উত্তর ২৪ পরগনা: বসিরহাটে পুজোর থিমে নজর কাড়ল হর হর ব্যোমকেশ । দূর থেকে দেখলে মনে হবে পাহাড়ের উপরে একটি মন্দিরে ধ্যানমগ্ন এক সাধু। একটু কাছে গেলেই আপনার ভ্রম দূর হবে আদতে তা একটি দুর্গাপুজোর প্যান্ডেলের থিম। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের আস্তানা রোড সংলগ্ন প্রগতি সংঘের এবারের দুর্গাপুজোর থিম ‘হর হর ব্যোমকেশ।’
আরও পড়ুন: বিচরণ ঘাসজমিতে, এক প্রদেশের স্টেট বার্ড! নীলকণ্ঠ পাখির খোঁজে রইল অজানা তথ্য
বেশ কয়েক বছর ধরে দুর্গা পুজোয় এখন থিমের ছোঁয়ায় ফুটে উঠছে জেলার শহর থেকে গ্রাম্য এলাকাগুলিতেও। কলকাতার পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় এমন বেশকিছু পুজো হচ্ছে, ধারেভারে ও আয়োজনে যেগুলি তিলোত্তমা মহানগরীর পূজাকেও টেক্কা দিতে পারে।
আরও পড়ুন: আর বাকি দু’দিন! কেমন থাকবে দুর্গাপুজোর শেষ দিনের আবহাওয়া? এল ‘বড়’ আপডেট
উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে এবারও দুর্গাপূজায় থিমের রমরমা। বসিরহাটের আস্তানা রোড প্রগতি সংঘের দুর্গাপুজোর হর হর ব্যোমকেশ থিমে ফুটিয়ে তোলা হয়েছে নিচ থেকে কাটা পাহাড় উঠে গেছে যার চারিপাশে একাধিক ধ্যানমগ্ন ছবি, পাহাড়ের ঝরনা, সহ একাধিক ছবি ফুটে উঠবে। পাহাড়ের একটু উপরে উঠলে দেখা যাবে একটি মন্দিরে একটি শিবলিঙ্গ ঘুরছে আর যাকে কেন্দ্র করে ধ্যানে মগ্ন এক তান্ত্রিক সাধু। পাশাপাশি প্রতিমাতেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। গোটা প্যান্ডেল চত্বর পাহাড়ের পাশাপাশি ঝর্ণা ও বরফের চাঁদোয়ায় ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিবছরই দুর্গা পুজোতে বসিরহাট শহরবাসীর ভিড় নামে এই পুজো মণ্ডপে। গোটা বছর বাঙালি দুর্গাপুজো আসার অপেক্ষায় থাকেন। সব মিলিয়ে থিমের ছোঁয়ায় মেতেছেন বসিরহাটবাসী।
জুলফিকার মোল্লা