দেখা যায় আকাশে। আগুনের হলকা উপরে উঠতে থাকে পাক দিয়ে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। শ্রীরামপুর থানার পুলিশ ও পৌঁছেছে ঘটনাস্থলে।কি থেকে আগুন লাগলও এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে খবর, ভোটের জন্য ইন্ডাস্ট্রিয়াল পার্কের ওয়ার হাউজগুলি বন্ধ ছিল আজকের দিনে। এখানে ফ্লিপকার্ট, স্টাইল বাজার ও ফার্স্ট ক্রাই-এর মতন একাধিক কোম্পানির ওয়ার হাউস রয়েছে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে। সেখানেই প্রথমে একটি ওয়ার হাউসে আগুন লাগে। খুবই দ্রুত সেই আগুন ছড়িয়ে পার্শ্ববর্তী গুদামগুলিতে। আগুনের তীব্রতা এতটাই যে শ্রীরামপুর এলাকার যে কোনও জায়গার থেকে আকাশে আগুনের কুণ্ডলী ও কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়।

শহিদুল মল্লিক নামে একজন কর্মচারী বলেন, আজকে গোডাউন বন্ধ ছিল। কী ভাবে আগুন লাগল বোঝা যায়নি। ভয়াবহ আগুন লেগেছে। দমকলের তিনটে ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

ওই সংস্থার এক কর্মচারী রিতা বৈদ্যা দাস বলেন, তিনিও ছুটির জন্য বাড়িতেই ছিলেন। হঠাৎ তাদের সিকিউরিটি তাঁকে ফোন করে জানান তাঁদের ওয়ার হাউসে আগুন লেগেছে। ঘটনার পর থেকেই তারা ব্যাপক আতঙ্কিত।

আগুনের গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পার্শ্ববর্তী এলাকার বহু সংখ্যক মানুষ তাঁরা বাড়িঘর ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন। ঠিক যেখানে আগুন লেগেছে তাঁর থেকে কয়েকশো মিটারের মধ্যেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল। আগুন নিয়ন্ত্রণ করার জন্য দমকলের ছ’টি ইঞ্জিনরীতি মধ্যেই কাজ শুরু শুরু করেছে। ঘটনায় হতাহত কিংবা কিভাবে এ আগুন লাগল তার তদন্ত করছে পুলিশও দমকল।

রাহী হালদার