নদীতে স্নান হাতির

Alipurduar News: উত্তরবঙ্গে বাড়ছে গরমের দাপট! পারো নদীতে জমিয়ে স্নান গজরাজের! ভাইরাল ভিডিও

আলিপুরদুয়ার: অতিবৃষ্টিতে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি ক্রমশ সংকটজনক৷ এইদিকে উত্তরবঙ্গে আকাশ রোদ ঝলমলে৷ যার ফলে আবার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে উত্তরে৷ এই গরমে পারো নদীতে বন্য হাতির স্নানের দৃশ্যে মুগ্ধ নেটিজেনরা৷

গরমে হাঁসফাঁস অবস্থা উত্তরবঙ্গজুড়ে। আলিপুরদুয়ার জেলাতেও বেড়েছে গরমের তীব্রতা। এই পরিস্থিতি সবচেয়ে বেশি অসহনীয় হয়ে উঠেছে বন্য প্রাণীদের কাছে। তারা চাইছে একটু শান্তির খোঁজ।

আরও পড়ুন: ভয়াবহ পথ দুর্ঘটনা, এসইউভি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১, ভাইরাল ভিডিও

গরম থেকে বাঁচতে একটু জলের খোঁজ করতে দেখা গেল এক বুনো হাতিকে। পরো নদীতে জলে স্নান করতে ব্যস্ত গজরাজ। টানা প্রায় ১৫ মিনিট ধরে নদীতে স্নান করছিল হাতিটি৷

আরও পড়ুন:ভয়ঙ্কর ডেবরার বন্যা পরিস্থিতি, প্রাণ বাঁচাতে গবাদি পশু-সহ ত্রাণ শিবিরে স্থানীয়রা

সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, জলে নামার আগে  জল ঠান্ডা রয়েছে কি না তাও রীতিমতো যাচাই করতে দেখেছে হাতিটি। শুড় দিয়ে জল তুলে গায়ে ছিটিয়ে নেয়  প্রথমে।তারপরই জলে নামে সে।
Annanya Dey