ডায়মন্ড হারবারের নিউটাউনের ঠাকূ্র দেখতে ভিড়

South 24 Parganas News: ডোকরা শিল্পের ছোঁয়া, এবার ডায়মন্ড হারবারের মন্ডপে বাংলার হস্তশিল্প

ডায়মন্ড হারবার: এবার ডোকরা শিল্পের কারুকার্যের দেখা মিলল ডায়মন্ড হারবারের নিউটাউনের পুজো মণ্ডপে। ডোকরা শিল্পের জন্য বিখ্যাত পূর্ব বর্ধমানের দ্বারিয়াপুর গ্রাম। পূর্ব বর্ধমান ছাড়িয়ে সেই শিল্পের ছোঁয়া এবার মিলছে ডায়মন্ড হারবারে।

ডায়মন্ড হারবারের নিউটাউনের এই পুজো দেখতে মুখিয়ে থাকেন অনেকেই। প্রতি বছর এখানে নতুন নতুন থিম তুলে ধরা হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। সকলের জন্য একেবারে অন্যরকম একটি থিম নিয়ে হাজির হয়েছে।

আরও পড়ুন: দশমীতে ঘটতে চলেছে বিরল রাজযোগ, এই ৩ রাশির ভাগ্য বদলাতে চলেছে, যেখানে হাত দেবে তাই সোনা….

কুটির শিল্প বাংলার আভিজাত্য। রাজ্যর যে সমস্ত কুটির শিল্প ভিনরাজ্যে তথা বিদেশের বাজারেও নিজস্ব পরিচয় তৈরি করেছে, তার মধ্যে অন্যতম ডোকরা। সেই কথা সকলের সামনে তুলে ধরতে এই থিম তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: দশমীতে ঘরের এই দিকে প্রদীপ জ্বালান, ঘরে আসবে লক্ষ্মী, হবে সুখ-শান্তির বৃষ্টি

এই পুজো এ বছর ৫৭ তম বৎসরে পদার্পণ করেছে‌‌। ডোকরা শিল্পের এই কাজ দেখতে প্রচুর সংখ্যক মানুষজন সেখানে আসছেন। এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে অনিন্দ্য হালদার জানিয়েছেন, ডোকরা শিল্পকে সকলের সামনে মেলে ধরতে এই প্রয়াস। যা ভাল সাড়া ফেলেছে এলাকায়।

এ নিয়ে অনিস বসু নামের এক যুবক জানিয়েছেন, এই পুজোয় কী থিম করা হবে? তা নিয়ে সকলে মুখিয়ে থাকে। এবছর ডোকারা শিল্পের প্রদর্শনী করা হয়েছে। যা খুব সুন্দর এবং চিত্তাকর্ষক হয়েছে। ফলে লোকের ভিড় বাড়ছে। প্রতিবছর এই রকম নতুন নতুন থিম করা হোক এটাই চান তাঁরা।

নবাব মল্লিক