রাজস্থানী তাওয়া

Bankura News: রাজস্থানের তাওয়া এবার বাঁকুড়ায়! বিক্রি হচ্ছে চলমান ট্রাকে

বাঁকুড়া: বাঁকুড়ায় বিক্রি হচ্ছে রাজস্থানের পোড়ামাটির তাওয়া! তাও আবার চলমান ট্রাকের মধ্যে। সুদুর রাজস্থান থেকে নিজের ট্রাকে করে পরিবার নিয়ে বাঁকুড়ায় হাজির পলুরাম। তার ঝুলিতে রাজস্থানের পোড়া মাটির তাওয়া এবং কাসেরোল। নতুন ধরনের এই তাওয়া দেখতে ভিড় জমাচ্ছেন বাঁকুড়ার পথ চলতি মানুষ। কেউ কেউ কিনছেন এই তাওয়া। দাম মাত্র ৫০ টাকা। রাজস্থানের মাটি দিয়ে তৈরি এই তাওয়ায় নাকি খাবার রান্না করলে খাবারের গুণগতমান ভাল থাকে, এমনটাই মনে করেন পলুরাম এবং কয়েকজন ক্রেতা।

ট্রাকে বোঝাই করা রয়েছে পোড়া মাটির সরঞ্জাম। এই গাড়ি ঘুরছে বাঁকুড়া শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কখনও লালবাজার আবার কখনও স্কুলডাঙ্গা। যেখানেই দাঁড়াচ্ছে সেখানেই মানুষের উৎসুক চোখ পড়ছে ৫০ টাকার মাটির তাওয়ার দিকে। তাওয়া ছাড়াও রয়েছে, চায়ের কাপ, জলের বোতল, হাঁড়ি, কড়াই এবং আরও অনেক কিছু। পলুরাম জানান, প্রায় ১০-১৫ দিন সময় লেগেছে বাঁকুড়া আসতে। সব সরঞ্জাম বিক্রি হলে তবেই ফিরে যাবেন পলুরাম ও তার পরিবার। সময় লাগতে পারে ১ মাস।

বাঁকুড়া, বিষ্ণুপুরের টেরাকোটা বিখ্যাত একটি শিল্প। আর বাঁকুড়াতেই দেদার বিক্রি হচ্ছে সুদূর রাজস্থানের পোড়ামাটির বাসন! কি বলছেন সাধারণ মানুষ? ক্রেতা অর্ণব পান্ডা প্রথমবার দেখছেন এমন মাটির তাওয়া। তাই কিনেও নিলেন একটি। প্রশ্ন করায় তিনি হতাশার সুরে বললেন, পোড়ামাটির পীঠস্থান বাঁকুড়া, আর এই বাঁকুড়াতেই তৈরি হয়ে বিক্রি হতে পারত এমন মাটির বাসনপত্র। এদিকে গ্রামেগঞ্জে কাজের অভাবে বসে রয়েছেন শিল্পীরা।

আরও পড়ুনঃ UEFA EURO 2024: ইউরোর প্রথম ম্যাচে মুখোমুখি কোন দুই দল, কখন শুরু ম্যাচ, কোথায় দেখবেন খেলা

বাঁকুড়ায় আছেন? যদি এরকম একটি ট্রাক দেখতে পান তাহলেই বুঝে নেবেন বিক্রি হচ্ছে রাজস্থানের মাটির তাওয়া। আর দাম মাত্র ৫০ টাকা। রাজস্থানের মাটি দিয়ে তৈরি করে, সুদূর রাজস্থান থেকে পরিবহন খরচ বহন করে বাঁকুড়াতে নিয়ে এসে এই মাটির তাওয়া কিভাবে মাত্র ৫০ টাকায় বিক্রি হচ্ছে সেটাই বুঝতে পারছেন না বাঁকুড়ার স্থানীয় বাসিন্দারা। কারণ বাঁকুড়ার চলতি বাজারে পোড়ামাটির যে বাসন গুলি বিক্রি হয় সেগুলির খুব ছোট না হলে ন্যূনতম দাম শুরু হয় ৫০ টাকা থেকে। তবে আর বেশি দিন নয়, আর কয়েকদিন থাকবেন পলুরাম, তারপর বাঁকুড়া ছেড়ে ফিরে যাবেন রাজস্থান।

নীলাঞ্জন ব্যানার্জী