গাছে জল শুকালে সতর্ক বার্তা আসবে, সুন্দরবনে চাষে AI পদ্ধতি

North 24 Parganas News: গাছে জল শুকালে আসবে সতর্ক বার্তা, সুন্দরবনে চাষে AI পদ্ধতি

উত্তর ২৪ পরগনা: গাছে জল শুকিয়ে গেলে এবার থেকে আসবে সতর্ক। সুন্দরবনে এবার চাষেও AI পদ্ধতির ব্যবহার। আপনি আপনার বাড়িতে বাগান তৈরি করেছেন কিন্তু সময়ের অভাবে অনেক ক্ষেত্রে জল দেওয়ার সময় পান না। তবে এবার গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে অটোমেটিক একটি সতর্ক বার্তা পৌঁছাবে। এমনই এক AI প্রযুক্তির দেখা মিলল উত্তর ২৪ পারগানা জেলায়।

উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি ১ ব্লকের ন্যাজাট রাইস মিলে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে একটি বিশেষ ফলের গাছের বাগান তৈরি করা হচ্ছে। যেখানে দেখা মিলছে এই বিশেষ পদ্ধতিতে চাষ। মাটিতে জলের পরিমান কমে গেলে কিংবা জলের আর্দ্রতার পরিমান কমে গেলে সেটি পরিমাপ করে স্বেচ্ছাসেবী সংস্থার কেন্দ্রীয় কার্যালয় দেরাদুনে পৌঁছবে। সেখান থেকে সতর্কতামূলক বার্তা পৌঁছাবে গেছে জলের প্রয়োজন হলে। যা সবকিছু সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট প্রযুক্তির মাধ্যমে ঘটবে।

বর্তমানে অনেকেই ছাদ বাগান কিংবা বাড়ির সামনে বাগান তৈরি করতে ভালবাসেন। তবে অফিস কিংবা কাজের ব্যস্ততার পাশাপাশি কয়েক দিনের ছুটিতে বাইরে কোথাও বেড়াতে গেলে গাছে জল দেওয়া হয় না আর যার ফলে অনেক সময় টব কিংবা মাটির জল শুকিয়ে গেলে গাছ মারা যেতে পারে। এমন ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহার কারা যেতে পারে বলে মনে কারা হচ্ছে।

আরও পড়ুনঃ IND vs NZ 1st Test: এত সহজে মানবে না হার! বেঙ্গালুরু টেস্টে ঘুড়ে দাঁড়াচ্ছে টিম ইন্ডিয়া

উল্লেখ্য এই বিশেষ যন্ত্রে একটি সেন্সর ব্যবহার করা হয়েছে। যা চাষের মাটিতে থাকা সেন্সরের আর্দ্রতা কমলে সেন্সর সেই বার্তা গ্রহন করেবে। আর এই বিশেষ প্রযুক্তি যা সম্পূর্ণ সৌরশক্তির ব্যবহার করা হয়েছে। আগামীতে এই পদ্ধতিতে চাষ করলে অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।